রাবিতে পোষ্য কোটা বিতর্কে মুখোমুখি দু’পক্ষ – ইউ এস বাংলা নিউজ




রাবিতে পোষ্য কোটা বিতর্কে মুখোমুখি দু’পক্ষ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জানুয়ারি, ২০২৫ | ৯:৩২ 90 ভিউ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পোষ্য কোটা বাতিলের দাবিতে মুখোমুখি অবস্থানে শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। দাবি আদায় না হলে ক্যাম্পাস শাটডাউনের ঘোষণা শিক্ষার্থীদের। এদিকে, কর্মবিরতির ঘোষণা দিয়েছেন কর্মকর্তারা। আন্দোলনকারী শিক্ষার্থী ও অবরুদ্ধ কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উত্তেজনা চলছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, 'এ মুহূর্তে প্রশাসন ভবনে কর্মকর্তা-কর্মচারীদের জিম্মি করা হয়েছে। তাদের ছেড়ে দিলে পোষ্য কোটা নিয়ে আলোচনা হতে পারে। আলোচনা ছাড়া এটা সমাধান সম্ভব নয়।' শিক্ষার্থীদের দাবি, পোষ্য কোটা সম্পূর্ণ বাতিল করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। ভবনের তালা খুলবে না। বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, পোষ্য কোটা বাতিল না হলে রবিবার

থেকে ক্যাম্পাসে শাটডাউন করা হবে। জানা গেছে, ১ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভায় সহায়ক ও সাধারণ কর্মচারীর সন্তানের জন্য ১% পোষ্য কোটা রাখার সিদ্ধান্ত নেয়। তবে ২ জানুয়ারি এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে সকাল ১০টা থেকে প্রশাসন ভবনে তালা দিয়ে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। ফলে দুই উপাচার্য, প্রক্টর, জনসংযোগ প্রশাসকসহ শতাধিক কর্মকর্তা কর্মচারী ভিতরে আটকে আছেন। ভোগান্তিতে বেড়েছে দাফতরিক কাজে। ১০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর ভবনের তালা ভাঙ্গার চেষ্টা করেন কর্মকর্তারা। ফলে উভয়ের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। আন্দোলনে অন্য প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থী আসায় ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করে প্রশাসন। এদিকে, বিশ্ববিদ্যালয় অফিসার্স সমিতি ৫% কোটা পুনর্বহালের দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে।

অন্যদিকে এখনও প্রশাসন ভবন অবরুদ্ধ রয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা। ক্যাম্পাসের টহলরত পুলিশদের বের করে দিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। অফিসার্স সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোক্তার হোসেন বলেন, ১% কোটার এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছি। আমরা প্রাতিষ্ঠানিক সুবিধা ফেরত চাই। এই সিদ্ধান্তের প্রতিবাদে আগামী ৬ জানুয়ারি মানববন্ধন, ৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে ২ ঘণ্টা অবস্থান এবং ৮ জানুয়ারি আমরা সর্বাত্মক কর্মসূচি পালন করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনের শর্তে জাতীয় নিরাপত্তা হুমকিতে, সমালোচনার ঝড় সচিবালয়ের সামনে লাঠিপেটায় আহত ৪৩ শিক্ষার্থী ঢাকা মেডিকেলে বিমান বিধ্বস্তে হতাহতদের চিকিৎসাসহ সকল ধরনের সহায়তার প্রস্তাব ভারতের আই ডোন্ট কেয়ার ইয়োর প্রোপাগান্ডা, আই ডোন্ট গিভ আ ফাক টু ইয়োর ফ্রেমড ন্যারেটিভ উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্ত: প্রশাসনিক অব্যবস্থাপনা এবং রাষ্ট্রীয় জবাবদিহিহীনতার নগ্ন প্রতিচ্ছবি আইএসপিআরের খাতায় ৩১, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ২৯ জন: লাশ গুমের খবরে ক্ষিপ্ত শিক্ষার্থীরা মান বিধ্বস্ত: ছাত্রলীগের মানবিক ভূমিকায় প্রশংসা, চিকিৎসা বিঘ্নকারীদের বিরুদ্ধে জনরোষ মাইলস্টোনে প্রেস সচিবসহ দুই উপদেষ্টা অবরুদ্ধ, “ভুয়া ভুয়া স্লোগান ‘আমার বন্ধু আমার চোখের সামনে মারা গেল’ এ মুহূর্তে দগ্ধদের জন্য যা করণীয় ‘মা হাসপাতাল এত দূরে কেন’ পুড়ে যাওয়া খাতা ঘিরে জারার বেঁচে থাকা না থাকা নিয়ে সংশয় ছোটভাই তাশরিফ ফিরলেও না ফেরার দেশে তানভীর মাইলস্টোনে উৎসুক মানুষের ভিড় রাষ্ট্রীয় শোক আজ, সারাদেশে বিশেষ প্রার্থনা গেট ভেঙে সচিবালয়ের ভেতরে শিক্ষার্থীরা, আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জ আগামী ২৪ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় শোক প্রকাশ করলেন সজীব ওয়াজেদ জয় ‘এদেশ অভিশপ্ত, আমরাই এই অভিশাপের কারণ’, উপলব্ধি সালমান মুক্তাদিরের কুর্মিটোলা হাসপাতালে রক্ত দিতে গিয়ে মবের শিকার ছাত্রলীগ নেতা, টাকা দিয়ে মুক্ত