![](https://usbangla24.news/wp-content/themes/pitwmeganews/pitw-assets/pitw-image/user_default.png)
ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
![](https://usbangla24.news/wp-content/uploads/2025/02/e047b920-e478-11ef-a819-277e390a7a08.jpg.webp)
ধানমন্ডি ৩২ নম্বরসহ সারা দেশে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় যা বলছেন রাজনীতিবিদরা
![](https://usbangla24.news/wp-content/uploads/2025/02/9c495c20-e4bd-11ef-a319-fb4e7360c4ec.jpg.webp)
ভাঙচুর-অগ্নিসংযোগ ‘শক্তভাবে প্রতিহতের’ ঘোষণা সরকারের, ধানমন্ডি ৩২ নম্বরে মধ্যরাতেও ভিড়, ভারতের নিন্দা
![](https://usbangla24.news/wp-content/uploads/2025/02/800acb8d-8213-4d4f-a763-79f0e2d72a28.jpg.webp)
ভবন ভাঙতে বুলডোজার কোথা থেকে এলো- এ নিয়ে প্রশ্ন
![](https://usbangla24.news/wp-content/uploads/2025/02/ad3eab46-8759-4956-abbc-16432a7c96cc.jpg.webp)
সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে ভাঙচুরের পর আগুন
![](https://usbangla24.news/wp-content/uploads/2025/02/944f5c55-bdc8-45ac-b083-bf6f2c54dfd4.jpg.webp)
হামলা-ভাঙচুর করে কেউ টিকতে পারে না: শেখ হাসিনা
![](https://usbangla24.news/wp-content/uploads/2025/02/d61aa600-e497-11ef-a319-fb4e7360c4ec.jpg.webp)
যেসব আওয়ামী লীগ নেতার বাড়ি ও স্থাপনায় হামলা হয়েছে
![](https://usbangla24.news/wp-content/uploads/2025/02/prothomalo-bangla_2025-02-06_if00naso_Image-2.avif)
ধানমন্ডিতে শেখ মুজিবের বাড়ি ভাঙার নিন্দা আইন ও সালিশ কেন্দ্রের
গাজীপুরে কেয়া গ্রুপের চারটি কারখানা স্থায়ীভাবে বন্ধ ঘোষণা, ১ মে থেকে কার্যকর
![](https://usbangla24.news/wp-content/uploads/2025/01/Screenshot-2025-01-02-5.22.53-PM-870x600-1.png)
গাজীপুর সিটি করপোরেশনের জরুন এলাকায় অবস্থিত কেয়া গ্রুপের চারটি কারখানা আগামী ১ মে থেকে স্থায়ীভাবে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারখানাগুলোর বন্ধের সিদ্ধান্তের পেছনে একাধিক কারণ উল্লেখ করেছে কর্তৃপক্ষ।
আজ (২ জানুয়ারি) সকালে, গাজীপুরের কোনাবাড়ী ও জরুন এলাকার কেয়া গ্রুপের কারখানার ফটকে একটি নোটিশ টাঙানো হয়, যেখানে প্রতিষ্ঠানের পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও কেয়া কসমেটিকস লিমিটেড (নিট কম্পোজিট ডিভিশন) স্বাক্ষরিত ঘোষণা দেওয়া হয়।
নোটিশে জানানো হয়, কেয়া কসমেটিকস লিমিটেডের (নিট কম্পোজিট গার্মেন্টস, নিটিং, স্পিনিং এবং কটন ডিভিশন) এবং কেয়া ইয়ার্ন মিলস লি. (জরুন, কোনাবাড়ী, গাজীপুর)-এর সকল শ্রমিক ও কর্মকর্তাকে অবহিত করা হচ্ছে যে, বর্তমান বাজার পরিস্থিতির অস্থিতিশীলতা, ব্যাংকিং সমস্যার কারণে হিসাবের অমিল, কাঁচামালের
সংকট এবং কারখানার উৎপাদন কার্যক্রমের অভাবের কারণে ১ মে থেকে কারখানাগুলোর সব কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করা হচ্ছে। এ সময়ের মধ্যে শ্রমিক-কর্মচারীদের বাংলাদেশ শ্রম আইনের আওতায় পাওনা পরিশোধ করা হবে, যা কারখানা বন্ধ হওয়ার পরবর্তী ৩০ কর্মদিবসের মধ্যে সম্পন্ন হবে। এর আগে, ২৯ ও ৩০ ডিসেম্বর কেয়া গ্রুপের শ্রমিকরা তাদের বকেয়া বেতন দাবি করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরিস্থিতি উত্তেজিত হলে কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন পরিশোধ করে এবং কারখানা বন্ধের সিদ্ধান্ত জানালে শ্রমিকরা আবারও বিক্ষোভ শুরু করেন। পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় মালিক ও শ্রমিকদের মধ্যে আলোচনা হয় এবং তাদের দাবিগুলো মেনে নেওয়া হয়। এরপর, ১ জানুয়ারি সাময়িকভাবে বন্ধ থাকা কারখানা
খুলে দেওয়া হয়, কিন্তু আজ নতুন করে স্থায়ী বন্ধের ঘোষণা আসলো। গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মিজানুর রহমান জানান, কেয়া গ্রুপের শ্রমিকদের বেতন নিয়ে অসন্তোষ ছিল। তবে কর্তৃপক্ষ বেতন পরিশোধের পর কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়, যা পরবর্তীতে প্রত্যাহার করা হয়। এখন আবার স্থায়ীভাবে কারখানা বন্ধের নোটিশ দেওয়া হয়েছে।
সংকট এবং কারখানার উৎপাদন কার্যক্রমের অভাবের কারণে ১ মে থেকে কারখানাগুলোর সব কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করা হচ্ছে। এ সময়ের মধ্যে শ্রমিক-কর্মচারীদের বাংলাদেশ শ্রম আইনের আওতায় পাওনা পরিশোধ করা হবে, যা কারখানা বন্ধ হওয়ার পরবর্তী ৩০ কর্মদিবসের মধ্যে সম্পন্ন হবে। এর আগে, ২৯ ও ৩০ ডিসেম্বর কেয়া গ্রুপের শ্রমিকরা তাদের বকেয়া বেতন দাবি করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরিস্থিতি উত্তেজিত হলে কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন পরিশোধ করে এবং কারখানা বন্ধের সিদ্ধান্ত জানালে শ্রমিকরা আবারও বিক্ষোভ শুরু করেন। পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় মালিক ও শ্রমিকদের মধ্যে আলোচনা হয় এবং তাদের দাবিগুলো মেনে নেওয়া হয়। এরপর, ১ জানুয়ারি সাময়িকভাবে বন্ধ থাকা কারখানা
খুলে দেওয়া হয়, কিন্তু আজ নতুন করে স্থায়ী বন্ধের ঘোষণা আসলো। গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মিজানুর রহমান জানান, কেয়া গ্রুপের শ্রমিকদের বেতন নিয়ে অসন্তোষ ছিল। তবে কর্তৃপক্ষ বেতন পরিশোধের পর কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়, যা পরবর্তীতে প্রত্যাহার করা হয়। এখন আবার স্থায়ীভাবে কারখানা বন্ধের নোটিশ দেওয়া হয়েছে।