এবার ভাই হত্যার অভিযোগে ট্রান্সকমের সিমিন রহমানের বিরুদ্ধে মামলা – U.S. Bangla News




এবার ভাই হত্যার অভিযোগে ট্রান্সকমের সিমিন রহমানের বিরুদ্ধে মামলা

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ২৩ মার্চ, ২০২৪ | ৫:১৫
এবার ভাইকে হত্যার অভিযো এনে ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন রহমানের বিরুদ্ধে মামলা করেছেন তার ছোট বোন শাযরেহ হক। গতকাল শুক্রবার গুলশান থানায় হত্যা মামলা করেন তিনি। মামলায় আরও ১০ জনকে আসামি করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার রিফাত রহমান শামীম মামলার সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। মামলার অভিযোগে বলা হয়েছে, বড় বোন সিমিন রহমানসহ আসামিরা তার বড় ভাই আরশাদ ওয়ালিউর রহমানকে বিষ প্রয়োগ/শ্বাসরোধ করে হত্যা করেছেন। মামলার অপর আসামিরা হলেন- সিমিন রহমানের ছেলে যারাইফ আয়াত হোসেন, এসকেএফ ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপক ডা. মুরাদ এবং পরিচালক (বিপণন ও বিক্রয়) ডা. মো. মুজাহিদুল ইসলাম, ট্রান্সকম গ্রুপের পরিচালক (অর্থ) কামরুল হাসান,

আইন কর্মকর্তা মো. ফখরুজ্জামান ভুঁইয়া, ব্যবস্থাপক (করপোরেট অ্যাফেয়ার্স) কেএইচ মো. শাহাদত হোসেন, কর্মকর্তা জাহিদ হোসেন ও সেলিনা সুলতানা এবং গ্রুপের কর্মচারী রফিক ও মিরাজুল। গত বছরের ১৬ জুন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান আরশাদ ওয়ালিউর রহমান। এর আগে কোম্পানির সম্পত্তি ও শেয়ার-সংক্রান্ত বিরোধের জের ধরে বড় বোন ও গ্রুপের বর্তমান চেয়ারম্যান মা শাহনাজ রহমানের বিরুদ্ধে মামলা করেন শাযরেহ। তাতে আরও অনেককে আসামি করা হয়। ওই মামলায় বিশ্বাসভঙ্গ, জালিয়াতি ও দলিল জালের মাধ্যমে শাযরেহ ও তার প্রয়াত ভাই আরশাদ ওয়ালিউর রহমানকে ১০ হাজার কোটি টাকা মূল্যের পারিবারিক সম্পত্তির ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার অভিযোগ করা হয়। পুলিশ ব্যুরো অভ ইনভেস্টিগেশন (পিবিআই) এরই মধ্যে মামলার আসামি

ট্রান্সকম গ্রুপের পাঁচ কর্মকর্তাকে গ্রেফতার করেছে। তারা হলেন- প্রতিষ্ঠানের আইন উপদেষ্টা ফখরুজ্জামান ভুইয়া, পরিচালক (করপোরেট ফাইন্যান্স) কামরুল হাসান, পরিচালক (করপোরেট ফাইন্যান্স) আব্দুল্লাহ আল মামুন, ম্যানেজার আবু ইউসুফ মো. সিদ্দিক এবং সহকোম্পানি সেক্রেটারি মোহাম্মদ মোসাদ্দেক।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গরমে ট্রেনের হাইড্রোলিক ব্রেকে আগুন, আতঙ্কে যাত্রীরা পিচ গলে ঝুঁকিতে সড়ক ভারতের লেন্স দিয়ে বাংলাদেশকে দেখে না যুক্তরাষ্ট্র: মার্কিন কর্মকর্তা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের অভিযোগ মিথ্যা: হামাস নিউইয়র্কে বাংলা চলচ্চিত্র উৎসবে উপচে পড়া ভিড় যুক্তরাষ্ট্রকেই বিশ্বের নেতৃত্বে থাকতে হবে ২৬ এপ্রিল শুক্রবার নিউ ইয়র্কসহ যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে মোস্তফা কামাল রাজ পরিচালিত আঙিনায় চাষাবাদের প্রস্তুতি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে আইটিতে ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত এমটিএর বিনামূল্যের বাস পরিসেবা শেষ হচ্ছে চলতি বছরেই ব্যাংকের দুর্দশাগ্রস্ত সম্পদ প্রকাশ করতে হবে রেকর্ড দাবদাহে ওষুধের মান নষ্টের শঙ্কা পঁচাত্তরেও তিনি ‘স্বপ্নচারিণী’ জীবনের শেষ বিসিএসটা দিতে পারলেন না ফাহাদ যুক্তরাষ্ট্র গেলেন বিএনপি নেতা আমির খসরু সরকার নির্ধারিত দাম কাগজে কলমে স্বতন্ত্র এমপিদের তোপের মুখে নৌকার কর্মীরা প্রধানমন্ত্রীর নির্দেশনা ও অনুশাসন উপেক্ষিত জীর্ণ রেল সেতুতে পদে পদে বিপদ কাল খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান আজ সিদ্ধান্ত প্রাথমিকের গরম ভোগাবে আরও ৫ দিন