রাশিয়ার ‘নিষেধাজ্ঞার স্বর্ণে’ হাসছে ৩ দেশ – U.S. Bangla News




রাশিয়ার ‘নিষেধাজ্ঞার স্বর্ণে’ হাসছে ৩ দেশ

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ২৭ মে, ২০২৩ | ৬:৩৭
উৎপাদন করা সোনার পাহাড় নিয়ে বড় বিপদে পড়ে যাচ্ছিল রাশিয়া৷ বছরে উৎপাদিত ৩২৫ টন সোনার পুরোটাই দেশের সীমানায় বন্দি থাকলে বড় বিপর্যয় নামতে পারতো রুশ অর্থনীতিতে৷ তবে সুকৌশলে সেই বিপদ এড়িয়েছে ভ্লাদিমির পুতিনের দেশ। আর এতে লাভবান হয়েছে সংযুক্ত আমিরাত, চীন ও তুরস্ক৷ রাশিয়ার আবগারি বিভাগের বরাত দিয়ে ডয়চে ভেলের এক প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা নেমে আসার পর সে দেশ থেকে প্রায় এক হাজার সোনার চালান গেছে সংযুক্ত আরব আমিরাতে৷ এই সময়ে সেখানে রুশ সোনার আমদানি না কমে বরং বেড়েছে৷ নিষেধাজ্ঞা আরোপের আগের বছর, অর্থাৎ ২০২১ সালে ৭৪ দশমিক ৩ টন সোনা রাশিয়া থেকে সংযুক্ত আরব আমিরাতে গেছে। অথচ

২০২২ সালে সেখানে আমদানিকৃত সোনা ১ দশমিক ৩ টন বেড়ে হয়েছে ৭৫ দশমিক ৭ টন৷ ইউক্রেনে হামলা চালিয়ে নিষেধাজ্ঞার চাপে পড়া রাশিয়ার সোনার সবচেয়ে বড় ক্রেতা এখন সংযুক্ত আরব আমিরাত৷ তার ঠিক পরেই রয়েছে চীন ও তুরস্ক৷ ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে ২০২৩ সালের ৩ মার্চ পর্যন্ত এই দুটি দেশে ২০ টন করে সোনা রপ্তানি করেছে রাশিয়া৷ জার্মান সংবাদমাধ্যমটি জানিয়েছে, রাশিয়ার কাস্টমস বিভাগের নথিভুক্ত তথ্য অনুযায়ী, বিশ্বের সবচেয়ে বড় দেশটি নিষেধাজ্ঞা শুরুর পর থেকে যে পরিমাণ সোনা রপ্তানি করেছে, তার ৯৯ দশমিক ৮ শতাংশই গেছে উল্লিখিত তিন দেশ, অর্থাৎ সংযুক্ত আরব আমিরাত, চীন ও তুরস্কে৷ প্রতিবেদনে বলা হয়েছে, নিষেধাজ্ঞার খড়গ নেমে আসার আগে

রাশিয়ার সোনা সবচেয়ে বেশি যেতো ব্রিটেনে৷ কিন্তু পশ্চিমা দেশগুলো নিষেধাজ্ঞা আরোপের পর বিশ্বের অনেক বহুজাতিক ব্যাংক, ধাতু পরিশোধন ও ক্রয়-বিক্রয় প্রতিষ্ঠান মস্কোর দিক থেকে মুখ ফিরিয়ে নেয়৷ ২০২২ সালের ৭ মার্চ লন্ডন বুলিয়ন মার্কেট অ্যাসোসিয়েশনও রাশিয়া থেকে সোনার বার আমদানি পুরোপুরি বন্ধ করে৷ ২০২২ সালের আগস্টের মধ্যে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ), সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র, কানাডা এবং জাপানও রাশিয়ার সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয়৷ রাশিয়ার কৌশল নিষেধাজ্ঞা শুরুর পর পরই টিকে থাকার কৌশল ঠিক করে নেয় রাশিয়া৷ পুতিন আক্রমণ থামাবেন না, তাই নিষেধাজ্ঞা থাকবেই৷ এ অবস্থায় যেসব দেশ নিষেধাজ্ঞা দেয়নি তাদের সঙ্গে আগের চেয়ে বেশি হারে সোনা রপ্তানির চেষ্টা শুরু করেন

রুশ উৎপাদনকারীরা৷ ক্রেতাদের প্রকৃত বাজারমূল্যের চেয়ে ১ শতাংশ কমে ক্রয়ের সুযোগ দেন তারা৷ রাশিয়ার এ কৌশলকে অকার্যকর করার চেষ্টা হয়েছে অনেক, কিন্তু তাতে কাজ হয়নি৷ যুক্তরাষ্ট্র সরাসরি হুমকি দিয়েছিল তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতকে৷ ওয়াশিংটন বলেছিল, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে- এমন কোনো দেশ বা প্রতিষ্ঠানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক টিকিয়ে রাখলে দেশ দুটি জি-৭ অঞ্চলের বাজারে প্রবেশাধিকার হারাবে৷ তবে তিন দেশে রপ্তানি অব্যাহত রাখতে পারলেও উৎপাদিত সব সোনা যে রাশিয়া বিক্রি করতে পারছে, বিষয়টা তেমন নয়৷ ২০২২ সালে মোট ৩২৫ টন সোনা উৎপাদন করেছে রাশিয়া৷ সেখান থেকে এ পর্যন্ত রপ্তানি হয়েছে মাত্র ১১৬ দশমিক ৩ টন৷
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পাবনায় অগ্রণী ব্যাংক থেকে ১০ কোটি টাকা উধাও, শাখা ব্যবস্থাপকসহ গ্রেফতার ৩ গরমে স্বাস্থ্য ঝুঁকি বাড়ায় যেসব খাবারে তীব্র গরমে রাজধানীতে পুলিশ ক্যাম্পে আগুন কোম্পানীগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ পৌনে তিন লাখ কোটি টাকা ঋণের ছক পূর্ণাঙ্গ রায়: রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয় ব্যারিস্টার খোকন ইস্যুর আপাতত ‘নিষ্পত্তি’ করল বিএনপি এক দিনে ২৩ হাজার কোটি টাকা ধার আ.লীগের কার্যনির্বাহী সংসদের সভা নজর ৩০ এপ্রিলের দিকে আজ রাহুল-শশী হেমামালিনীদের ভাগ্য নির্ধারণ বিনিয়োগকারীদের আতঙ্ক শেয়ারবাজার বাংলাদেশ-চীন সামরিক মহড়া নিয়ে যা বলল ভারত বাংলাদেশের উন্নয়ন নিয়ে লজ্জায় পাকিস্তানের প্রধানমন্ত্রী অ্যান্ড্রয়েড মোবাইলে ই-সিম বদলাবেন যেভাবে ব্যাংকের তারল্য সংকট এক দিনে ২৩ হাজার কোটি টাকা ধার মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে নতুন কাউন্সিলর মোরশেদ আলম ফসলি জমি ধ্বংসের মহোৎসব কেমন হবে স্থানীয় সরকার নির্বাচন? নিউইয়র্কে বাংলা চলচ্চিত্র উৎসবে উপচে পড়া ভিড় অনির্দিষ্টকালের জন্য চুয়েট বন্ধের ঘোষণা