তোমার শাড়ি দিয়ে পাঞ্জাবি বানিয়ে পরেছি এবারের ঈদে মা : শুভ – U.S. Bangla News




তোমার শাড়ি দিয়ে পাঞ্জাবি বানিয়ে পরেছি এবারের ঈদে মা : শুভ

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ১২ এপ্রিল, ২০২৪ | ৯:৩৬
ফিল্ম ক্যারিয়ার দুর্দান্ত ভালো কাটলেও ব্যক্তিজীবনের সময় খুব একটা ভালো নেই ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেতা আরিফিন শুভ। মাস তিনেক হলো মা হারিয়েছেন এই তারকা। সেই শোক কাটিয়ে উঠার আগেই এলো ধর্মীয় উৎসব ও আনন্দ উদযাপনের মুহূর্ত ঈদুল ফিতর। গত বছরও মায়ের সঙ্গে ঈদের আনন্দে মেতে উঠেছিলেন অভিনেতা আরিফিন শুভ। কিন্তু ভাগ্যের কী নির্মমতা, এবার ঈদে সেই মায়ের অভাব তাড়িয়ে বেড়াচ্ছে নায়ককে। এ জন্যই মায়ের স্মৃতি ধরে রাখার জন্য ঈদে মায়ের শাড়ি দিয়ে পাঞ্জাবি বানিয়েছেন আরিফিন শুভ। আর গলায় পরেছেন মায়ের চেইন। বৃহস্পতিবার ফেসবুকে ভেরিফায়েড পেজে দুটি ছবি পোস্ট করেছেন আরিফিন শুভ। সেখানেই এক পোস্টে এসব জানিয়েছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘যখন অনেক কিছু

বলার থাকে তখন হয়তো কিছুই বলা যায় না। মা, দেখতে দেখতে তোমার যাবার প্রায় তিনমাস।’ তিনি আরও লিখেছেন ‘এখনো বোঝার চেষ্টা করছি যে কি হলো আসলে, আমি কী ঘুম থেকে উঠে দেখব তুমি পাশের রুমটাতেই আছো। সব কিছু কেমন যেন হয়ে গেল। পেশায় অভিনয়শিল্পী হয়েও আমি ঠিক আছি নামক অভিনয়টা হচ্ছে না একেবারেই, চেষ্টা চলছে।’ তিনি লিখেছেন, ‘তোমার শাড়ি দিয়ে পাঞ্জাবি বানিয়ে পড়েছি এবারের ঈদের মা। আজকে যখন তোমার সঙ্গে দেখা করতে যাচ্ছি, নিচে গার্ডরা বলল, এটা আন্টির শাড়ি না স্যার? ভালো লাগলো এই ভেবে যে, বিল্ডিংয়ের গার্ডরাও তোমাকে এই ৮/৯ বছর খেয়াল করেছে। এবার তোমার গলার চেইনটা নিজেই পড়লাম। কিন্তু আমাদের

ওই কমেডি করাটা আর হলো না যে, আমি চাইব আর তুমি বলবে নে, কিন্তু খুলে দেবে না।’ সবশেষ আরিফিন শুভ লিখেছেন, ‘তোমার সঙ্গে কত গল্প করা হলো না, আর হবে না। ঈদ মোবারক মা। পৃথিবীর সব মাকে ঈদ মোবারক।’
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ব্যাংক খাতে ক্রমবর্ধমান ঝুঁকি যুদ্ধবিরতির মধ্যেই রাফাহে অভিযানের ঘোষণা নেতানিয়াহুর ৫৩ বছরেও হয়নি জাতীয় মজুরি কমিশন সংসার চলে না শ্রমিকের, বেঁচে থাকাই চ্যালেঞ্জ দীর্ঘদিন পর নিজের ভুল স্বীকার করে সামান্থাকে নিয়ে যা বললেন নাগা বিরাট-অনুশকার ডেটিং জীবনের তথ্য ফাঁস ফেসবুকে পোস্ট দিয়ে পদ্মায় ঝাঁপ তরুণীর মেগান মার্কেল নতুন খবর দিলেন জীবন ওলটপালট করে গেল ‘আগ্রাসী’ এপ্রিল দেশের ইতিহাসে বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড উপজেলা নির্বাচন নিয়ে কার্যনির্বাহী কমিটিতে আলোচনা হয়নি: ওবায়দুল কাদের খালেদা জিয়াকে ফের হাসপাতালে নেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্রে কেন বাঙালি হত্যা, জবাব দিতে হবে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী গাজায় যুদ্ধবিরতির জন্য অন্তহীন অপেক্ষা জোর করে নারীর হিজাব খুলল অ্যারিজোনা পুলিশ ঝুঁকির মধ্যেই ৩৭ জেলায় খোলা ছিল শিক্ষাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রবৃদ্ধির দৌড়ে চীন মালয়েশিয়ার চেয়ে এগিয়ে বাংলাদেশ নীতিমালা লঙ্ঘনে হজ চিকিৎসক দলের নার্সদের ৬ মাসের স্থগিতাদেশ রাজধানীর নিকুঞ্জে আবাসিক ভবনে বিস্ফোরণ