
ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর

আটকে গেছে ড্যাপ বাস্তবায়ন

খেলাপি ঋণ হ্রাসের পদক্ষেপ জানতে চায় আইএমএফ

সিলেটসহ বিভিন্ন স্থানে হামলায় জড়িতদের গ্রেফতারের নির্দেশ আইজিপির

ব্যারিস্টার তুরিন আফরোজ গ্রেফতার

‘আসতেছি আমি… বিচার করব’! বললেন শেখ হাসিনা, এক ঘণ্টা ধরে শুনলেন আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের ক্ষোভের কথা

‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি গাজা স্লোগানে উত্তাল দেশ’

ফিলিস্তিনে হামলার নিন্দা বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের
বিক্ষোভে উত্তাল সারা দেশ

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর বর্বরতার প্রতিবাদে মুখর রাজধানী ঢাকাসহ সারা দেশ। সোমবার দিনভর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, রাজনৈতিক দল এবং সামাজিক, পেশাজীবী, ধর্মীয় ও সাংস্কৃতিক সংগঠন বিক্ষোভ ও সমাবেশ কর্মসূচি পালন করেছে।
কেন্দ্রীয় শহিদ মিনারে হয়েছে সংহতি সমাবেশ। রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
একই দাবিতে মিছিল ও সমাবেশ হয়েছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর ও দক্ষিণ গেটে। মার্কিন দূতাবাসের সামনে ইসরাইলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদ এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ হয়েছে। এছাড়া রাজধানীর যাত্রাবাড়ী, উত্তরা, মিরপুর, মানিক মিয়া অ্যাভিনিউসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ সমাবেশ হয়। বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও গাজায় ইসরাইলি হামলা, গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের তীব্র
প্রতিবাদ ও নিন্দা জানানো হয়েছে। এ ছাড়া রাজধানীর বাইরে কুমিল্লা, ফরিদপুর, নীলফামারী, লক্ষ্মীপুর, সাতক্ষীরার শ্যামনগর, রাজবাড়ীর গোয়ালন্দ, জয়পুরহাটের কালাই, বান্দরবান, চাঁদপুর, শাহরাস্তি, নাটোর, সিংড়া, খাগড়াছড়ি, চট্টগ্রাম, বাঁশখালী, দিনাজপুর, ফরিদপুর, নীলফামারী, লালমনিরহাট, বরিশাল, খুলনা, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, সুনামগঞ্জ, শ্রীমঙ্গল, গাজীপুর, মুন্সীগঞ্জ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ সারা দেশে বিক্ষোভ সমাবেশ হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, বগুড়াসহ বিভিন্ন জেলায় ইসরাইলি পণ্য দাবি করে কেএফসি, পিৎজাহাট, বাটার দোকানে ভাঙচুর করেছে বিক্ষোভকারীরা। ভাঙচুর করে কোকাকোলাও। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে এদিন ক্লাস-পরীক্ষা বন্ধ ছিল। বিশ্ববিদ্যালয়গুলোয় নানা প্রতিবাদ কর্মসূচি নিয়ে মাঠে ছিলেন ছাত্র-শিক্ষকরা। এসব কর্মসূচি থেকে ইসরাইলি হামলা, গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের তীব্র প্রতিবাদ এবং আগ্রাসন বন্ধের দাবি জানানো হয়। একই
সঙ্গে ইসরাইলি পণ্য বয়কট ও ফিলিস্তিনকে স্বাধীন করার লক্ষ্যে সবাইকে এক হয়ে লড়াই করার আহ্বান জানান বক্তারা। তারা বলেন, অবৈধ রাষ্ট্র ইসরাইল গাজায় যে গণহত্যা ও বর্বরতা চালাচ্ছে, তা ইতিহাসের সব নিষ্ঠুরতাকে হার মানিয়েছে। এই জুলুমের নেপথ্য কারিগর যুক্তরাষ্ট্র। ইসরাইলি বর্বরতা বন্ধে জাতিসংঘ ও ওআইসি চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে মন্তব্য করে তারা আরও বলেন, এ ইস্যুতে মুসলিম রাষ্ট্রগুলোও ঐক্যবদ্ধ কর্মসূচি নিয়ে মাঠে নামতে পারেনি, যা দুঃখজনক ও হতাশার। ইসরাইলের গণহত্যা ও দখলদারির প্রতিবাদ এবং গ্লোবাল স্ট্রাইক ফর গাজার সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনভর বিক্ষোভ ও সমবেশ করেছে ছাত্র-জনতা। এদিন বিশ্বব্যাপী ঘোষিত ‘দি ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। বেলা ১১টা থেকে বিভিন্ন সংগঠন বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হতে থাকে। বিক্ষোভে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েটসহ রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় তারা ‘তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন’; ‘ইসরাইলের বন্ধুরা হুঁশিয়ার সাবধান’; ‘বয়কট বয়কট, ইসরাইল বয়কট’; ‘ফিলিস্তিন ফিলিস্তিন, জিন্দাবাদ জিন্দাবাদ’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। বিক্ষোভে ছাত্র-জনতা ইসরাইলি পণ্য বয়কট ও ফিলিস্তিনকে স্বাধীন করার লক্ষ্যে সবাইকে এক হয়ে লড়াই করার আহ্বান জানান। বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে মানববন্ধন করেন। বুয়েটের বেশ কয়েকজন শিক্ষকও মানববন্ধনে অংশ নেন। এ সময় তারা ‘ফ্রম
দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’, ‘ইস্ট টু ওয়েস্ট, নো ফ্লো টু জায়নিস্ট’, ‘মেঘনা টু জেরুজালেম, ইনসাফ ইনসাফ’, ‘শেম শেম জায়নিস্ট, মেক ফ্রি প্যালেস্টাইন’, ‘ফিলিস্তিন মুক্তি পাক, ইসরাইল নিপাত যাক’; ‘ইনকিলাব ইনকিলাব, আল আকসা জিন্দাবাদ’ ইত্যাদি স্লোগান দেন। একই সঙ্গে জেরুজালেমে ফিলিস্তিনিদের পূর্ণ অধিকার রয়েছে এবং তাদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম বৈধ ও ন্যায্য বলে জানান তারা। বুয়েটের উপ-উপাচার্য ড. আব্দুল হাসিব চৌধুরী বলেন, ইসরাইলি বাহিনী পৌনে এক শতাব্দী ধরে দখলদারি বজায় রেখেছে, গণহত্যা চালিয়ে যাচ্ছে। কিন্তু আরববিশ্ব ও ক্ষমতাধর অন্য রাষ্ট্রগুলো নীরব রয়েছে। দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে সমাবেশ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
সমিতির সাধারণ সম্পাদক রইছ উদ্দীন তিন দফা ঘোষণা করেন। এগুলো হলো-২৪ ঘণ্টার মধ্যে রাষ্ট্রীয়ভাবে গাজায় বর্বরোচিত গণহত্যার প্রতিবাদ জানানো, মার্কিন দূতাবাসের উদ্দেশে লংমার্চ ও স্মারকলিপি দেওয়া এবং দেশে ইসরাইলি পণ্য নিষিদ্ধ করা। সমাবেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রেজাউল করিম বলেন, একটা জাতির ওপর এভাবে দিনের পর দিন হত্যাযজ্ঞ চালানো হচ্ছে। কিন্তু বিশ্বের মুসলিম উম্মাহ ও সংগঠনের কোনো টনক নড়ছে না। কাজেই আমাদের জায়গা থেকে যা যা করা সম্ভব আমরা করব। এদিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। ফিলিস্তিনিদের ডাকে সাড়া দিয়ে ঢাকার রাজপথে সরব ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা। ক্লাস-পরীক্ষা বর্জন করে সোমবার সকাল সাড়ে ৯টা থেকে তারা রাজপথে নেমে আসেন। সকাল
১০টার দিকে মেরুল বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ করেন শিক্ষার্থীরা। পরে মধ্য বাড্ডা ও উত্তর বাড্ডা এলাকায় সড়কে বিক্ষোভ মিছিল করেন। প্রায় একই সময়ে আফতাবনগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। নর্থ সাউথ ইউনিভার্সিটির আট নম্বর গেট এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। আশপাশের এলাকা প্রদক্ষিণ করে আবারও একই জায়গায় গিয়ে মিছিল শেষ হয়। এছাড়া মিছিল করেছেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (আইইউবি), আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউবি) ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা। সংহতি জানান শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক ও কর্মকর্তারা। বিক্ষোভ করেছে ন্যাশনাল ডক্টর’স ফোরামসহ চিকিৎসকদের একাধিক সংগঠন ও নার্সিং কলেজের শিক্ষার্থীরা। তারা শহিদ মিনার থেকে মিছিল বের করে টিএসসি হয়ে শাহবাগে অবস্থান করেন। জামায়াতের সমাবেশ-যুদ্ধ নয়, মানবতাবিরোধী অপরাধ করছে ইসরাইল : বিকাল ৪টায় মহাখালী চৌরাস্তায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে বিক্ষোভ ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর। বিক্ষোভ মিছিলটি মহাখালী ওভারব্রিজ থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মগবাজার হাতিরঝিল মোড়ে গিয়ে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়। সমাবেশে সভাপতির বক্তব্যে গাজায় দখলদার ইসরাইলি হত্যা ও নিধনযজ্ঞ আইয়্যামে জাহিলিয়াতের নির্মমতা ও বর্বরতাকেও হার মানিয়েছে বলে মন্তব্য করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। জাতিসংঘ ও ওআইসি চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে : এদিকে বাদ আসর বায়তুল মোকাররম উত্তর গেটে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল বলেন, গাজায় ইসরাইলি বর্বরতা বন্ধে জাতিসংঘ ও ওআইসি চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। হেফাজতের সমাবেশ-আমেরিকার ছত্রছায়ায় গণহত্যা চালাচ্ছে ইসরাইল : বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে সমাবেশ করেছে হেফাজতে ইসলাম। এতে সংগঠনের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সেক্রেটারি মামুনুল হক বলেন, ফিলিস্তিন একটি কবরখানায় পরিণত হয়েছে। এই জুলুমের নেপথ্য কারিগর হচ্ছে আমেরিকা। সমাবেশে বক্তব্য দেন হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আহমাদ আলী কাসেমী, ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনাইদ আল হাবিব প্রমুখ। আলেমদের নেতৃত্বে বিক্ষোভ : জাতীয় প্রেস ক্লাবের সামনে ওলামা-জনতা ঐক্য পরিষদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে। বায়তুল মোকাররম উত্তর গেট থেকে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। মিরপুর-১০ গোল চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশ হয়। খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে ও সহসাধারণ সম্পাদক কাজী আরিফুর রহমানের পরিচালনায় মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। বাদ আসর স্বাধীন ফিলিস্তিনের দাবিতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে প্রেসক্লাবের সামনে পর্যন্ত মানববন্ধন করে কওমি মাদ্রাসা শিক্ষক সমিতি। সংগঠনটির সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানীর নেতৃত্বে অনুষ্ঠিত এ মানববন্ধন পরিচালনা করেন কওমি মাদ্রাসা শিক্ষক সমিতির মহাসচিব মাওলানা আতাউর রহমান আতিকী। অনুষ্ঠানের বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল খন্দকার ফরিদুল আকবার ও সম্মিলিত ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান অ্যাডভোকেট খাইরুল আহসান। মার্কিন দূতাবাসের সামনে দিনব্যাপী বিক্ষোভ: গুলশানে মার্কিন দূতাবাসের সামনে ইসরাইলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদ এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল হয়েছে। বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত থেমে থেমে বিক্ষোভ হয়েছে। বিভিন্ন এলাকা থেকে আসা মিছিল দূতাবাস থেকে নিরাপদ দূরত্বে এসে ১০/১৫ মিনিট বিক্ষোভ করে চলে গেছে। প্রতিটি বিক্ষোভই শান্তিপূর্ণভাবে হয়েছে। দূতাবাসের নিরাপত্তায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, সিআইডি, এসবি, গোয়েন্দা সংস্থা এবং ডিপ্লোমেটিক জোনের নিরাপত্তাকর্মীরা কাজ করেন। মার্কিন দূতাবাসের নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য মধ্য বাড্ডা এলাকার সড়কে সেনাবাহিনী অবস্থান করছিল। এছাড়া সকাল থেকে মার্কিন দূতাবাসের সামনে অবস্থান নেন সেনা সদস্যরা। তারা একধরনের মানবপ্রাচীর তৈরি করেন। ওই এলাকা দিয়ে যাওয়া মানুষজনকে তল্লাশি করা হচ্ছিল। মানিক মিয়া অ্যাভিনিউয়ে জনতার ঢল: রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে প্রতিবাদ সমাবেশ করেছে বিক্ষুব্ধ জনতা। সংসদ ভবনের সামনে বিভিন্ন ফটোকার্ড, ব্যানারসহ মিছিল নিয়ে সমবেত হন শত শত মানুষ। যাত্রাবাড়ীতে বিক্ষোভ: যাত্রাবাড়ীতে বিক্ষোভ মিছিল হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত এ কে স্কুল, দনিয়া কলেজ ও বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, যাত্রাবাড়ী-কদমতলী-ডেমরা ছাত্রজনতাসহ বিভিন্ন রাজনৈতিক ও শ্রেণি-পেশার মানুষ বিক্ষোভে অংশ নেন। উত্তরায় ছাত্র-জনতার বিক্ষোভ: উত্তরায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা। হাউজবিল্ডিং এলাকা থেকে এ বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিরপুরে বিক্ষোভ: মিরপুরে দিনভর বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্র-জনতা। মিরপুর ১, ২, ১০, ১১, ১২, মাজার রোড, কমার্স কলেজ রোড, টেকনিক্যাল ও মিরপুর ১১ নম্বর অ্যাভিনিউ ফাইভ এলাকায় স্কুল কলেজ, মাদ্রাসা ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও সাধারণ কর্মচারীরা বিক্ষোভ মিছিলে অংশ নেন। বিকাল সাড়ে ৩টায় ১০ নম্বর গোল চত্বরে বিইউবিটি’র শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। এছাড়া মোহাম্মদপুর, পুরান ঢাকা, রামপুরা, খিলগাঁও, ধানমন্ডিসহ বিভিন্ন এলাকায় প্রতিবাদ সমাবেশ ও মিছিল হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও সমাবেশ হয়েছে। ছাত্রদলের কর্মসূচি: ইসরাইলি বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ সমাবেশ করবে জাতীয়তাবাদী ছাত্রদল। এদিকে মার্কিন রাষ্ট্রদূতকে তলব করে জবাবদিহি চাওয়ার দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে ঢাবি শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘আজাদ ফিলিস্তিন’। একই সঙ্গে মার্কিন দূতাবাস অভিমুখে মার্চ করবে প্ল্যাটফর্মটি। সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্ল্যাটফর্মটির সংগঠক ঢাবি বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ এ কর্মসূচি ঘোষণা করেন। আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে এ পদযাত্রা শুরু হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
প্রতিবাদ ও নিন্দা জানানো হয়েছে। এ ছাড়া রাজধানীর বাইরে কুমিল্লা, ফরিদপুর, নীলফামারী, লক্ষ্মীপুর, সাতক্ষীরার শ্যামনগর, রাজবাড়ীর গোয়ালন্দ, জয়পুরহাটের কালাই, বান্দরবান, চাঁদপুর, শাহরাস্তি, নাটোর, সিংড়া, খাগড়াছড়ি, চট্টগ্রাম, বাঁশখালী, দিনাজপুর, ফরিদপুর, নীলফামারী, লালমনিরহাট, বরিশাল, খুলনা, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, সুনামগঞ্জ, শ্রীমঙ্গল, গাজীপুর, মুন্সীগঞ্জ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ সারা দেশে বিক্ষোভ সমাবেশ হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, বগুড়াসহ বিভিন্ন জেলায় ইসরাইলি পণ্য দাবি করে কেএফসি, পিৎজাহাট, বাটার দোকানে ভাঙচুর করেছে বিক্ষোভকারীরা। ভাঙচুর করে কোকাকোলাও। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে এদিন ক্লাস-পরীক্ষা বন্ধ ছিল। বিশ্ববিদ্যালয়গুলোয় নানা প্রতিবাদ কর্মসূচি নিয়ে মাঠে ছিলেন ছাত্র-শিক্ষকরা। এসব কর্মসূচি থেকে ইসরাইলি হামলা, গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের তীব্র প্রতিবাদ এবং আগ্রাসন বন্ধের দাবি জানানো হয়। একই
সঙ্গে ইসরাইলি পণ্য বয়কট ও ফিলিস্তিনকে স্বাধীন করার লক্ষ্যে সবাইকে এক হয়ে লড়াই করার আহ্বান জানান বক্তারা। তারা বলেন, অবৈধ রাষ্ট্র ইসরাইল গাজায় যে গণহত্যা ও বর্বরতা চালাচ্ছে, তা ইতিহাসের সব নিষ্ঠুরতাকে হার মানিয়েছে। এই জুলুমের নেপথ্য কারিগর যুক্তরাষ্ট্র। ইসরাইলি বর্বরতা বন্ধে জাতিসংঘ ও ওআইসি চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে মন্তব্য করে তারা আরও বলেন, এ ইস্যুতে মুসলিম রাষ্ট্রগুলোও ঐক্যবদ্ধ কর্মসূচি নিয়ে মাঠে নামতে পারেনি, যা দুঃখজনক ও হতাশার। ইসরাইলের গণহত্যা ও দখলদারির প্রতিবাদ এবং গ্লোবাল স্ট্রাইক ফর গাজার সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনভর বিক্ষোভ ও সমবেশ করেছে ছাত্র-জনতা। এদিন বিশ্বব্যাপী ঘোষিত ‘দি ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। বেলা ১১টা থেকে বিভিন্ন সংগঠন বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হতে থাকে। বিক্ষোভে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েটসহ রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় তারা ‘তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন’; ‘ইসরাইলের বন্ধুরা হুঁশিয়ার সাবধান’; ‘বয়কট বয়কট, ইসরাইল বয়কট’; ‘ফিলিস্তিন ফিলিস্তিন, জিন্দাবাদ জিন্দাবাদ’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। বিক্ষোভে ছাত্র-জনতা ইসরাইলি পণ্য বয়কট ও ফিলিস্তিনকে স্বাধীন করার লক্ষ্যে সবাইকে এক হয়ে লড়াই করার আহ্বান জানান। বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে মানববন্ধন করেন। বুয়েটের বেশ কয়েকজন শিক্ষকও মানববন্ধনে অংশ নেন। এ সময় তারা ‘ফ্রম
দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’, ‘ইস্ট টু ওয়েস্ট, নো ফ্লো টু জায়নিস্ট’, ‘মেঘনা টু জেরুজালেম, ইনসাফ ইনসাফ’, ‘শেম শেম জায়নিস্ট, মেক ফ্রি প্যালেস্টাইন’, ‘ফিলিস্তিন মুক্তি পাক, ইসরাইল নিপাত যাক’; ‘ইনকিলাব ইনকিলাব, আল আকসা জিন্দাবাদ’ ইত্যাদি স্লোগান দেন। একই সঙ্গে জেরুজালেমে ফিলিস্তিনিদের পূর্ণ অধিকার রয়েছে এবং তাদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম বৈধ ও ন্যায্য বলে জানান তারা। বুয়েটের উপ-উপাচার্য ড. আব্দুল হাসিব চৌধুরী বলেন, ইসরাইলি বাহিনী পৌনে এক শতাব্দী ধরে দখলদারি বজায় রেখেছে, গণহত্যা চালিয়ে যাচ্ছে। কিন্তু আরববিশ্ব ও ক্ষমতাধর অন্য রাষ্ট্রগুলো নীরব রয়েছে। দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে সমাবেশ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
সমিতির সাধারণ সম্পাদক রইছ উদ্দীন তিন দফা ঘোষণা করেন। এগুলো হলো-২৪ ঘণ্টার মধ্যে রাষ্ট্রীয়ভাবে গাজায় বর্বরোচিত গণহত্যার প্রতিবাদ জানানো, মার্কিন দূতাবাসের উদ্দেশে লংমার্চ ও স্মারকলিপি দেওয়া এবং দেশে ইসরাইলি পণ্য নিষিদ্ধ করা। সমাবেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রেজাউল করিম বলেন, একটা জাতির ওপর এভাবে দিনের পর দিন হত্যাযজ্ঞ চালানো হচ্ছে। কিন্তু বিশ্বের মুসলিম উম্মাহ ও সংগঠনের কোনো টনক নড়ছে না। কাজেই আমাদের জায়গা থেকে যা যা করা সম্ভব আমরা করব। এদিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। ফিলিস্তিনিদের ডাকে সাড়া দিয়ে ঢাকার রাজপথে সরব ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা। ক্লাস-পরীক্ষা বর্জন করে সোমবার সকাল সাড়ে ৯টা থেকে তারা রাজপথে নেমে আসেন। সকাল
১০টার দিকে মেরুল বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ করেন শিক্ষার্থীরা। পরে মধ্য বাড্ডা ও উত্তর বাড্ডা এলাকায় সড়কে বিক্ষোভ মিছিল করেন। প্রায় একই সময়ে আফতাবনগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। নর্থ সাউথ ইউনিভার্সিটির আট নম্বর গেট এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। আশপাশের এলাকা প্রদক্ষিণ করে আবারও একই জায়গায় গিয়ে মিছিল শেষ হয়। এছাড়া মিছিল করেছেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (আইইউবি), আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউবি) ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা। সংহতি জানান শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক ও কর্মকর্তারা। বিক্ষোভ করেছে ন্যাশনাল ডক্টর’স ফোরামসহ চিকিৎসকদের একাধিক সংগঠন ও নার্সিং কলেজের শিক্ষার্থীরা। তারা শহিদ মিনার থেকে মিছিল বের করে টিএসসি হয়ে শাহবাগে অবস্থান করেন। জামায়াতের সমাবেশ-যুদ্ধ নয়, মানবতাবিরোধী অপরাধ করছে ইসরাইল : বিকাল ৪টায় মহাখালী চৌরাস্তায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে বিক্ষোভ ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর। বিক্ষোভ মিছিলটি মহাখালী ওভারব্রিজ থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মগবাজার হাতিরঝিল মোড়ে গিয়ে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়। সমাবেশে সভাপতির বক্তব্যে গাজায় দখলদার ইসরাইলি হত্যা ও নিধনযজ্ঞ আইয়্যামে জাহিলিয়াতের নির্মমতা ও বর্বরতাকেও হার মানিয়েছে বলে মন্তব্য করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। জাতিসংঘ ও ওআইসি চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে : এদিকে বাদ আসর বায়তুল মোকাররম উত্তর গেটে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল বলেন, গাজায় ইসরাইলি বর্বরতা বন্ধে জাতিসংঘ ও ওআইসি চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। হেফাজতের সমাবেশ-আমেরিকার ছত্রছায়ায় গণহত্যা চালাচ্ছে ইসরাইল : বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে সমাবেশ করেছে হেফাজতে ইসলাম। এতে সংগঠনের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সেক্রেটারি মামুনুল হক বলেন, ফিলিস্তিন একটি কবরখানায় পরিণত হয়েছে। এই জুলুমের নেপথ্য কারিগর হচ্ছে আমেরিকা। সমাবেশে বক্তব্য দেন হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আহমাদ আলী কাসেমী, ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনাইদ আল হাবিব প্রমুখ। আলেমদের নেতৃত্বে বিক্ষোভ : জাতীয় প্রেস ক্লাবের সামনে ওলামা-জনতা ঐক্য পরিষদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে। বায়তুল মোকাররম উত্তর গেট থেকে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। মিরপুর-১০ গোল চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশ হয়। খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে ও সহসাধারণ সম্পাদক কাজী আরিফুর রহমানের পরিচালনায় মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। বাদ আসর স্বাধীন ফিলিস্তিনের দাবিতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে প্রেসক্লাবের সামনে পর্যন্ত মানববন্ধন করে কওমি মাদ্রাসা শিক্ষক সমিতি। সংগঠনটির সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানীর নেতৃত্বে অনুষ্ঠিত এ মানববন্ধন পরিচালনা করেন কওমি মাদ্রাসা শিক্ষক সমিতির মহাসচিব মাওলানা আতাউর রহমান আতিকী। অনুষ্ঠানের বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল খন্দকার ফরিদুল আকবার ও সম্মিলিত ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান অ্যাডভোকেট খাইরুল আহসান। মার্কিন দূতাবাসের সামনে দিনব্যাপী বিক্ষোভ: গুলশানে মার্কিন দূতাবাসের সামনে ইসরাইলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদ এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল হয়েছে। বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত থেমে থেমে বিক্ষোভ হয়েছে। বিভিন্ন এলাকা থেকে আসা মিছিল দূতাবাস থেকে নিরাপদ দূরত্বে এসে ১০/১৫ মিনিট বিক্ষোভ করে চলে গেছে। প্রতিটি বিক্ষোভই শান্তিপূর্ণভাবে হয়েছে। দূতাবাসের নিরাপত্তায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, সিআইডি, এসবি, গোয়েন্দা সংস্থা এবং ডিপ্লোমেটিক জোনের নিরাপত্তাকর্মীরা কাজ করেন। মার্কিন দূতাবাসের নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য মধ্য বাড্ডা এলাকার সড়কে সেনাবাহিনী অবস্থান করছিল। এছাড়া সকাল থেকে মার্কিন দূতাবাসের সামনে অবস্থান নেন সেনা সদস্যরা। তারা একধরনের মানবপ্রাচীর তৈরি করেন। ওই এলাকা দিয়ে যাওয়া মানুষজনকে তল্লাশি করা হচ্ছিল। মানিক মিয়া অ্যাভিনিউয়ে জনতার ঢল: রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে প্রতিবাদ সমাবেশ করেছে বিক্ষুব্ধ জনতা। সংসদ ভবনের সামনে বিভিন্ন ফটোকার্ড, ব্যানারসহ মিছিল নিয়ে সমবেত হন শত শত মানুষ। যাত্রাবাড়ীতে বিক্ষোভ: যাত্রাবাড়ীতে বিক্ষোভ মিছিল হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত এ কে স্কুল, দনিয়া কলেজ ও বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, যাত্রাবাড়ী-কদমতলী-ডেমরা ছাত্রজনতাসহ বিভিন্ন রাজনৈতিক ও শ্রেণি-পেশার মানুষ বিক্ষোভে অংশ নেন। উত্তরায় ছাত্র-জনতার বিক্ষোভ: উত্তরায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা। হাউজবিল্ডিং এলাকা থেকে এ বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিরপুরে বিক্ষোভ: মিরপুরে দিনভর বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্র-জনতা। মিরপুর ১, ২, ১০, ১১, ১২, মাজার রোড, কমার্স কলেজ রোড, টেকনিক্যাল ও মিরপুর ১১ নম্বর অ্যাভিনিউ ফাইভ এলাকায় স্কুল কলেজ, মাদ্রাসা ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও সাধারণ কর্মচারীরা বিক্ষোভ মিছিলে অংশ নেন। বিকাল সাড়ে ৩টায় ১০ নম্বর গোল চত্বরে বিইউবিটি’র শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। এছাড়া মোহাম্মদপুর, পুরান ঢাকা, রামপুরা, খিলগাঁও, ধানমন্ডিসহ বিভিন্ন এলাকায় প্রতিবাদ সমাবেশ ও মিছিল হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও সমাবেশ হয়েছে। ছাত্রদলের কর্মসূচি: ইসরাইলি বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ সমাবেশ করবে জাতীয়তাবাদী ছাত্রদল। এদিকে মার্কিন রাষ্ট্রদূতকে তলব করে জবাবদিহি চাওয়ার দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে ঢাবি শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘আজাদ ফিলিস্তিন’। একই সঙ্গে মার্কিন দূতাবাস অভিমুখে মার্চ করবে প্ল্যাটফর্মটি। সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্ল্যাটফর্মটির সংগঠক ঢাবি বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ এ কর্মসূচি ঘোষণা করেন। আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে এ পদযাত্রা শুরু হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।