সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছানো অনিশ্চিত – ইউ এস বাংলা নিউজ




সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছানো অনিশ্চিত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২৪ | ৫:৪১ 86 ভিউ
আগামী শিক্ষাবর্ষে প্রাক-প্রাথমিক থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় প্রায় ৪০ কোটি ১৬ লাখ পাঠ্যবইয়ের মধ্যে সোমবার (৩০ ডিসেম্বর) পর্যন্ত ছাপানো হয়েছে মাত্র ৬ কোটির কিছু বেশি। ফলে বছরের প্রথম দিনেই সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছানো সম্ভব হবে না বলে আশঙ্কা করছেন শিক্ষক ও অভিভাবকরা। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) জানিয়েছে, প্রাথমিকের প্রথম থেকে তৃতীয় শ্রেণির ৭০ লটের বই ছাপা সম্পন্ন হলেও পুনঃটেন্ডারের কারণে বাকি ২৭ লটের বই এখনও প্রস্তুত হয়নি। এ তিন শ্রেণির বই পুরোপুরি সরবরাহ করতে জানুয়ারি মাস লেগে যেতে পারে। প্রাথমিকের চতুর্থ ও পঞ্চম শ্রেণির ক্ষেত্রে পরিস্থিতি আরও জটিল। অল্প কিছু বই ছাপানো হলেও বেশিরভাগ বই ছাপার কাজ

শুরুই হয়নি। সেক্ষেত্রে এ শ্রেণির শিক্ষার্থীদের জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত অপেক্ষা করতে হবে। মাধ্যমিক পর্যায়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির মধ্যে ষষ্ঠ-সপ্তমের কিছু বই ছাপানো হলেও অষ্টম ও নবম শ্রেণির অধিকাংশ শিক্ষার্থীরা বছরের শুরুতে কোনো বই পাবেন না। সব বই সরবরাহ করতে ফেব্রুয়ারি বা মার্চ পর্যন্ত সময় লেগে যেতে পারে। এনসিটিবির সদস্য (পাঠ্যপুস্তক) অধ্যাপক ড. রিয়াদ চৌধুরী জানান, এবারের পাঠ্যবই সম্পূর্ণ নতুনভাবে তৈরি করতে হয়েছে। ৬৫৫টি বই সংশোধন ও পরিমার্জন করতে দীর্ঘ সময় লেগেছে। এছাড়া, জুলাই মাসের গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে গল্প-গ্রাফিতি সংযোজন, টেন্ডার প্রক্রিয়ার দেরি এবং প্রথমবারের মতো সোয়া ৪০ কোটির বেশি বই ছাপানোর প্রয়োজনীয়তা কাজের চাপ বাড়িয়েছে। “আমরা দিনরাত কাজ করছি। তবে বাস্তবতাগুলো মাথায়

রাখতে হবে। প্রথম থেকে পুরো প্রক্রিয়া শুরু করতে হয়েছে,” যোগ করেন অধ্যাপক রিয়াদ। বই সংকট নিয়ে উৎকণ্ঠিত শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, বছরের শুরুতেই নতুন বই না পেলে শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি হবে। কিছু বিদ্যালয়ে অল্পসংখ্যক বই পৌঁছানোর কারণে শিক্ষার্থীদের মাঝে বৈষম্য ও বিশৃঙ্খলা দেখা দিতে পারে। এনসিটিবি জানিয়েছে, জানুয়ারি মাসের মধ্যে বই সরবরাহ নিশ্চিত করতে তারা প্রতিদিন নিরবচ্ছিন্ন কাজ চালিয়ে যাচ্ছে। তবে এটি শুধু এনসিটিবি নয়, টেন্ডার প্রক্রিয়ার দেরি, ছাপাখানার অপ্রতুলতা, এবং লজিস্টিক চ্যালেঞ্জের সম্মিলিত ফলাফল। নতুন শিক্ষাবর্ষের শুরুতেই বই সংকট শিক্ষাব্যবস্থার বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এনসিটিবি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সময়মতো বই সরবরাহ নিশ্চিত করতে আপ্রাণ চেষ্টা চালালেও শিক্ষার্থীদের পড়াশোনায় প্রভাব পড়া অবশ্যম্ভাবী। এই

সংকট থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে সময়োপযোগী পরিকল্পনা ও বাস্তবায়ন নিশ্চিত করার ওপর জোর দেওয়া জরুরি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনের শর্তে জাতীয় নিরাপত্তা হুমকিতে, সমালোচনার ঝড় সচিবালয়ের সামনে লাঠিপেটায় আহত ৪৩ শিক্ষার্থী ঢাকা মেডিকেলে বিমান বিধ্বস্তে হতাহতদের চিকিৎসাসহ সকল ধরনের সহায়তার প্রস্তাব ভারতের আই ডোন্ট কেয়ার ইয়োর প্রোপাগান্ডা, আই ডোন্ট গিভ আ ফাক টু ইয়োর ফ্রেমড ন্যারেটিভ উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্ত: প্রশাসনিক অব্যবস্থাপনা এবং রাষ্ট্রীয় জবাবদিহিহীনতার নগ্ন প্রতিচ্ছবি আইএসপিআরের খাতায় ৩১, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ২৯ জন: লাশ গুমের খবরে ক্ষিপ্ত শিক্ষার্থীরা মান বিধ্বস্ত: ছাত্রলীগের মানবিক ভূমিকায় প্রশংসা, চিকিৎসা বিঘ্নকারীদের বিরুদ্ধে জনরোষ মাইলস্টোনে প্রেস সচিবসহ দুই উপদেষ্টা অবরুদ্ধ, “ভুয়া ভুয়া স্লোগান ‘আমার বন্ধু আমার চোখের সামনে মারা গেল’ এ মুহূর্তে দগ্ধদের জন্য যা করণীয় ‘মা হাসপাতাল এত দূরে কেন’ পুড়ে যাওয়া খাতা ঘিরে জারার বেঁচে থাকা না থাকা নিয়ে সংশয় ছোটভাই তাশরিফ ফিরলেও না ফেরার দেশে তানভীর মাইলস্টোনে উৎসুক মানুষের ভিড় রাষ্ট্রীয় শোক আজ, সারাদেশে বিশেষ প্রার্থনা গেট ভেঙে সচিবালয়ের ভেতরে শিক্ষার্থীরা, আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জ আগামী ২৪ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় শোক প্রকাশ করলেন সজীব ওয়াজেদ জয় ‘এদেশ অভিশপ্ত, আমরাই এই অভিশাপের কারণ’, উপলব্ধি সালমান মুক্তাদিরের কুর্মিটোলা হাসপাতালে রক্ত দিতে গিয়ে মবের শিকার ছাত্রলীগ নেতা, টাকা দিয়ে মুক্ত