‘তামিমকে দুর্বল দেখে বেশি হতাশ হয়েছি’ – U.S. Bangla News




‘তামিমকে দুর্বল দেখে বেশি হতাশ হয়েছি’

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ২৭ জুলাই, ২০২৩ | ৫:০৮
৫ অক্টোবর ভারতে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। তার আগে পাকিস্তান ও শ্রীলংকায় হবে এশিয়া কাপ। এমন বড় দুটি টুর্নামেন্টের আগে ৬ জুলাই হঠাৎ করেই অবসরের ঘোষণা দেন বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল। দেশসেরা এই ওপেনারের অবসরের ঘোষণায় চমকে যায় পুরো দেশ। অভিমানি তামিমের সঙ্গে কথা বলে তাকে অবসর ভেঙে ফেরার আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তামিমের অভিমান ভাঙ্গায় সবচেয়ে বেশি বড় অবদান রাখেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। বুধবার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এক অনুষ্ঠানে সংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মাশরাফি। আপনার চাওয়া কী? আমার কোনো চাওয়া-পাওয়া নেই। যেমন আছি ভালো আছি। কোনো সমস্যা নেই।

দল ভালো করুক, এটাই আমার চাওয়া। প্রধানমন্ত্রী আপনার মাধ্যমে তামিমকে আবার জাতীয় দলে ফেরালেন... বিষয়টা নিয়ে খানিকটা ভুল বোঝাবুঝি হচ্ছে। প্রধানমন্ত্রী তামিমের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। এটা পুরোপুরি উনার ইচ্ছায়। তিনি তামিমের সঙ্গে কী কথা বলেছেন, তামিমই জানে। ইতিবাচক কথাই হয়েছে। সে কারণেই তামিম আবার ফিরেছে। এখানে অন্য কাউকে মেশানো ঠিক হবে না। তামিম আপনাকে মেন্টর হিসাবে চেয়েছেন... আগেও বলেছি, এই প্রশ্নের উত্তর আমার জানা নেই। বর্তমানে আমার কী কাজ সেইটা শুধু জানি। কাল যে কাজ আসবে, সেটা করব। পরশু দিনের কথা বলা বা কালকে নিয়ে চিন্তা করার সময় আমার নেই। মেন্টর হলে কী লাভ হয়? জানি না, তামিম কেন চাচ্ছে! মেন্টরের

কাজটা কী আমি জানি না। প্রয়োজন হলে, সেরকম পরিস্থিতি এলে বলতে পারব। প্রধানমন্ত্রী অনুভব করলে সেটা ভিন্ন জিনিস। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ হলো, দলের ভালো খেলা। তামিমের ওপর কতটা প্রভাব পড়তে পারে? ৩৪ বছর বয়স আন্তর্জাতিক ক্রিকেটে পারফর্ম করার সময়। বিরাট কোহলি পারফর্ম করছে না? তামিমের ওপর দিয়ে যা গেছে, সেটা আরও বেশি হতাশার। আমার সঙ্গে সব কিছু নিয়ে আলোচনা হয়নি। তামিমকে দুর্বল দেখে বেশি হতাশ হয়েছি। সে আন্তর্জাতিক খেলোয়াড়। একটু লড়াই করতে পারবে না, এমনটা মনে হয়নি। কখনো কখনো মানুষের সাহায্য প্রয়োজন হয়। অনেক সময় মানুষ ভেঙে পড়ে। তখন কারও সমর্থন দরকার হয়। তামিম ভাগ্যবান যে, প্রধানমন্ত্রী তাকে ডেকেছেন, কথা বলেছেন

এবং তাকে ক্রিকেটে ফিরিয়ে এনেছেন। এই সৌভাগ্য সবার হয় না। ১৫ হাজার রান তার। দেশের জন্য অনেক কিছু করেছে। একটা সময় এসব কেউ মনে রাখবে না। তামিমের এখন পারফর্ম করার সময়। দেশকে সেরাটা দেওয়ার সময়। মানসিকভাবে তার শক্ত থাকা উচিত। শতভাগ ফিট হয়ে ফিরে আসা উচিত। পারফর্ম করলে সব কিছু তার পক্ষে যাবে। তামিমের ইনজুরি সমস্যা... ইনজুরি তাকে ভোগাচ্ছে। সে পারফর্ম করছে না। কেন করছে না? কারণটা হলো ইনজুরি। ইনজুরি থেকে সেরে উঠে তার ফিরে আসা উচিত। ফিট হয়ে ফিরলে আমি নিশ্চিত সে অটোমেটিক রান করবে।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সুন্দরবনে আগুন নিয়ন্ত্রণে আছে : মন্ত্রিপরিষদ সচিব লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করালেন প্রধানমন্ত্রী যারা দলের শৃঙ্খলা ভাঙবে তাদের শাস্তি পেতেই হবে : ওবায়দুল কাদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষার গুণগত মান বাড়াতে কর্তৃপক্ষের প্রতি নির্দেশ রাষ্ট্রপতির অবৈধ টিভি চ্যানেল ও লাইসেন্সবিহীন বাণিজ্যিক কার্যক্রম বন্ধে কার্যক্রম শুরু বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনারের সাক্ষাৎ সুন্দরবনে পুন:অগ্নিকান্ড রোধে ড্রোনের মাধ্যমে মনিটরিং : ক্ষয়ক্ষতি নিরূপণে কমিটি খাদ্য ও জ্বালানি নিরাপত্তা অর্জনে প্রকৌশলীদের আরো কার্যকর ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ইলিশের উৎপাদন ৫.৭১ লাখ মেট্রিক টনে উন্নীত হয়েছে: মৎস্য ও প্রাণী সম্পদমন্ত্রী ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির প্রচেষ্টা অব্যাহত ইসরায়েলি ঘাঁটিতে কয়েক ডজন রকেট নিক্ষেপ হিজবুল্লাহ’র ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন-স্টপ জেনোসাইড’ স্লোগানে ছাত্রলীগের সমাবেশ হজ ভিসায় নতুন শর্ত দিল সৌদি আরব ‘পাকিস্তান হাতে চুড়ি পরে বসে নেই’ আবারও সংসদে উঠল চাকরি বয়সসীমা ৩৫ প্রস্তাব, যা বললেন জনপ্রশাসন মন্ত্রী রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন আজও জমা পড়েনি আদালতে ইসরাইলে গোলাবারুদের চালান থামাল যুক্তরাষ্ট্র বিজন বাবুর বাইরে ভোট দিলে প্রতিহত করার হুমকি সাবেক এমপির মুরগির বাচ্চার জন্য চিল যেমন মায়াকান্না করে উনার কান্নাও সে রকম: রিজভী বিএনপির মিত্রদের ফের মাঠে নামার প্রস্তুতি