নভেম্বরে ডেঙ্গুতে ২৭৪ জনের মৃত্যু – U.S. Bangla News




নভেম্বরে ডেঙ্গুতে ২৭৪ জনের মৃত্যু

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ১ ডিসেম্বর, ২০২৩ | ৫:০১
ডেঙ্গু আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নভেম্বরের ৩০ দিনে ডেঙ্গুতে মারা গেলেন ২৭৪ জন। চলতি বছর এডিস মশাবাহিত এ রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬২২। এক দিনে ৮৭৭ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। নভেম্বের ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪০ হাজার ৭১৬। দেশে এরই মধ্যে ডেঙ্গু রোগী মৃত্যু ও শনাক্তে পুরোনো সব রেকর্ড ভেঙে গেছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। রাজধানীর চেয়ে দ্বিগুণ রোগী শনাক্ত হচ্ছে গ্রামে। চলতি বছরে এ পর্যন্ত ৩ লাখ ১১ হাজার ৮৯১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

হয়েছেন। এর মধ্যে রাজধানীতে ১ লাখ ৭ হাজার ৮৩৬ জন এবং ঢাকার বাইরে ২ লাখ ৪ হাজার ৫৫ জন। এ বছর মৃত ১ হাজার ৬২২ জনের মধ্যে নারী ৯৩০ ও পুরুষ ৬৯২ জন। মোট মৃত্যুর মধ্যে ঢাকার বাইরে মারা গেছেন ৬৮৫ জন এবং রাজধানীতে ৯৩৭ জন। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৮৭৭ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ১৪৪ জন এবং রাজধানীর বাইরের ৭৩৩ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৪৭৯। রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৯০৮ জন এবং ঢাকার বাইরে ২ হাজার ৫৭১ জন। চলতি

বছরে এ পর্যন্ত ৩ লাখ ১১ হাজার ৮৯১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ভর্তি রোগীর মধ্যে পুরুষ আক্রান্ত ১ লাখ ৮৬ হাজার ৯১৭ জন এবং নারী ১ লাখ ২৪ হাজার ৯৭৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ লাখ ৬ হাজার ৭৯০ জন। তবে বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আরও বেশি। প্রকৃত সংখ্যা সরকারি পরিসংখ্যানের চেয়ে ১০ গুণ বেশি হবে। কারণ, অনেক ডেঙ্গু রোগী বাসায় থেকে চিকিৎসা নেন। তাদের হিসাব স্বাস্থ্য অধিদপ্তরের খাতায় নেই। অধিদপ্তরের তথ্য অনুসারে, গত জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়। ফেব্রুয়ারিতে মৃত্যু হয় দু’জনের। মার্চে এ রোগে কোনো মৃত্যু না হলেও এপ্রিল ও মে মাসে

দু’জন করে মারা যান। জুনে ভয়াবহ আকার ধারণ করে ডেঙ্গু। ওই মাসে ডেঙ্গুতে ৩৪ জনের মৃত্যু হয়। এর পর জুলাইয়ে ২০৪, আগস্টে ৩৪২, সেপ্টেম্বরে ৩৯৬, অক্টোবরে ৩৫৯ ও নভেম্বরে ডেঙ্গুতে ২৭৪ জন মারা গেছেন।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
খাদ্য নিরাপত্তায় ২০ লাখ টন গম কিনছে সরকার বিয়ে করছেন নাগা, রহস্যময় বার্তা সামান্থার সবুজ ও জলাশয় ৩১ শতাংশই দখল ভুলে ভুলে ঢাকার সর্বনাশ ঢাকাসহ যে ৫ বিভাগে বৃষ্টি হতে পারে আজ আন্তর্জাতিক অপরাধ আদালতকে হুমকি দিচ্ছে ইসরাইল ‘অভাগী’ মিথিলা ভারতের সেরা অভিনেত্রী দাবদাহে ঝরে পড়ছে আম-লিচু চট্টগ্রামে লাগামহীন নিত্যপণ্যের দাম তৃণমূলের বিভক্তি নিয়ে দুশ্চিন্তায় আ.লীগ সঞ্চয়পত্র থেকে ঋণ বন্ধের সিদ্ধান্ত সঠিক হবে না পানির দাম এক লাফে ৩০ শতাংশ বাড়ানোর উদ্যোগ বিচারকাজ শেষ হয়নি একটি জঙ্গি হামলারও অবৈধ রেলক্রসিং বন্ধে রেল ও এলজিইডির ঠেলাঠেলি বাড়তে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ আবারো ‘বিয়ে’ করলেন হেমা মালিনী! রোহিঙ্গা গণহত্যা মামলার দ্রুত নিষ্পত্তিতে আশাবাদী বাংলাদেশ-গাম্বিয়া ঢাকাসহ ২৫ জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আজ আজ থেকে ট্রেনে গুনতে হবে বাড়তি ভাড়া সমাবেশের কাছে গুলি, যা জানালেন বদি বড় জয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি