অর্থ পাচার, খেলাপি ঋণ, রিজার্ভ সংকট কড়া সমালোচনার মুখে ছিল ক্ষমতাসীনরা – U.S. Bangla News




অর্থ পাচার, খেলাপি ঋণ, রিজার্ভ সংকট কড়া সমালোচনার মুখে ছিল ক্ষমতাসীনরা

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ২১ অক্টোবর, ২০২৩ | ৯:৩৯
পাঁচ বছর পূর্ণ হতে যাওয়া একাদশ জাতীয় সংসদের বিগত ২৪টি অধিবেশনে নানা ইস্যুতে কমবেশি সরব ছিলেন বিরোধীদলীয় সংসদ-সদস্যরা। এমনকি ক্ষমতাসীন আওয়ামী লীগের শরিক দুই দল-বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি এবং জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সংসদ-সদস্যরাও কোনো কোনো বিষয়ে সরকারি দলকে ছাড় দিয়ে কথা বলেননি। যেসব ইস্যুতে সংসদ বেশ উত্তপ্ত ছিল, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে-বিদেশে অর্থ পাচার, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি, শেয়ার কেলেংকারি, খেলাপি ঋণ বেড়ে যাওয়া, রিজার্ভ সংকট, ব্যাংক ও আর্থিক খাতে চরম অব্যবস্থাপনা এবং নিত্যপণ্যের দামের অস্বাভাবিক ঊর্ধ্বগতি। এসব ইস্যুতে সমালোচনার কেন্দ্রে ছিলেন সরকারের পাঁচ মন্ত্রী। চলতি সংসদে এ পর্যন্ত ২৬২ কার্যদিবসে ১৪০টি আইন পাশ হয়েছে। আর পাশের অপেক্ষায় আছে ২২টি বিল। বিভিন্ন

ইস্যুতে প্রত্যাশা অনুযায়ী ভূমিকা রাখতে পারেনি সংসদীয় স্থায়ী কমিটিগুলো। তবে সংসদ- সদস্যরা একে অপরকে ব্যক্তিগত আক্রমণ, কুরুচিপূর্ণ ভাষার ব্যবহার এবং অধিবেশন বর্জন করেননি। যা আগের অনেক সংসদে দেখা গেছে। তবে চার বছরের মাথায় সরকারবিরোধী আন্দোলনের অংশ হিসাবে বিএনপিদলীয় সংসদ-সদস্যরা গত বছর ১১ ডিসেম্বর পদত্যাগ করেন। এছাড়া সর্বত্র আমলাতন্ত্রের সীমাহীন দাপট, গ্যাস, পানি, বিদ্যুতের দফায় দফায় দাম বাড়ানো, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, প্রশাসনসহ সরকারি, আধা-সরকারি এবং সাংবিধানিক বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণ ও স্বজনপ্রীতি ইস্যুতে এই সময়ে সংসদে সোচ্চার ছিলেন বিরোধী দলের সংসদ-সদস্যরা। পাশাপাশি বিরোধী দলের নেতা-কর্মীদের সভা-সমাবেশে বাধা দেওয়া, তাদের ওপর হামলা, মামলা, দমন-পীড়ন, সরকারি দলের নেতা-কর্মীদের টেন্ডারবাজি, লুটপাট, সরকারের বিভিন্ন মেগা প্রকল্প

বাস্তবায়নে অনিয়ম এবং দুর্নীতি, সড়ক দুর্ঘটনাসহ পরিবহণ খাতে বিশৃঙ্খলাসহ নানা ইস্যুতেও ক্ষমতাসীনরা বিরোধীদের তোপের মুখে ছিল। উল্লিখিত সব ঘটনার মধ্য দিয়েই আগামী ২২ অক্টোবর বিকেল ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এই সংসদের ২৫তম ও শেষ অধিবেশন বসবে। এদিন বেলা ৩টায় অনুষ্ঠিত হবে কার্যউপদেষ্টা কমিটির বৈঠক। সেখানে অধিবেশন কতদিন চলবে তা ঠিক হবে। ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা এবং বিরোধীদলীয় নেতা রওশন এরশাদসহ অন্য সদস্যদের উপস্থিত থাকার কথা রয়েছে। আর এই সংসদের মেয়াদ পূর্ণ হবে আগামী ২৯ জানুয়ারি। বিরোধীদলীয় সংসদ-সদস্যদের মূল সমালোচনার মুখে যে পাঁচ মন্ত্রী ছিলেন, তাদের মধ্যে আর্থিক খাতে চরম

স্থাপনার দায়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, করোনা মহামারী মোকাবেলাসহ নিজের মন্ত্রণালয়ের বিভিন্ন ব্যর্থতা সামাল দিতে না পারায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি ঠেকাতে না পারার কারণে খাদ্যমন্ত্রী সাধান চন্দ্র মজুমদার এবং সিন্ডিকেট ভাঙতে না পারার অভিযোগে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আর শিক্ষা খাতে নানান অসঙ্গতি এবং চাহিদা অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত না করা নিয়েও বিরোধীদের সমালোচনার কেন্দ্রে ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শুধু বিরোধী দলের সংসদ-সদস্যরাই নন, অনেক মন্ত্রী-প্রতিমন্ত্রীর বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ডের সমালোচনায় খোদ সরকারি দলের সদস্যরাও নানা সময়ে মুখর ছিলেন। সরকারি দলের অনেক সদস্যকেও নানা ইস্যুতে বিরোধীদলীয় সংসদ-সদস্যদের সঙ্গে সুর মিলিয়ে কথা বলতে দেখা গেছে এবারের সংসদে। একাদশ

জাতীয় সংসদ সম্পর্কে মূল্যায়ন করতে গিয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, সংসদ বর্জনের সংস্কৃতি থেকে বেরিয়ে সব আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে একাদশ জাতীয় সংসদ। জাতীয় গুরুত্বপূর্ণ এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে সংসদে আলোচনা হয়েছে, যে কারণে বর্তমান সংসদ সব সময় ছিল প্রাণবন্ত। প্রসঙ্গত, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ৩ জানুয়ারি শপথ নেন নির্বাচিত সদস্যরা। ২৫৯টি আসনে জয়ী হয়ে রেকর্ড সৃষ্টি করে আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা টানা তৃতীয়বারের মতো সংসদ নেতা নির্বাচিত হন। একই সঙ্গে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর পদেও অধিষ্ঠিত হন তিনি। গত নির্বাচনে বিশিষ্ট আইনজীবী ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন

জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে মাঠের প্রধান বিরোধী দল বিএনপি অংশ নিয়ে মাত্র ছয়টি আসন পায়। প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের রাজনৈতিক দল জাতীয় পার্টি ২২টি আসন পেয়ে টানা দ্বিতীয়বারের মতো প্রধান বিরোধী দলের আসনে বসে। এর বাইরে আওয়ামী লীগের সঙ্গে জোটগতভাবে নির্বাচনে অংশ নিয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি তিনটি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ দুটি, বিকল্পধারা বাংলাদেশ দুটি, গণফোরাম দুটি (এর মধ্যে ধানের শীষ প্রতীক নিয়ে সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ এবং গণফোরামের নিজস্ব দলীয় প্রতীক উদীয়মান সূর্য নিয়ে মোকাব্বির খান নির্বাচিত হয়েছেন), বাংলাদেশ তরিকত ফেডারেশন একটি এবং জাতীয় পার্টি-জেপি একটি আসনে জয়ী হয়। এর বাইরে তিনজন স্বতন্ত্রভাবে সংসদ-সদস্য হিসাবে নির্বাচিত হন। যদিও নির্বাচিত

হওয়ার চার বছরের মাথায় এসে সরকারবিরোধী আন্দোলনের অংশ হিসাবে গত বছর ১১ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেন বিএনপিদলীয় সংসদ-সদস্যরা। পরে এসব আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভয়াবহ বিপর্যয়ের পর শপথ না নেওয়ার ঘোষণা দিয়েছিলেন বিএনপিসহ জাতীয় ঐক্যফ্রন্টের সংসদ-সদস্যরা। কিন্তু নানা নাটকীয়তার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাদে বাকিরা শপথগ্রহণ নেন এবং একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে যোগদান করেন। আর এতেই পাল্টে যায় সংসদ অধিবেশনের চিত্র। বিএনপি সংসদে ফেরার পাশাপাশি প্রধান বিরোধী দল জাতীয় পার্টি সরকারের ভেতর থেকে বেরিয়ে প্রকৃত বিরোধী দলের ভূমিকায় ফেরার কারণে জাতীয় বিভিন্ন ইস্যুতে আলোচনায় প্রাণবন্ত ছিল সংসদ অধিবেশন। করোনা পরিস্থিতির কারণে অধিবেশন সংক্ষিপ্ত

হলেও পদত্যাগের আগমুহূর্ত পর্যন্ত সংসদে সরব ছিলেন বিএনপিদলীয় সংসদ-সদস্যরা। জানতে চাইলে এ প্রসঙ্গে সরকারদলীয় হুইপ ইকবালুর রহীম বলেন, একাদশ জাতীয় সংসদ নানা কারণেই গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। এই সময়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ জাতীয় সংসদ আন্তর্জাতিক পর্যায়ে নেতৃত্ব দিয়েছে। সংসদ ছিল সবসময় কার্যকর ও প্রাণবন্ত। রাজনীতি, আলোচনা, সমালোচনা- সবকিছুর কেন্দ্রবিন্দু ছিল সংসদ। বিরোধীদলীয় সংসদ-সদস্যরা প্রাণ খুলে কথা বলেছেন। সরকারের সমালোচনা করেছেন। আবার সরকারের সফলতার কথাও বলেছেন। জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা বলেন, জাতীয় পার্টিসহ বিরোধীদলীয় সংসদ-সদস্যরা সরকারের ভুলত্রুটি ধরিয়ে দিতে সবসময় সরব এবং সোচ্চার ছিল। সংখ্যায় কম হলেও বিরোধীদলীয় সদস্যদের সংসদীয় কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ থাকায় সংসদ

ছিল সবকিছুর কেন্দ্রবিন্দু। এ প্রসঙ্গে বিএনপির পদত্যাগি সংসদ-সদস্য ও দলীটর যুগ্ম মহাসচিব মো. হারুনুর রশীদ বলেন, একাদশ সংসদ মূলত একদলীয় সংসদ ছিল। এখানে বিরোধী দল বলে কিছু ছিল না। যারা বিরোধী দল বলে দাবি করে, তারা মূলত সরকারি দলেরই অংশ। আমরা অর্থাৎ বিএনপির কয়েকজন সংসদ-সদস্য ছিলাম প্রকৃত বিরোধী দল। মানুষের নানা সমস্যা নিয়ে আমরা সংসদে কথা বলার চেষ্টা করেছিলাম। কিন্তু আমাদের কথা বলার সুযোগ দেওয়া হয়নি। তাই এ পর্যায়ে দলের সিদ্ধান্তে পদত্যাগ করে চলে এসেছি। সংবিধানে বলা আছে, একটি অধিবেশন শেষ হওয়ার দিন এবং পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে ৬০ দিনের বেশি বিরতি দেওয়া যাবে না। তবে সংসদের মেয়াদ পূর্তির আগের ৯০ দিনের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। সেই হিসাবে আগামী নভেম্বরের প্রথম দিন থেকে শুরু হয়ে যাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গণনা। বর্তমান সংসদের প্রথম অধিবেশন বসেছিল ২০১৯ সালের ৩০ জানুয়ারি। সে অনুযায়ী এই সংসদের মেয়াদ শেষ হবে ২০২৪ সালের ২৯ জানুয়ারি। এর আগে আগামী ২২ অক্টোবর বসতে যাচ্ছে একাদশ জাতীয় সংসদের ২৫তম এবং শেষ অধিবেশন। সংসদ সচিবালয় থেকে পাওয়া তথ্যে দেখা গেছে, বিগত ২৪টি অধিবেশনের মোট কার্যদিবস ছিল ২৬২ দিন। এই সময়ের মধ্যে ১৪০টি বিল আইন আকারে পাশ হয়েছে। পাশের অপেক্ষায় আছে আরও ২২টি বিল। এই সময়ের মধ্যে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া, ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামসহ ৩০ জন সংসদ-সদস্য মৃত্যুবরণ করেন। সংসদ-সদস্যদের মধ্যে ছয়জন মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে প্রাণ হারান। এত মৃত্যুর মতো দুঃখজনক ঘটনা অতীতের কোনো সংসদের বেলায় ঘটেনি। সংসদ-সদস্যদের মৃত্যুজনিত কারণে উপনির্বাচনের বেলায়ও রেকর্ড করেছে একাদশ জাতীয় সংসদ। বিনাপ্রতিদ্বন্দ্বিতায় উপনির্বাচনে জয়ী হয়ে সংসদ-সদস্য হওয়ার ঘটনাও একাদশ জাতীয় সংসদে বেশি ঘটেছে। একাদশ সংসদে ক্ষমতাসীন দলের একজন সদস্য কুয়েতের জেলে আটক থাকায় সদস্য পদ হারান। কুয়েতের আদালতে শহীদ ইসলাম পাপুলের সাজা হওয়ায় লক্ষ্মীপুর-২ আসনটি শূন্য হয়। কুয়েতের ফৌজদারি আদালত ২০২১ সালের ২৮ জানুয়ারি তাকে নৈতিক স্খলনজনিত ফৌজদারি অপরাধে চার বছর সশ্রম কারাদণ্ড দেন। ফলে সংসদ-সদস্য থাকার পরিপন্থি কাজ করায় ওই আসনেও উপনির্বাচন হয়। সরকারদলীয় আরেকজন সদস্য অসুস্থতাজনিত ছুটি নিয়ে তিন বছরেরও বেশি সময় ধরে আছেন সুইজারল্যান্ডে। অসুস্থতার কারণে দেশে বিদেশে চিকিৎসাধীন থাকায় বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদও মাঝে বেশ কিছু দিন সংসদ অধিবেশনে অনুপস্থিত ছিলেন। খোঁজ নিয়ে জানা গেছে, একক সংখ্যাগরিষ্ঠতা সত্ত্বেও ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সংসদ-সদস্যরা সংসদ অধিবেশনে ছিলেন অনিয়মিত। এ ক্ষেত্রে সংরক্ষিত নারী আসনের সংসদ-সদস্যরা ছিলেন নিয়মিত। কোরাম রক্ষায় এবং সংসদীয় কর্মকাণ্ডে তারাই ছিলেন সবসময় এগিয়ে। সংখ্যায় কম হলেও বিরোধীদলীয় সংসদ-সদস্যদের অধিবেশন কক্ষে সরব উপস্থিতি এবং আইন প্রণয়নসহ বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ পুরোটা সময়জুড়ে সংসদকে প্রাণবন্ত রেখেছে। তবে সে ক্ষেত্রে আশানুরূপ দক্ষতা এবং সফলতা দেখাতে পারেনি বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিগুলোর কার্যক্রম। অনেকটা দায়সারা কাজ করেই সময় কেটেছে তাদের। একাদশ জাতীয় সংসদের প্রথম চার বছর জানুয়ারিতে সংবিধান অনুযায়ী জানুয়ারির প্রথম অধিবেশনে ভাষণ দেন সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ বছর দিয়েছেন বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। করোনার প্রভাবে পাঁচ অধিবেশন ছিল সংক্ষিপ্ত : করোনা মহামারির ছাপ ছিল একাদশ জাতীয় সংসদের পাঁচটি অধিবেশনে। ২০২০ সালে বিশ্বব্যাপী করোনা মহামারি আকারে ছড়িয়ে পড়লে সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষায় সীমিত পরিসরে সংক্ষিপ্ত অধিবেশন আয়োজন করা হয়। সেই ধারাবাহিকতা ছিল ২০২১ সালেও। সীমিত সংখ্যক সংসদ-সদস্য করোনা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অংশ নিয়েছেন অধিবেশনে। করোনাভাইরাস পরিস্থিতির কারণে কার্যউপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়নি। সাধারণত কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ঠিক করা হয়। করোনা মহামারির মধ্যেই ২০২০-২১ এবং ২০২১-২০২২ অর্থবছরের বাজেট পাশ হয়। মহামারির মধ্যে অনুষ্ঠিত অধিবেশনগুলো স্বাস্থ্যবিধি মেনে চলে। এ ক্ষেত্রে কোভিড-১৯ নেগেটিভ সনদ থাকা সংসদ-সদস্যরাই অধিবেশনে যোগ দিয়েছেন। প্রতিদিন ১০০ থেকে ১২০ জন সংসদ-সদস্যের উপস্থিতিতে বসে সংসদ অধিবেশন। এই সময়ের মধ্যে ইউনেস্কো কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি আন্তর্জাতিক পুরস্কার ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ফর দ্য ক্রিয়েটিভ ইকোনমিকস’ প্রবর্তন করায় সংস্থাটিকে ধন্যবাদ জানিয়ে কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধিতে সাধারণ আলোচনা হয়। এটি জাতীয় সংসদে সর্বসম্মতভাবে গ্রহণ করা হয়। প্রস্তাবটি এনেছিলেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে একটি বিশেষ আলোচনার আয়োজন করা হয় করোনামহামারির সময়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং জাতীয় সংসদের পঞ্চাশ বছর উপলক্ষ্যে আলাদা আলাদা দুটি বিশেষ অধিবেশন বসে করোনা মহামারির মধ্যেই। অধিবেশনে শুরুতে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বক্তৃতা করেন। একাদশ জাতীয় সংসদের ২২তম অধিবেশন এবং জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বিশেষ অধিবেশন বসে এ বছরের ৭ এপ্রিল। এদিন পঞ্চাশ বছর পূর্ণ করে বাংলাদেশ জাতীয় সংসদ। স্বাধীনতার পর ১৯৭৩ সালের ৭ এপ্রিল বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল ঢাকার তেজগাঁওস্থ তৎকালীন জাতীয় সংসদ ভবনে। বিশেষ অধিবেশনে বাংলাদেশ জাতীয় সংসদের যাত্রা থেকে শুরু করে এ পর্যন্ত ঐতিহাসিক বিভিন্ন অর্জন তুলে ধরা হয়। তৎকালীন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ উদ্বোধনী ভাষণ দেন। এর আগে ২০২০ সালের ৮ নভেম্বর মুজিববর্ষ উপলক্ষ্যে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন সন্ধ্যা ৬টায় শুরু হয়। তৎকালীন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এই অধিবেশনেও স্বাগত বক্তব্য রাখেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ এ অধিবেশন ওই বছরের মার্চ মাসে হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের প্রভাবে তখন তা স্থগিত করা হয়। পরে নভেম্বরে এ অধিবেশ হয়। অধিবেশনের মূল উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধুর কর্মময় জীবনের ওপর বিশেষ আলোচনা।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম বার্ষিকী উদযাপিত আগামী অর্থবছরের বাজেট সংকটেও উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা রিজার্ভে স্পর্শকাতর তথ্য বিক্রি করেন র‌্যাব-এটিইউর দুই কর্মকর্তা বিদেশে ৬ লাখ ৩৫ হাজার কোটি টাকা ঋণের খোঁজ বকেয়া ভূমি উন্নয়ন কর ৪৪৮ কোটি টাকা রণক্ষেত্র এখন জাবালিয়া, ইসরাইল-হামাস তুমুল লড়াই রাজধানীতে দাপটে চলছে ব্যাটারির রিকশা সিলেটে নতুন হোল্ডিং ট্যাক্স বাতিল হচ্ছে না বিএনপির ২০ নেতাকে সতর্ক বার্তা আলোচিত বক্তব্য দেওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী বহিষ্কার প্রাকৃতিক দুর্যোগে ঋণের ১ লাখ কোটি টাকা ক্ষতি হতে পারে: আইএমএফ কাঁকড়া ধরতে গিয়ে অপহরণ হলেন দুই বাংলাদেশি চাকমা অনিবন্ধিত অনলাইন ও ওয়েব পোর্টাল বন্ধের সিদ্ধান্ত বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণি সরকারি কর্মচারীদের বিদ্যুৎ খাত লুটপাটের স্বর্গরাজ্য বগুড়ায় হিমাগার থেকে ফের এক লাখ ডিম উদ্ধার মালয়েশিয়ায় মানবপাচারকারী সিন্ডিকেট শনাক্ত নীরব ঘাতক উচ্চ রক্তচাপ: নিয়মিত পরীক্ষা করাতে হবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন আরও বাড়ল স্বর্ণের দাম