তামিম কি ফিরছেন, তাকে ঘিরে ভাবনা জানালেন অধিনায়ক শান্ত – U.S. Bangla News




তামিম কি ফিরছেন, তাকে ঘিরে ভাবনা জানালেন অধিনায়ক শান্ত

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৪ | ৫:১৯
অনেক দিন ধরেই বাংলাদেশ ক্রিকেটের অলিগলিতে এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে— ‘তামিম ফিরবেন, নাকি ফিরবেন না?’ বোর্ডকর্তাদের যে কেউ সংবাদমাধ্যমের মুখোমুখি হলেই ঘুরেফিরে আসছে এই প্রশ্নটি। মঙ্গলবার প্রাইম ব্যাংক আর আবাহনীর ম্যাচশেষে জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে আলাপচারিতা হয়েছে তামিমের। এর পর পুরো বিষয়টির অগ্রগতি নিয়ে প্রশ্নটা না উঠেই পারে না। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শান্ত পেলেন প্রশ্নটি। দিলেন তার জবাবও। কী নিয়ে কথা হয়েছে, জানতে চাইলে শান্ত জানান, মোটাদাগে তামিম সময় চেয়েছেন তার কাছে। বলেছেন, ‘ক্রিকেট নিয়ে কথা হয়েছে। কী অবস্থায় উনি আছেন। আমরা বা আমি অধিনায়ক হিসেবে কীভাবে চিন্তা করছি, এসব নিয়ে কথা হয়েছে। এ মুহূর্তে আপনাদের পরিষ্কারভাবে

বলা মুশকিল। কারণ সময়ের ব্যাপার। উনিও একটু সময় চেয়েছেন।’ তামিম ইকবাল টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন বহু আগে। সামনে আরও একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে শান্ত জানালেন, ফিট থাকলে যে কোনো ফরম্যাটে তামিমকে পেতে চান তিনি। তার ভাষ্য, ‘আমি তো বেসিক্যালি চাইব, উনি যদি ফিট থাকেন, টি-টোয়েন্টিতে যদিও অবসর নিয়েছেন, যদি উনি ফিট থাকেন, যে কোনো ফরম্যাটে এলেই আমরা খুশি হব। আমার মনে হয়, আমি না শুধু, দেশের প্রত্যেকটা মানুষ, ক্রিকেটারই খুশি হবে। এটা তো ইচ্ছা। এটা চাওয়া। তবে সবার আগে উনার চাইতে হবে। তার পর বাকি প্রক্রিয়া। তবে অধিনায়ক হিসাবে, আমার যেটা ইচ্ছা বা চাহিদা, সে বিষয়গুলো নিয়ে টুকটাক একটু আলাপ-আলোচনা

করেছি। তিনি বলেন, এ মুহূর্তে এ ধরনের (তামিম-মুশফিকের টি-টোয়েন্টি অবসর ভাঙানো) চিন্তা-ভাবনা করছি না। বিশ্বকাপের খুব বেশি দিন সময় নেই। দলটা মোটামুটি খুব ভালো সেটলও আছে। আর বেশ কয়েক দিন ধরে তামিম ভাইয়ের ফিটনেসেরও একটা ইস্যু আছে। সেসব নিয়েও আমাদের কথা হয়েছে। এ মুহূর্তে এসব কিছু ভাবছি না। তবে অবশ্যই দলের প্রয়োজনে যে কোনো মুহূর্তে যে কাউকে ডাকার জন্য প্রস্তুত।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এবারও কথা শুনছেন না এমপি-মন্ত্রীর স্বজনরা সাংবাদিক মাহীকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ কেন নয়: হাইকোর্ট পেরুতে রাস্তা থেকে ৬৫০ ফুট খাদে পড়ল বাস, নিহত ২৫ দাবদাহের যন্ত্রণায় দেশ আ.লীগের প্রতিদ্বন্দ্বী আ.লীগ উপজেলা ভোটে সংঘাত-সহিংসতার আশঙ্কা ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ইইউ হার্ভার্ডে উড়ল ফিলিস্তিনি পতাকা আসামিকে ওয়ারেন্ট দিতে গিয়ে প্রাণ গেল মার্কিন পুলিশের ৩ কর্মকর্তার রিজার্ভ নিয়ে কঠোর অবস্থানে আইএমএফ বাজেটের সুফল পেতে বন্ধ করতে হবে লুটপাট শিক্ষকরা কি বনসাই হয়ে থাকবেন? প্লাস্টিক বর্জ্যে ঢাকায় সড়ক নির্মাণ গরমে গলবে না, বর্ষায় ভাঙবে না– দাবি সওজের মহাবিপদ এড়াতে এখনই সাজাতে হবে পরিকল্পনা মে মাস শেষের আগেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ইইউ সবকিছুতেই কেন আদালতের নিদের্শনা?–শিক্ষামন্ত্রী খুলনায় ১০ বছরের মধ্যে এপ্রিলে সর্বনিম্ন বৃষ্টি, বেড়েছে তাপদাহের স্থায়ি ব্যালন ডি’অর র‌্যাঙ্কিং: এগিয়ে বেলিংহাম-এমবাপ্পে, আছেন মেসিও যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো ন্যায়বিচারের পথ দেখাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানে থাকছে না ‘ডাবল শিফট’ কক্সবাজারে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৬