‘বিএনপির ঘরে কান্নার রোল, লুটপাটের অট্টহাসি ক্ষমতাসীনদের ঘরে’ – U.S. Bangla News




‘বিএনপির ঘরে কান্নার রোল, লুটপাটের অট্টহাসি ক্ষমতাসীনদের ঘরে’

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ১১ এপ্রিল, ২০২৪ | ৮:০৫
পবিত্র ঈদুল ফিতরের দিনেও বিএনপি নেতাদের ঘরে ঘরে কান্নার রোল চলছে বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এর বিপরীতে ক্ষমতাসীনদের ঘরে লুটপাটের অট্টহাসি চলছে বলেও অভিযোগ করেছেন তিনি। বিভিন্ন সময়ে গুম হওয়া বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী, পুলিশের নির্যাতন ও গুলিতে নিহত ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসাধারণ সম্পাদক নুরুল আলম নুরু ও পুলিশ হেফাজতে কথিত বন্দুকযুদ্ধে নিহত খিলগাঁও থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান জনির পরিবারের সদস্যদের সঙ্গে আজ বৃহস্পতিবার ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে এমন মন্তব্য করেন রুহুল কবির রিজভী। তিনি এ সময় বলেন, ‘সারাদেশে বিএনপিসহ বিরোধীদলীয় নেতাকর্মীদের গুম-খুন, হত্যা, নির্যাতন আর মামলা-হামলা চালিয়ে ধ্বংসের প্রক্রিয়া চালিয়েছে

আওয়ামী লীগ। এখনো অনেক নেতাকর্মী মামলার কারণে ঘরে ফিরতে পারছেন না, স্বজনদের নিয়ে ঈদ করতে পারছে না। এখনো অনেক নেতাকর্মী কারাবন্দী; অনেকে নিখোঁজ। যাদের স্বজনরা জানেন না– তাদের প্রিয় মানুষটি বেঁচে আছেন কিনা, (থাকলে) কবে ফিরবেন।’ বিএনপির প্রত্যেক নেতাকর্মী দুঃসময় অতিক্রম করছে উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, ‘ঈদের দিন ইলিয়াস আলী, নুরু ও জনির বাসায় গিয়ে দেখি– সেখানে শোকের মাতম চলছে। তাদের পরিবারে ঈদের কোনো আনন্দ নেই। তাদের স্ত্রী ও সন্তানরা এখনো শোকে কাতর।’ তাদের পরিবারের সদস্যদের শান্ত্বনা জানিয়ে তিনি বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগের গুম, খুন ও জুলুম-নির্যাতনে বিএনপি নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের ঈদ-আনন্দ আজ বিবর্ণ। দেশের বেশিরভাগ মানুষ কোনো

না কোনোভাবে নির্যাতিত– এমন মন্তব্যও করেন তিনি। বিএনপির জ্যেষ্ঠ এই নেতা আরও বলেন, এই ঈদেও মানুষের মধ্যে কোনো শান্তি নেই, সুখ নেই। এভাবে আর চলতে পারে না। এ সরকারের বিদায় ছাড়া দেশের মানুষের মাঝে শান্তি ফিরে আসবে না বলেও উল্লেখ করেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, প্রতিটি হত্যা ও গুমের বিচার একদিন হবে। গুম করে, হত্যা করে, নিপীড়ন করে, ডামি নির্বাচন করে সরকার পার পাবে না। এদিন তিনি শুরুতে যান ইলিয়াস আলীর বনানীর বাসায়। পরে নুরুল আলম নুরুর নারায়ণগঞ্জের বাসায় গিয়ে তাঁর পরিবারের সদস্যদের উপহার তুলে দেন। সবশেষে তিনি যান নিহত জনির খিলগাঁওয়ের বাসায়। সেখানে তাদের পরিবারের সদস্যদের হাতে

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে ঈদ উপহার তুলে দেন। পরে তিনি নিহত জনির কবর জিয়ারত করেন। এ সময় রুহুল কবির রিজভীর সঙ্গে বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম বার্ষিকী উদযাপিত আগামী অর্থবছরের বাজেট সংকটেও উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা রিজার্ভে স্পর্শকাতর তথ্য বিক্রি করেন র‌্যাব-এটিইউর দুই কর্মকর্তা বিদেশে ৬ লাখ ৩৫ হাজার কোটি টাকা ঋণের খোঁজ বকেয়া ভূমি উন্নয়ন কর ৪৪৮ কোটি টাকা রণক্ষেত্র এখন জাবালিয়া, ইসরাইল-হামাস তুমুল লড়াই রাজধানীতে দাপটে চলছে ব্যাটারির রিকশা সিলেটে নতুন হোল্ডিং ট্যাক্স বাতিল হচ্ছে না বিএনপির ২০ নেতাকে সতর্ক বার্তা আলোচিত বক্তব্য দেওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী বহিষ্কার প্রাকৃতিক দুর্যোগে ঋণের ১ লাখ কোটি টাকা ক্ষতি হতে পারে: আইএমএফ কাঁকড়া ধরতে গিয়ে অপহরণ হলেন দুই বাংলাদেশি চাকমা অনিবন্ধিত অনলাইন ও ওয়েব পোর্টাল বন্ধের সিদ্ধান্ত বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণি সরকারি কর্মচারীদের বিদ্যুৎ খাত লুটপাটের স্বর্গরাজ্য বগুড়ায় হিমাগার থেকে ফের এক লাখ ডিম উদ্ধার মালয়েশিয়ায় মানবপাচারকারী সিন্ডিকেট শনাক্ত নীরব ঘাতক উচ্চ রক্তচাপ: নিয়মিত পরীক্ষা করাতে হবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন আরও বাড়ল স্বর্ণের দাম