বিতর্কিত লেখক রুশদিকে হত্যাচেষ্টা: অভিযুক্তের বিচার শুরু – ইউ এস বাংলা নিউজ




বিতর্কিত লেখক রুশদিকে হত্যাচেষ্টা: অভিযুক্তের বিচার শুরু

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৫ | ১২:০৪ 7 ভিউ
ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ ঔপন্যাসিক ও বিতর্কিত লেখক সালমান রুশদিকে হত্যাচেষ্টার দায়ে যুক্তরাষ্ট্রে অভিযুক্ত ব্যক্তির বিচার শুরু হয়েছে। ২০২২ সালে পশ্চিম নিউইয়র্কে বক্তৃতা প্রদানকালে দর্শকদের সামনে বিতর্কিত এই লেখককে মারাত্মকভাবে ছুরিকাঘাত করা হয়েছিল। সোমবার আইনজীবীদের সূচনা বক্তব্যের মধ্যে দিয়ে অভিযুক্ত ব্যক্তির বিচার শুরু হয়েছে। অভিযুক্ত হাদি মাতারের বিচারের সময় ৭৭ বছর বয়সি রুশদি সাক্ষ্য দেবেন বলে আশা করা হচ্ছে। সেক্ষেত্রে দুই বছরের বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো রুশদি তার হামলাকারীর মুখোমুখি হবেন। বুকার পুরস্কার বিজয়ী লেখক রুশদি ২০২২ সালের আগস্টে লেখকদের নিরাপদ রাখার বিষয়ে কথা বলতে যাচ্ছিলেন। এমন সময় মাতার চৌতাউকুয়া ইন্সটিটিউশন অ্যাম্ফিথিয়েটারে মঞ্চে তার দিকে ছুটে যান। মাতার রুশদিকে ঘাড়ে, পেটে, বুকে, হাতে

এবং ডান চোখে ১২ বারের বেশি ছুরিকাঘাত করেন। এতে তিনি আংশিকভাবে অন্ধ হয়ে যান এবং তার একটি হাত স্থায়ীভাবে ক্ষতিগ্রস্থ হয়। ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ-আমেরিকান এই লেখক গত বছর প্রকাশিত তার ‘নাইফঃ মেডিটেশন আফটার অ্যান মার্ডার’ নামে এক স্মৃতিকথায় এই হামলা এবং তার দীর্ঘ, বেদনাদায়ক পুনরুদ্ধারের বিস্তারিত বিবরণ দেন। ১৯৮৯ সাল থেকেই রুশদি তার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। সে বছর প্রকাশিত তার উপন্যাস ‘দ্য স্যাটানিক ভার্সেস’ মুসলমানদের তীব্র নিন্দা কুড়ায়। ইরানের আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি তার মৃত্যু দাবি করে ফতোয়া জারি করেছিলেন। রুশদি বছরের পর বছর আত্মগোপনে ছিলেন। কিন্তু ইরান এই আদেশ কার্যকর করবে না বলে ঘোষণা দেওয়ার পর থেকে তিনি বাধাহীনভাবে চলাচল করেছেন। নিউ জার্সির

ফেয়ারভিউয়ের বাসিন্দা ২৭ বছর বয়সি মাতারের বিরুদ্ধে হত্যাচেষ্টা এবং হামলার অভিযোগ আনা হয়েছে। তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন। গত সপ্তাহে বিচারক নির্বাচন করা হয়। মাতার তিনদিনের পুরো প্রক্রিয়া জুড়ে আদালতে ছিলেন। তিনি সেখানে নোট নিয়েছেন এবং তার আইনজীবীদের সঙ্গে পরামর্শ করেছেন। সোমবার আদালতে হাজির হওয়ার সময় তিনি শান্তভাবে বলেন, ‘ফ্রি প্যালেস্টাইন’। তার আইনজীবী নাথানিয়েল ব্যারোন হুট করে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন এবং বিচারের সূচনাকাজে অংশ নেবেন না বলে ঘোষণা করেন। এর ফলে মাতার চ্যালেঞ্জের মুখে পড়েন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কাল যুক্তরাষ্ট্রে যাচ্ছেন মোদি গুয়েতেমালায় বাস উল্টে নিহত ৫১ ধর্মসভায় অতিথি করা নিয়ে বিরোধে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা ‘আমি বাংলায় গান গাই’ গানের শিল্পীর শারীরিক অবস্থার অবনতি দৌলতপুরে যুবককে গুলি করে হত্যা ‘বলার মতো’ অগ্রগতির প্রতীক্ষায় ১৩ বছর প্রমিস ডে-তে আজ প্রিয়জনকে প্রতিশ্রুতি দিন ডিসেম্বরের মধ্যে নির্বাচন, আশ্বস্ত করল সরকার চীনে বিয়ে কমার রেকর্ড, বাড়ছে বিচ্ছেদ স্টিল-অ্যালুমিনিয়ামে ২৫ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের গাজা নিয়ে হামাসের হুঁশিয়ারি ‘ননী ছিঃ ছিঃ ছিঃ’ থেকে রেহাই পেল না ভারত-ইংল্যান্ড ম্যাচও শহীদ মিনারে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান ফের র‌্যাম্পে রুনার ঝলক, নজর কাড়লেন ১০ ছবিতে ‘গাজা স্টাইলে’ পশ্চিম তীরেও ফিলিস্তিনিদের গুলি করে মারছে ইসরাইল ৩ মাসেও পূর্ণাঙ্গ হয়নি বাফুফের কমিটি ৫.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল মরক্কো শতাধিক দেশের অংশগ্রহণে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলন, নেপথ্যে কী? ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব সংক্রান্ত আদেশ আটকে দিল আদালত গাজা সংকট নিয়ে পাকিস্তান ও সৌদি আরবের উদ্যোগে ওআইসির জরুরি বৈঠক