রাবিতে পোষ্য কোটা বিতর্কে মুখোমুখি দু’পক্ষ – ইউ এস বাংলা নিউজ




রাবিতে পোষ্য কোটা বিতর্কে মুখোমুখি দু’পক্ষ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জানুয়ারি, ২০২৫ | ৯:৩২ 8 ভিউ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পোষ্য কোটা বাতিলের দাবিতে মুখোমুখি অবস্থানে শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। দাবি আদায় না হলে ক্যাম্পাস শাটডাউনের ঘোষণা শিক্ষার্থীদের। এদিকে, কর্মবিরতির ঘোষণা দিয়েছেন কর্মকর্তারা। আন্দোলনকারী শিক্ষার্থী ও অবরুদ্ধ কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উত্তেজনা চলছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, 'এ মুহূর্তে প্রশাসন ভবনে কর্মকর্তা-কর্মচারীদের জিম্মি করা হয়েছে। তাদের ছেড়ে দিলে পোষ্য কোটা নিয়ে আলোচনা হতে পারে। আলোচনা ছাড়া এটা সমাধান সম্ভব নয়।' শিক্ষার্থীদের দাবি, পোষ্য কোটা সম্পূর্ণ বাতিল করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। ভবনের তালা খুলবে না। বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, পোষ্য কোটা বাতিল না হলে রবিবার

থেকে ক্যাম্পাসে শাটডাউন করা হবে। জানা গেছে, ১ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভায় সহায়ক ও সাধারণ কর্মচারীর সন্তানের জন্য ১% পোষ্য কোটা রাখার সিদ্ধান্ত নেয়। তবে ২ জানুয়ারি এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে সকাল ১০টা থেকে প্রশাসন ভবনে তালা দিয়ে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। ফলে দুই উপাচার্য, প্রক্টর, জনসংযোগ প্রশাসকসহ শতাধিক কর্মকর্তা কর্মচারী ভিতরে আটকে আছেন। ভোগান্তিতে বেড়েছে দাফতরিক কাজে। ১০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর ভবনের তালা ভাঙ্গার চেষ্টা করেন কর্মকর্তারা। ফলে উভয়ের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। আন্দোলনে অন্য প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থী আসায় ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করে প্রশাসন। এদিকে, বিশ্ববিদ্যালয় অফিসার্স সমিতি ৫% কোটা পুনর্বহালের দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে।

অন্যদিকে এখনও প্রশাসন ভবন অবরুদ্ধ রয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা। ক্যাম্পাসের টহলরত পুলিশদের বের করে দিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। অফিসার্স সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোক্তার হোসেন বলেন, ১% কোটার এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছি। আমরা প্রাতিষ্ঠানিক সুবিধা ফেরত চাই। এই সিদ্ধান্তের প্রতিবাদে আগামী ৬ জানুয়ারি মানববন্ধন, ৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে ২ ঘণ্টা অবস্থান এবং ৮ জানুয়ারি আমরা সর্বাত্মক কর্মসূচি পালন করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এআই ডেটা সেন্টার নির্মাণে ৮ হাজার কোটি ডলার বিনিয়োগ মাইক্রোসফটের চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তান শিবিরে বড় ধাক্কা চীনে ছড়িয়ে পড়েছে নতুন ভাইরাস, বাড়ছে উদ্বেগ-শঙ্কা জার্মানিতে আতশবাজিতে মৃত্যু বন্ধে হাজারো মানুষের আবেদন ব্রহ্মপুত্র নদে ‘বিশ্বের বৃহত্তম বাঁধ’ নির্মাণ করছে চীন, এখন কী করবে ভারত? কাশ্মিরে ভারতীয় তিন সেনা নিহত ভারত সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা, মাস্কের স্টারলিংকের ব্যবহার মণিপুরে হবু স্ত্রীর সঙ্গে ছবি প্রকাশ করে যা লিখলেন তাহসান পুলিশের সঙ্গে সংঘর্ষে বহু হতাহত, ফের উত্তপ্ত মণিপুর আলজাজিরার প্রতিবেদন: ভারতীয় ভিসা নিষেধাজ্ঞায় বিপাকে বাংলাদেশি রোগীরা উত্তরায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার আ.লীগ নেতার মুক্তির দাবিতে থানা প্রাঙ্গণে জামায়াতের বিক্ষোভ ভারতে যাচ্ছেন আরও ৫০ বিচারক মুইজ্জুকে উৎখাতে ষড়যন্ত্রের অভিযোগ উড়িয়ে দিল ভারত আজ বিশ্ব ব্রেইল দিবস তুরস্ক থেকে ট্যাংক কিনছে বাংলাদেশ, যা বলল ভারত অবশেষে ঢাকার আকাশে সূর্যের দেখা মিলল ভারত সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা, মাস্কের স্টারলিংকের ব্যবহার মণিপুরে ভারত সফরে আসছেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা, আলোচনায় তিব্বতে চীনা ড্যাম দুই দিনে ১৫০ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল