শিক্ষার্থীর অবস্থান সড়কে, ঢাকা অচল যানজটে – ইউ এস বাংলা নিউজ




শিক্ষার্থীর অবস্থান সড়কে, ঢাকা অচল যানজটে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ নভেম্বর, ২০২৪ | ১০:০৩ 35 ভিউ
বিভিন্ন দাবি আদায়ে বুধবার রাজধানীর একাধিক সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। দিনভর আন্দোলনের কারণে দেখা দেয় তীব্র যানজট। কার্যত অচল হয়ে পড়ে রাজধানী। দুর্ভোগের শিকার হন সাধারণ মানুষ। এর মধ্যে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে ব্যস্ত এলাকা সায়েন্স ল্যাবরেটরি মোড়ে ‘ব্লকেড’ কর্মসূচি পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। মহাখালীতে দুই ঘণ্টার বেশি সড়ক অবরোধ করেন তিতুমীর কলেজের ছাত্রছাত্রী। শাহবাগে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ প্রত্যাশীরা আন্দোলনে নামলে পুলিশের বাধার মুখে পড়েন। তাদের সরাতে লাঠিপেটা ও জলকামান ব্যবহার করা হয়। এ ছাড়া ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উপাধ্যক্ষের অপসারণ চেয়ে বিক্ষোভ করেন সিটি কলেজের শিক্ষার্থীরা। ট্রাফিক পুলিশের কর্মকর্তারা বলছেন, একই দিনে একাধিক ব্যস্ত এলাকা অবরুদ্ধ

থাকলে গোটা রাজধানীতেই প্রভাব পড়ে। সর্বোচ্চ চেষ্টা করার পরও শিক্ষার্থীদের আন্দোলনের কারণে বুধবার নগরীর অধিকাংশ সড়কের ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়েছিল। জনদুর্ভোগ এড়াতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা ও সমাবেশ করার সিদ্ধান্ত দিয়েছে সরকার। তবে এ নির্দেশনা উপেক্ষা করে প্রায় দিনই নগরীর ব্যস্ত সড়কে আন্দোলন হচ্ছে। গতকালও আন্দোলনের প্রভাবে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি, ধানমন্ডি, শাহবাগ, নীলক্ষেত, মিরপুর সড়ক, কারওয়ান বাজার, মহাখালী ও বনানীতে তীব্র যানজট দেখা দেয়। ঘণ্টার পর ঘণ্টা যানবাহন দাঁড়িয়ে ছিল। অনেকে গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যে যান। এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) খন্দকার নাজমুল হাসান বলেন, ‘শিক্ষার্থীসহ সবার কাছে অনুরোধ– কেউ রাস্তা বন্ধ করে আন্দোলন করবেন না। রাজধানীর একটি সড়ক

বন্ধ থাকলে আশপাশে গাড়ির চাপ সামলানো কঠিন হয়ে যায়। একই সঙ্গে একাধিক সড়ক অবরুদ্ধ করা হলে দীর্ঘ সময় দুর্ভোগ পোহাতে হয়।’ চাকরির বয়সসীমা ৩৫ প্রত্যাশীদের লাঠিপেটা প্রত্যক্ষদর্শীরা জানান, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ করার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে বেলা সাড়ে ১১টার দিকে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন ৩৫ প্রত্যাশীরা। পুলিশ বাধা দিলে তারা ফুলের দোকানগুলোর সামনে বিক্ষিপ্তভাবে অবস্থান নেন। পরে দুপুর আড়াইটার দিকে মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে পদযাত্রা করেন আন্দোলনকারীরা। সুপ্রিম কোর্ট এলাকা পার হওয়ার পর পুলিশ লাঠিপেটা ও জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। সায়েন্স ল্যাবরেটরি মোড়ে ব্লকেড, রোববার অনশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজ সংস্কার কমিশন বাতিল করে বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন

গঠনের দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে আন্দোলন হয়। বেলা ১১টার দিকে ঢাকা কলেজ থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাবে ‘ব্লকেড’ শুরু করেন। বিকেল ৫টা পর্যন্ত তাদের অবস্থানে আশপাশের সড়কে স্থবিরতা নেমে আসে। আন্দোলনকারীরা জানান, দাবি না মানায় তারা সড়কে নামতে বাধ্য হয়েছেন। এ সময় শিক্ষার্থীরা ‘অধিভুক্তি নাকি মুক্তি– মুক্তি মুক্তি’, ‘শিক্ষা নিয়ে বাণিজ্য; মানি না, মানব না’, ‘আর নয় দাসত্ব, হতে চাই স্বতন্ত্র’, ‘ঢাবির জায়গায় ঢাবি থাক; সাত কলেজ মুক্তি পাক’ ইত্যাদি স্লোগান দেন। কর্মসূচির মধ্যেই বিবৃতি দিয়ে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ শিক্ষার্থীদের শিক্ষাঙ্গনে ফেরার অনুরোধ জানান। তিনি বলেন, সমস্যাগ্রস্ত শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের ন্যায্য দাবির প্রতি আমার সহানুভূতি রয়েছে। তবে রাস্তায় আন্দোলন

ও অবরোধের মাধ্যমে নতুন বিশ্ববিদ্যালয় গঠনের জন্য তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার কোনো নজির নেই। শিক্ষা উপদেষ্টার এ বক্তব্যে হতাশা ব্যক্ত করেন আন্দোলনকারীরা। তাদের প্ল্যাটফর্ম ‘সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর টিম’ আগামী রোববার আবারও ব্লকেড ও অনশন কর্মসূচি ঘোষণা করে। প্ল্যাটফর্মের ফোকাল পারসন আবদুর রহমান বলেন, শিক্ষা উপদেষ্টার বক্তব্যে বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠন কিংবা কমিশনে শিক্ষার্থী প্রতিনিধি যুক্ত করার কথা উল্লেখ না থাকায় আমরা হতাশ। গতকাল সাত কলেজের শিক্ষার্থী ছাড়াও দুপুর ১২টা থেকে বিক্ষোভ করেন ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা। তারা ভারপ্রাপ্ত অধ্যক্ষ নেয়ামুল হক ও উপাধ্যক্ষ মোখলেছুর রহমানের অপসারণ এবং আগের অধ্যক্ষ অধ্যাপক বেদর উদ্দিনকে ফিরিয়ে আনার দাবিতে কলেজের মূল ফটকে এ কর্মসূচি পালন

করেন। এতে ধানমন্ডি সাতমসজিদ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরির পঞ্চম শ্রেণির ছাত্র তাহমিদের বাবা ইকবাল আহমেদ বলেন, ছেলেকে নিয়ে অনেক কষ্টে সায়েন্স ল্যাব পর্যন্ত এসেছি। এখন ১১টা বাজে। আরও ঘণ্টাখানেক লাগবে। আমরা এ ভোগান্তি থেকে নিস্তার চাই। সায়েন্স ল্যাব মোড়ের বেনমাস ফ্যাশনের মালিক গোলাম জিলানী বলেন, ‘গাড়ি না চললে ক্রেতা কীভাবে আসবেন? দোকানে বেচাবিক্রি একদম নেই।’ একই এলাকার ছায়া শরমা অ্যান্ড রেস্টুরেন্টের মালিক মো. দুলাল বলেন, ‘আন্দোলনের কারণে কাস্টমার অনেক কমে গেছে। ব্যাপক ক্ষতি হচ্ছে।’ মহাখালীতে দুই ঘণ্টা অবরোধ তিতুমীর ঐক্যের ব্যানারে গতকাল বেলা ১১টায় কলেজের প্রধান ফটকে জড়ো হয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। দুই ঘণ্টা পর সড়ক থেকে

সরে যান তারা। কর্মসূচি থেকে তিন দাবি বাস্তবায়নে ৭২ ঘণ্টার আলটিমেটাম দেন তিতুমীর ঐক্য মূল কমিটির সদস্য রয়েল ইসলাম রানা। তাদের তিন দফা হলো– অধিভুক্তি বাতিল, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে কমিশন গঠন ও বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের রূপরেখা প্রণয়ন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এক ট্রেন থেকে লাফ দিলেও অন্য ট্রেনে কাটা পড়ে নিহত ১২ বেক্সিমকো কারখানা খোলার দাবিতে শ্রমিকদের ভাঙচুর-আগুন ২২ জানুয়ারি পালটে যায় মেহজাবীনের জীবন খুলনার বাঘদের বশ মানিয়ে জয়ের হ্যাটট্রিক বরিশালের বাবা-মা চাননি আমি পৃথিবীতে আসি: অপু বিশ্বাস এক ট্রেন থেকে লাফ দিলেও অন্য ট্রেনে কাটা পড়ে নিহত ১২ যেভাবে রাখির চ্যালেঞ্জের জবাব দিলেন হানিয়া আমির রাজশাহীতে ফুটছে আমের মুকুল, ঘন কুয়াশায় ক্ষতির শঙ্কা চাষিদের অর্থমন্ত্রীকে খুশি করতেই পশ্চিম তীরে হামলার নির্দেশ নেতানিয়াহুর যুদ্ধবিরতির মাঝেই পশ্চিম তীরে ইসরাইলের উচ্ছেদ অভিযান সীমান্তে বন্দুকযুদ্ধে দুই নারীসহ নিহত ১৪ মোদী-ট্রাম্প সমীকরণে বাংলাদেশের ভবিষ্যৎ মনে মনে কত ছবি এঁকেছি: নুসরাত ফারিয়া পলকের মেজাজ খারাপ হলেই ডাক পড়তো নুসরাত ফারিয়ার মাথার মূল্য এক কোটি টাকা! ট্রাম্পের প্রথম টার্গেট চীন, দ্বিতীয় ভারত সাবেক এমপি শাহীন চাকলাদারকে ৪ বছরের কারাদণ্ড, সম্পদ বাজেয়াপ্ত হুমকি দেওয়া বিমানের সেই ফ্লাইটে তল্লাশি চালিয়ে যা জানাল কর্তৃপক্ষ ইরানে সামরিক বিমান বিধ্বস্ত নেতাজি সুভাষচন্দ্র বসুর কিছু অমর উক্তি আজও অনুপ্রেরণার উৎস