ডেঙ্গুতে মৃত্যু ১৪শ ছাড়াল – U.S. Bangla News




ডেঙ্গুতে মৃত্যু ১৪শ ছাড়াল

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২৩ | ১০:১৫
চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। এ সময় ডেঙ্গুতে মারা গেছেন ১৪০৮ জন। হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ১০৩ জন। আর এই রোগে ২৪ ঘণ্টায় ১৫ জন মারা গেছেন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীর সংখ্যা ২ হাজার ১০৩ জন। তাদের মধ্যে ৪৩৩ জন ঢাকার এবং ঢাকার বাইরে ১ হাজার ৬৭০ জন। বর্তমানে সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৬ হাজার ৭০৪ জন রোগী ভর্তি আছেন। এরমধ্যে ঢাকাতেই ১ হাজার ৮১৫ জন। আর বাকি ৪ হাজার ৮৮৯ জন

ঢাকার বাইরে অন্য বিভাগে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, গত বছর (২০২২ সাল) ডেঙ্গুতে ২৮১ জন মারা যান। ওই বছরের শেষ ডিসেম্বরে ২৭ জনের মৃত্যু হয়। একই সঙ্গে বছরটিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন। এর আগে ২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গু সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল। সম্প্রতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) কর্তৃক ‘ডেঙ্গু সংকট প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কার্যক্রম : সুশাসনের চ্যালেঞ্জ’ শীর্ষক গবেষণা প্রতিবেদনে বলা হয়, ডেঙ্গু নিয়ন্ত্রণকে রাজনৈতিক ও প্রশাসনিকভাবে পর্যাপ্ত গুরুত্ব

দেওয়া হয়নি। উল্টো ডেঙ্গু সংকট মোকাবিলায় ব্যর্থতার দায় অনৈতিকভাবে জনগণের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। গবেষণা প্রতিবেদনে আরও বলা হয়, জনস্বাস্থ্য সংকটকে কাজে লাগিয়ে দুর্নীতি ও অনিয়মের ঘটনা ঘটেছে। জনস্বাস্থ্যবিদরা বলেন, ডেঙ্গু ভাইরাসের নির্ধারিত মৌসুমের আগেই এবার এডিস মশার প্রদুর্ভাব দেখা দেয়। ফলে সংক্রমণ ও মৃত্যু বেশি হচ্ছে। জলবায়ু পরিবর্তনজনিত কারণে অসময়ে বৃষ্টিপাত মশার প্রজণনকাল দীর্ঘায়িত করছে। ফলে পরিস্থিতি স্বাভাবিক হতে আরও সময় লাগবে। রোগটি হতে মুক্তি পেতে এডিসের লার্ভা ধ্বংসে সমন্বিত উদ্যোগ নিয়ে কাজ করতে হবে।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রোববার থেকে সারা দেশের সব স্কুল-কলেজ খোলা মালয়েশিয়ায় প্রতারিত শ্রমিকদের সহায়তা করবে জাতিসংঘ টানা আট দফা কমার পর ফের বাড়ল সোনার দাম ট্রেন দুর্ঘটনায় রেলের শিডিউল বিপর্যয় মক্কায় প্রবেশে অনুমতি নিতে হবে সৌদির বাসিন্দাদেরও স্বাধীন ফিলিস্তিন ইস্যুতে সারা দেশে সমাবেশ ডেকেছে ছাত্রলীগ মুসলিম উম্মাহর একাত্মতা ফিলিস্তিন সংকট সমাধানে গুরুত্বপূর্ণ: পররাষ্ট্রমন্ত্রী আরও ৬১ নেতাকে বহিষ্কার করল বিএনপি পশ্চিম তীরে যে হত্যাকাণ্ডের দায়ে যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরাইল উদ্যোক্তারাই দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক অগ্রগতির কান্ডারি: মন্ত্রী এমপি হিসেবে পাওয়া সরকারি বরাদ্দ কেন ফেসবুকে শেয়ার করেন, জানালেন ব্যারিস্টার সুমন আরও ৩৬ বিজিপির বাংলাদেশে প্রবেশ হামাস-ইসরাইলের যুদ্ধবিরতির ঘোষণা শিগগিরই ‘এটি শুধু আমি বলছি না, সাংবাদিক বন্ধুরাও বলেন’ আলোচনার জন্য প্রস্তুত কারাবন্দি ইমরান খান ভুয়া কাবিননামায় এএসআইয়ের বিয়ে, বিপাকে নারী আ.লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা আজ অপরিকল্পিত নগরায়ণে নির্বাসিত নির্মল পরিবেশ বৈশ্বিক র‌্যাংকিংয়ে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো কেন পিছিয়ে অবৈধ পথে বিদেশে পাড়ি: দালালদের তৎপরতা বন্ধ করতে হবে