বিশ্লেষণ: ইরানে হামলার পর দীর্ঘদিনের ছায়াযুদ্ধ এখন প্রকাশ্যে – U.S. Bangla News




বিশ্লেষণ: ইরানে হামলার পর দীর্ঘদিনের ছায়াযুদ্ধ এখন প্রকাশ্যে

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৪ | ৯:৩৩
ইরানের ৩০০ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব দিয়েছে ইসরাইল। আজ একটি ইসরাইলি ক্ষেপণাস্ত্র ইরানে আঘাত হেনেছে। শুক্রবার সকালে ইরানের কেন্দ্রীয় শহর ইসপাহানের চারপাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে ইরানের গণমাধ্যমে এসেছে। ঘটনাটিকে বেশ খাটো করেই দেখাতে চাইছেন ইরানিরা। যেন এর বিশেষ তাৎপর্য নেই। তারা বলছেন,কোনো হামলা হয়নি। ক্ষুদ্রাকৃতি ড্রোনের রম্য ছবি প্রচার করছে রাষ্ট্রীয় গণমাধ্যম। ইরানের রেভল্যুশনারি গার্ডের অপেক্ষাকৃত কট্টর অংশ কি পাল্টা জবাব দেবে? ইসরাইল কি আরো হামলার পরিকল্পনা করছে? প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে ইতিমধ্যেই দূরত্ব বেড়েছে প্রেসিডেন্ট বাইডেনের। সেটি হয়তো আর বাড়াতে চাননি নেতানিয়াহু। যে কারণে এই ধরনের হামলার পদক্ষেপটি নিয়ে থাকতে পারেন তিনি। ইরানের শনিবারের হামলার জবাবে ইসরাইলকে আর পাল্টা হামলা না চালাতে

বলেছিলেন বাইডেন। যেন 'জয়টা ইসরাইলের' অনুকূলেই থাকে। ব্রিটেনসহ অন্য মিত্ররাও যার যার জায়গা থেকে সংযত থাকার আহ্বান জানিয়েছিলেন। যদি আজকের আক্রমণ তারই প্রতিফলন হয়,তাহলে আরেকটা প্রশ্ন দাঁড়ায়। এটা কি ইসরাইলের যুদ্ধকালীন মন্ত্রিসভায় থাকা সাবেক জেনারেলদের প্রত্যাশা অনুযায়ী যথেষ্ট শক্ত পদক্ষেপ হলো,ইসরাইলের শত্রুদের নিরস্ত করতে যে পদক্ষেপ জরুরি বলে মনে করছিলেন তারা। নেতানিয়াহুর অতিজাতীয়তাবাদী শরিকরাও একটা প্রচণ্ড প্রতিশোধের দাবি জানিয়ে আসছিলেন। একজন তো বলেই বসেন,ইসরাইলের ‘নৃশংস’ হওয়া উচিত। পশ্চিমা দেশগুলোর মতে,ওই অঞ্চলের ভালোর জন্য ইরান এবং ইসরাইলের পাল্টাপাল্টি পদক্ষেপের ইতি টানা উচিত। এই পাল্টাপাল্টি আক্রমণের শুরুটা হয় দামেস্কে ইরানি কূটনৈতিক স্থাপনায় ইসরাইলের হামলার মধ্য দিয়ে। তিনজন জেনারেলসহ অন্তত সাতজন মারা যান ওই হামলায়। এমনকি এই পর্যায়ে

এসেও যদি ঘটনাপ্রবাহটা থামে,নতুন দৃষ্টান্ত কিন্তু স্থাপিত হয়েই গেল। ইরান সরাসরি ইসরাইলি ভূখণ্ডে হামলা চালিয়েছে,জবাবে ইরানের ভূখণ্ডে সরাসরি হামলা চালিয়েছে ইসরাইল,যা আগে কখনো ঘটেনি। ওই অঞ্চলে ইরান এবং ইসরাইলের মধ্যে দীর্ঘদিনের সংঘাতে দুই দেশের অভ্যন্তরে সরাসরি হামলা না চালানোটাই যেন “রুলস্ অব দ্য গেম’(খেলার নিয়ম) ছিল এতদিন। ফলে,দুই দেশের মধ্যে দীর্ঘদিনের ছদ্মবেশী সেই যুদ্ধ ছায়া থেকে বেরিয়ে এল এবার। প্রসঙ্গত, শনিবার রাতে ইসরাইল যখন বলেছিল যে, তারা তেলআবিবের ওপর ইরানের করা হামলার জবাব দেবে, সেই থেকেই ইরানে সর্বোচ্চ সতর্কতা বিরাজ করছিল। শনিবার রাতে ইরান ইসরাইলের ওপর হামলা চালিয়েছিল। ইসরাইলকে লক্ষ্য করে ৩০০টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুঁড়েছিল ইরান। যদিও ইসরাইল ও তার পশ্চিমা মিত্ররা সেগুলোর

বেশিরভাগকেই ইসরায়েলের ভূখণ্ডে পৌঁছানোর আগেই ধ্বংস করতে পেরেছিল। সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেট ভবনে ইসরাইলের (ধারণা করা হয়) হামলার প্রতিক্রিয়ায় তেহরান ইসরাইলের ওপর ওই হামলা করেছিল। কনস্যুলেট ভবনের সেই হামলায় ১৩ জন নিহত হয়েছিল।এর জবাবেই হামলা চালাই তেহরান। লেখক: আন্তর্জাতিক সম্পাদক, বিবিসি।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্রের ‘নেসা সেন্টার’ প্রতিনিধিদলের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন, সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশের সাফল্যের প্রশংসা সংরক্ষণাগারের অভাবে পেঁয়াজ আমদানি করতে হয়: কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীকে নৌকাখচিত চেয়ার উপহার দিতে চান হিরু ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে কলম্বিয়া ফিরোজায় খালেদা জিয়া যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি আন্দোলন, বাইডেন কেন চুপ? তিউনিশিয়া উপকূলে নিহত ৮ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে ‘পরীক্ষা দিতে এলে তোর লাশ খুঁজে পাওয়া যাবে না’ যুক্তরাষ্ট্রকে কি টেক্কা দেবে চীনের সর্বাধুনিক রণতরী? ইউক্রেন যুদ্ধে শ্বাসরোধী রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে রাশিয়া আরও ৬১ নেতাকে শোকজ বিএনপির পু‌লি‌শে চাকরির লোভ দেখিয়ে প্রতারণা, অবশেষে আটক অবশেষে ঢাকায় নামল স্বস্তির বৃষ্টি সত্য তথ্যের যেকোনো সমালোচনাকে স্বাগত জানাবে সরকার দ্বাদশ জাতীয় সংসদের কার্যউপদেষ্টা কমিটির প্রথম বৈঠক, যেসব সিদ্ধান্ত হলো জনগণ ‘লুটেরা দুর্নীতিগ্রস্তদের’ ক্ষমতায় দেখতে চায় না: আমিনুল হক হাসপাতাল থেকে বাসায় ফিরছেন খালেদা জিয়া দত্তক ছেলের সঙ্গে বিছানায় নারী রাজনীতিক, স্বামীর হাতে ধরা বলিউডের এই অভিনেত্রীরা ভোট দিতে পারবেন না যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি আন্দোলন, বাইডেন কেন চুপ?