ইসরাইলের আগ্রাসনের মাত্রা বেড়ে যাওয়ায় যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে: ইরান – U.S. Bangla News




ইসরাইলের আগ্রাসনের মাত্রা বেড়ে যাওয়ায় যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে: ইরান

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ১১ নভেম্বর, ২০২৩ | ৫:০৪
ইসরাইল গাজায় যে মাত্রায় আগ্রাসন চালাচ্ছে, তাতে এই যুদ্ধ ছড়িয়ে পড়াটা অবশ্যম্ভাবী হয়ে উঠছে বলে মনে করছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরআবদুল্লাহিয়ান কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান বিন জসিম আল থানির সঙ্গে টেলিফোন কথোপকথনে এ অভিমত দিয়েছেন। শুক্রবার ইরানের প্রেস টিভির এক খবরে এ কথা বলা হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, গাজার বেসামরিক বাসিন্দাদের বিরুদ্ধে যুদ্ধের তীব্রতা যে মাত্রায় বাড়ানো হয়েছে, তাতে যুদ্ধ বিস্তৃত হওয়ার সুযোগ অনিবার্য হয়ে উঠেছে। এ যুদ্ধের ‘অনিবার্য বিস্তৃতি’ বলতে তিনি আসলে কী বুঝিয়েছেন, তা স্পষ্ট নয়। আগের দিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে আমিরআবদুল্লাহিয়ান বলেন, গাজার নারী ও শিশুদের ওপর গণহত্যা চালিয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন

নেতানিয়াহু ইহুদি রাষ্ট্রটির অপরাধী, সহিংস ও আগ্রাসী চেহারা তুলে ধরছেন। ইরান সমর্থিত গাজার শাসকগোষ্ঠী হামাস গত ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালিয়ে ১ হাজার ৪০০ শতাধিক মানুষকে হত্যা করে। এর পাল্টা জবাবে ওই দিনই গাজায় নির্বিচার বোমা হামলা শুরু করে ইসরাইল। এর পর থেকে ওই অঞ্চলে উত্তেজনা বাড়ছে। হামাসের মিত্র লেবাননভিত্তিক সশস্ত্র গ্রুপ হিজবুল্লাহ এরই মধ্যে কয়েক দফায় ইসরাইলের সীমান্তবর্তী এলাকায় হামলা চালিয়েছে। পাল্টায় লেবাননে হিজবুল্লাহর অবস্থানেও হামলা চালায় ইসরাইলি বাহিনী। লেবাননের নিরাপত্তা কর্মকর্তাদের দেওয়া তথ্যমতে, ইসরাইলের হামলায় হিজবুল্লাহর ৬০ জনের বেশি যোদ্ধা এবং ১০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এদিকে ইসরাইল–ফিলিস্তিনের এ সংঘাত শুরু হওয়ার পর ইরাক ও সিরিয়ায় ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর ওপর

অন্তত ৪০ বার হামলা চালিয়েছেন যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর সেনারা। অপরদিকে এসব দেশে মার্কিন অবস্থানে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর হামলায় ৪৫ মার্কিন সেনা আহত হয়েছেন। ইরান সমর্থিত ইয়েমেনের হুথিরাও ৭ অক্টোবর থেকে বেশ কয়েক দফায় ইসরাইলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। সেগুলো হয় ভূপাতিত করা হয়েছে অথবা লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই তা শেষ হয়েছে। মধ্যপ্রাচ্যে প্রতিপক্ষকে বিশেষত ইরানকে শক্তি দেখানোর তৎপরতার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র গত সপ্তাহে এ অঞ্চলে পারমাণবিক অস্ত্রবাহী সাবমেরিন মোতায়েনের ঘোষণা দিয়েছে।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউইয়র্কে ফোক সম্রাজ্ঞী মমতাজের শুভ জন্মদিন উদযাপন ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর আন্তর্জাতিক চাহিদার প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম প্রণয়নের আহ্বান রাষ্ট্রপতির অভিবাসন সংক্রান্ত অপতথ্য রোধে বাংলাদেশ-ইতালি একসঙ্গে কাজ করবে : তথ্য প্রতিমন্ত্রী মন্ত্রী-এমপি’র স্বজনদের স্থানীয় সরকার নির্বাচনে বিরত রাখা নীতিগত সিদ্ধান্ত : ওবায়দুল কাদের বুধবার ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্র সচিব তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার দাবিতে ১৫০ চিকিৎসকের যৌথ বিবৃতি নিম্ন মাধ্যমিক পর্যন্ত মৌলিক ন্যূনতম শিক্ষা অধিকার নিশ্চিত করা হবে অবৈধ কারেন্ট জালসহ নিষিদ্ধ অন্যান্য জাল ব্যবহার করতে দেয়া হবে না: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী রাশিয়ান রকেট হামলায় দোনেৎস্ক অঞ্চলে ২ জন নিহত বিশাল অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে চক্র মূল্যস্ফীতি ও ঋণঝুঁকিই অর্থনীতির বড় সমস্যা ব্রাজিলের বন্যায় মৃত্যু বেড়ে ৫৭ বিএমডিএর পিডির কলার ধরার পর ঠিকাদারদের সঙ্গেই আপস সারা দেশে কালবৈশাখীর আভাস, সতর্কতা জারি ইসরাইলবিরোধী বিক্ষোভে নেমেছে আয়ারল্যান্ড ও সুইজারল্যান্ডের শিক্ষার্থীরা বিদ্রোহীদের দখলে জান্তার গুরুত্বপূর্ণ ঘাঁটি মৃত ব্যক্তি ও শিশুদের ভোট দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকারমন্ত্রী অস্ট্রেলিয়ায় পুলিশের গুলিতে নিহত কিশোর যুক্তরাষ্ট্রে ইসরাইলবিরোধী বিক্ষোভ, বাইডেনের কী ক্ষতি?