গাজায় আরও ৩০০ লক্ষ্যবস্তুতে হামলা – U.S. Bangla News




গাজায় আরও ৩০০ লক্ষ্যবস্তুতে হামলা

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৩ | ৫:০২
ফিলিস্তিনের হামাসের সঙ্গে ইসরাইলের বৃহস্পতিবার থেকে ৪ দিনের যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা থাকলেও তা বিলম্বিত হওয়ায় অবরুদ্ধ গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। হামলার ৪৮তম দিনে বৃহস্পতিবারের এ হামলায় আরও ২০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে কয়েক ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা আসতে পারে বলে কাতারের পক্ষ থেকে জানা গেলেও আজকের আগে তা সম্ভব হবে না বলে জানিয়েছে ইসরাইল। খবর আলজাজিরা, রয়টার্স, বিবিসির। ৪ দিনের যুদ্ধবিরতি বৃহস্পতিবার থেকে শুরু হওয়ার কথা থাকিলেও হামাসের পক্ষ থেকে অতিরিক্ত দাবি তোলায় তা বিলম্বিত হয়েছে বলে বিবিসি জানিয়েছে। কিন্তু সেই অতিরিক্ত দাবির ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি। এ যুদ্ধবিরতির বিলম্বের সুযোগে গাজায় হামলা অব্যাহত রেখেছে

ইসরাইল। ইসরাইলের সামরিক বাহিনীর মুখপাত্র পিটার লেনার বিবিসিকে জানিয়েছেন, চুক্তির চূড়ান্ত ঘোষণার পর সরকারের কাছ থেকে নির্দেশনা পেলেই তারা লড়াই বন্ধ করবেন। তিনি জানান, নির্দেশনা না পাওয়া পর্যন্ত হামাসের বিরুদ্ধে তাদের হামলা চলবেই। ইসরাইল বৃহস্পতিবার সকালে জানিয়েছে, ২৪ ঘণ্টায় গাজায় সুড়ঙ্গ, অস্ত্রাগারসহ ৩০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে সেনাবাহিনী। গাজার খান ইউনুস এবং নুসেইরাত শরণার্থীশিবিরে চালানো পৃথক হামলায় আরও ২০ জন নিহত হয়েছেন। এছাড়া আল-শিফা হাসপাতালের পরিচালককে গ্রেফতার করেছে ইসরাইল। দক্ষিণ গাজার খান ইউনুসের পূর্বে পাঁচটি বাড়িতে ইসরাইলি হামলায় অন্তত ১৫ জন নিহত এবং আরও কয়েকজন নিখোঁজ হয়েছেন। এছাড়া মধ্য গাজার দেইর আল-বালাহে আরও দুটি বাড়ি এবং একটি অ্যাপার্টমেন্টের হামলায় অনেক হতাহতের

খবর পাওয়া গেছে। অন্যদিকে নুসেইরাত শরণার্থীশিবিরে হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এদিকে গাজার আল-শিফা হাসপাতালের পরিচালককে গ্রেফতার করেছে ইসরাইল। হাসপাতালের একজন ডাক্তার এএফপিকে বলেছেন, এর পরিচালকসহ আরও কয়েকজন চিকিৎসা কর্মীকে ইসরাইলি বাহিনী গ্রেফতার করেছে। এদিকে গাজাকে শিশুদের জন্য বিশ্বের সবচেয়ে বিপজ্জনক জায়গা বলে উল্লেখ করেছে ইউনিসেফ। এদিকে যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, যুদ্ধবিরতি কখন থেকে শুরু হবে ‘কয়েক ঘণ্টার মধ্যে’ তারা জানাবে। সিএনএন জানিয়েছে, শুক্রবার সকাল থেকে যুদ্ধবিরতি শুরুর সম্ভাবনা রয়েছে। এর আগে বৃহস্পতিবার থেকে যুদ্ধবিরতি শুরু হবে বলে দুই পক্ষ সম্মত হয়েছিল। একই সঙ্গে জিম্মিদের মুক্তি ও ফিলিস্তিনি বন্দিদের মুক্তির প্রক্রিয়াও শুরু হওয়ার কথা ছিল। হামাস ও ইসরাইলের

মধ্যে শুক্রবার থেকে যুদ্ধবিরতি শুরু হলে ৪ দিনের মধ্যে হামাস ৫০ জিম্মিকে মুক্তি দেবে। অপরদিকে ইসরাইল তাদের কারাগার থেকে ১৫০ ফিলিস্তিনিকে মুক্তি দেবে। দুই পক্ষই মূলত নারী ও শিশুদের মুক্তি দেবে। এদিকে ফিলিস্তিনি সরকারের মিডিয়া অফিস জানিয়েছে, অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরাইলি বর্বর হামলায় নিহতের সংখ্যা ইতোমধ্যেই ১৪ হাজার ৫৩২ জনে পৌঁছেছে। নিহত এসব ফিলিস্তিনির মধ্যে শিশুর সংখ্যাই ৬ হাজারের বেশি। এছাড়া নিহতদের মধ্যে চার হাজারেরও বেশি নারী রয়েছেন। ইসরাইলি হামলায় আহত হয়েছেন আরও ৩০ হাজারের বেশি ফিলিস্তিনি।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম বার্ষিকী উদযাপিত আগামী অর্থবছরের বাজেট সংকটেও উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা রিজার্ভে স্পর্শকাতর তথ্য বিক্রি করেন র‌্যাব-এটিইউর দুই কর্মকর্তা বিদেশে ৬ লাখ ৩৫ হাজার কোটি টাকা ঋণের খোঁজ বকেয়া ভূমি উন্নয়ন কর ৪৪৮ কোটি টাকা রণক্ষেত্র এখন জাবালিয়া, ইসরাইল-হামাস তুমুল লড়াই রাজধানীতে দাপটে চলছে ব্যাটারির রিকশা সিলেটে নতুন হোল্ডিং ট্যাক্স বাতিল হচ্ছে না বিএনপির ২০ নেতাকে সতর্ক বার্তা আলোচিত বক্তব্য দেওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী বহিষ্কার প্রাকৃতিক দুর্যোগে ঋণের ১ লাখ কোটি টাকা ক্ষতি হতে পারে: আইএমএফ কাঁকড়া ধরতে গিয়ে অপহরণ হলেন দুই বাংলাদেশি চাকমা অনিবন্ধিত অনলাইন ও ওয়েব পোর্টাল বন্ধের সিদ্ধান্ত বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণি সরকারি কর্মচারীদের বিদ্যুৎ খাত লুটপাটের স্বর্গরাজ্য বগুড়ায় হিমাগার থেকে ফের এক লাখ ডিম উদ্ধার মালয়েশিয়ায় মানবপাচারকারী সিন্ডিকেট শনাক্ত নীরব ঘাতক উচ্চ রক্তচাপ: নিয়মিত পরীক্ষা করাতে হবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন আরও বাড়ল স্বর্ণের দাম