ইসরাইলে কীভাবে ইরান হামলা করবে, জানাল যুক্তরাষ্ট্র – U.S. Bangla News




ইসরাইলে কীভাবে ইরান হামলা করবে, জানাল যুক্তরাষ্ট্র

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ১৩ এপ্রিল, ২০২৪ | ৫:০২
সিরিয়ার রাজধানী দামেস্কে নিজেদের দূতাবাসে ইসরাইলি বিমান হামলার প্রতিশোধ নেয়ার প্রত্যয় ঘোষণা করেছে তেহরান। এ নিয়ে মধ্যপ্রাচ্যজুড়ে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি কর্মকর্তারা বলছেন, ইসরাইলে যেকোনো মুহূর্তে হামলা চালানো হতে পারে। এবার মার্কিন কর্মকর্তারা বলছেন, শতাধিক ড্রোন ও কয়েক ডজন মিসাইল বা ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরাইলের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালাতে পারে ইরান এবং এই হামলা হতে পারে শুক্রবারের মধ্যে। খবর সিবিএস নিউজের। প্রতিবেদনে বলা হয়েছে, কর্মকর্তারা জানিয়েছেন, এই ধরনের ব্যাপক আক্রমণ মোকাবিলা করা ইসরাইলের জন্য ‘চ্যালেঞ্জের’ হবে। কর্মকর্তারা আরও জানিয়েছেন, বড় ধরনের সংঘাত এড়াতে ইরান ছোট পরিসরেও আক্রমণ চালাতে পারে। তবে সেই হামলা আসন্ন। আগামী ২৪ থেকে ৪৮

ঘণ্টার মধ্যে ইসরাইলের ভূখণ্ডে প্রতিশোধমূলক হামলা চালাতে পারে ইরান। মার্কিন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার এ তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ইরান সরাসরি নিজেদের ভূমি থেকে ইসরাইলের মাটিতে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। সম্ভবত আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে এই হামলা হতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়, দক্ষিণ অথবা উত্তর ইসরাইলে সম্ভাব্য এই হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। তবে প্রতিবেদনে ইরান সরকারের ঘনিষ্ঠ একটি সূত্রকে উদ্ধৃত করে বলা হয়, তেহরানের পক্ষ থেকে এখনো এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এদিকে ইসরাইলের যেকোনো লক্ষ্যবস্তুতে ইরান হামলা চালাতে পারে- এমন আশঙ্কায় নিজেদের কর্মীদের দেশটিতে ভ্রমণে

নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার ইসরাইলের মার্কিন দূতাবাসের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, হামলার আশঙ্কায় জেরুজালেম, তেল আবিব ও বির শিবা এলাকা থেকে তাদের কর্মীদের বের না হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরাইলি বিমান হামলায় সিরিয়া ও লেবাননে ইরানের সেনাবাহিনীর এলিট ফোর্স আইআরজিসির দুই শীর্ষ কমান্ডারসহ অন্তত ১১ জন কর্মকর্তা নিহত হন। এরপর থেকে ইরানের শীর্ষ সামরিক ও সরকারি কর্মকর্তারা বারবার প্রতিশোধের হুশিয়ারি দিয়ে আসছেন। বুধবার ঈদের খুতবায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ফের হুশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ‘সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেটে হামলা চালানোর জন্য ইহুদিবাদী ইসরাইলকে শাস্তি পেতেই হবে।’
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অনেক ত্যাগ স্বীকার করেছি, আরও করতে হবে: মির্জা ফখরুল সৌদি আরবে ব্যাপক বৃষ্টিপাত, বিভিন্ন স্থানে বন্যা হাসপাতালে খালেদা জিয়া বিদেশে পালানোর সময় শত কোটি টাকা আত্মসাতের হোতা বিমানবন্দরে গ্রেফতার শিশু ধর্ষণের বর্ণনা দিতে চোখের পানি ধরে রাখতে পারেননি র‌্যাব কর্মকর্তা ‘রহস্যঘেরা’ মিল্টন সমাদ্দার আটক বিএনপির কর্মীরা ক্লান্ত, নেতারা হতাশ: ওবায়দুল কাদের যেসব ভয়ংকর অভিযোগ উঠেছে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে ভারতে বিমান যাত্রায় সুখবর, বাদ পড়ল ৭টি চার্জ চাকরির বয়স নিয়ে শিক্ষামন্ত্রীর চিঠির পর সমাবেশের ডাক দিল ৩৫ প্রত্যাশীরা আরও ৬ দেশে ছড়িয়ে পড়েছে ইসরাইলবিরোধী বিক্ষোভ তাপমাত্রায় ৬৮ বছরের রেকর্ড ভাঙল কলকাতা ‘ভুল চিকিৎসা বলার অধিকার কেউ রাখে না, রাখে একমাত্র বিএমডিসি’ বোমা হামলার হুমকি, দিল্লির ১০০ স্কুলে তুলকালাম! ভারতের নির্বাচনি প্রস্তুতি দেখার আমন্ত্রণ পেল আওয়ামী লীগ আইপিএলে নাচতে নাচতে অতিষ্ঠ চিয়ারলিডাররা চীন থেকে থ্রেডস ও হোয়াটসঅ্যাপ সরাল অ্যাপল সোনার দাম সাত ধাপে কত কমল? নারী স্বাধীনতার পক্ষে প্রচার, সৌদিতে তরুণীর ১১ বছরের কারাদণ্ড ব্যাংক খাতে ক্রমবর্ধমান ঝুঁকি