প্রমাণিত হলে ২০ বছর কারাদণ্ড হতে পারে ২ মিলিয়ন ডলারের ক্রিপ্টোকারেন্সি কেলেঙ্কারি : অপরাধ স্বীকার চেটের – U.S. Bangla News




প্রমাণিত হলে ২০ বছর কারাদণ্ড হতে পারে ২ মিলিয়ন ডলারের ক্রিপ্টোকারেন্সি কেলেঙ্কারি : অপরাধ স্বীকার চেটের

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ১৬ ডিসেম্বর, ২০২২ | ৯:০৬
ডজনখানেক লোকের কাছ থেকে ২০ লাখের বেশি ডলার হাতিয়ে নেওয়া হয়েছিল ক্রিপ্টোকারেন্সি মাইনিং কম্পিউটার দেওয়ার কথা বলে। কিন্তু আর দেওয়া হয়নি। ম্যানহাটানের একটি ফেডারেল আদালতে এই অপরাধের কথা স্বীকার করে নিয়েছেন ৩৮ বছর বয়স্কের এক ব্যক্তি। চেট স্টজানোভিচ নামের লোকটি ২০১৯ সালে এই প্রতারণা শুরু করেন। ২০২২ সালের এপ্রিলে গ্রেফতার হওয়ার আগে পর্যন্ত প্রতারণা অব্যাহত রেখেছেন। তিনি লোকজনকে বলে আসছিলেন যে তিনি বিশেষায়িত ক্রিপ্টোকারেন্সি মাইনিং কম্পিউটার বিক্রি করবেন এবং তার কোম্পানি চেট মাইনিং কো. এলএলসির মাধ্যমে সার্ভিসও দেবেন। কিন্তু কিছুই করেননি তিনি। এসব আশ্বাস দিয়ে তিনি ১৩ ব্যক্তির কাছ থেকে ২০ লাখের বেশি ডলার হাতিয়ে নিয়েছেন। তিনি ওই লোকদের টাকায় নিজে বিশালবহুল

জীবনযাপন করেছেন, ভাড়া করা বিমানে ভ্রমণ করেছেন, দামি হোটেলে থেকেছেন, লিমুজিন হাঁকিয়েছেন, প্রাইভেট পার্টি দিয়েছেন। গত মার্চে তার প্রতারণার শিকার কয়েক ব্যক্তি মামলা দায়ের করে। আদালতে শুনানিকালে তিনি শপথ নিয়ে মিথ্যা বলে কানাডায় পালিয়ে যান। তবে গত এপ্রিলে আবার যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টার সময় তাকে গ্রেফতার করা হয়। অপরাধ প্রমাণিত হলে তার ২০ বছর পর্যন্ত কারাদ- হতে পারে।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চীন সফরে উচ্ছ্বসিত পুতিন, শির মন্তব্য ভাসা ভাসা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ প্রস্তুত: আইজিপি ‘ওই পাড়াটা বিএনপির, ওইঠে উন্নয়ন করা যাবেনি’ ডিবি কার্যালয়ে মামুনুল হক আফগানিস্তানে বন্দুকধারীদের হামলায় তিন স্পেনীয়সহ নিহত ৪ এই মৌসুমের শাস্তি আগামী আইপিএলে পাবেন হার্দিক সাংবাদিকরা বাংলাদেশ ব্যাংকে ঢুকবে কেন তাইওয়ানের পার্লামেন্টে দফায় দফায় এমপিদের মারামারি, ধস্তাধস্তি ঝড়ে লণ্ডভণ্ড বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ম্যাচের ভেন্যু, সিরিজ অনিশ্চিত! রাঙামাটিতে ইউপিডিএফ কর্মীসহ দু’জনকে গুলি করে হত্যা চাঁদার দাবিতে ‘শক থেরাপি’ ভারতবিরোধী ‘কঠোর অবস্থান’ থেকে সরতে চায় বিএনপি পশ্চিমা বিশ্বকে কী বোঝাতে চান পুতিন কান উৎসবে আরিফিন শুভর প্রশংসায় নাসিরুদ্দিন শাহ্‌ মূল্যস্ফীতি ভোক্তার কাঁধে রাশিয়া-চীন সম্পর্কে উদ্বেগে যুক্তরাষ্ট্র ইসরাইলে অস্ত্র সরবরাহে অনুমোদন দিল মার্কিন প্রতিনিধি পরিষদ ভারতে স্কুলের নর্দমায় শিশুর লাশ, বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ যুক্তরাষ্ট্রে প্রবল ঝড়, নিহত ৪ পরাজিত প্রার্থীর উন্নয়নের প্রশংসা করলেন ব্যারিস্টার সুমন