অব্যবস্থাপনা ও বিশৃংখলার মধ্য দিয়ে শেষ হলো ‘নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্স‘ – U.S. Bangla News




ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
প্রকাশিতঃ ২ জুলাই, ২০২৩
৬:৩২ পূর্বাহ্ণ

অব্যবস্থাপনা ও বিশৃংখলার মধ্য দিয়ে শেষ হলো ‘নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্স‘

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ২ জুলাই, ২০২৩ | ৬:৩২
চরম অব্যবস্থাপনা ও বিশৃংখলার নজির গড়ে গত দুই জুলাই রবিবার মধ্য রাতে সমাপ্ত হল ৪৩তম ‘নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্স‘ যা ‘বঙ্গ সম্মেলন’ নামে সমধিক পরিচিত। গত ৩০ জুন শুক্রবার জিম হুইলান বোর্ডওয়াক হলে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও শহর থেকে এগারো মাইল দূরে ওশান ভিউ হোটেলে স্বল্পপরিসরে আয়োজিত হয় উদ্বোধনী অনুষ্ঠান। বঙ্গ সম্মেলনের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল সেমিনার, যাত্রাপালা, রবীন্দ্র ও নজরুল সংগীত, আধুনিক গান, নৃত্যানুষ্ঠান, চলচ্চিত্র প্রদর্শনী, ব্যান্ড সংগীত, শিশু-কিশোরদের বিভিন্ন পরিবেশনা সহ হরেক রকমের আয়োজন।বঙ্গ সন্মেলনে অংশগ্রহনকারী বাঙালিরা ঘুরে ঘুরে নিজেদের পছন্দ মতো অনুষ্ঠান উপভোগ করেন।কিন্তু অনুষ্ঠানসূচীর সাথে মিল না থাকায় অনেকেই পছন্দের অনুষ্ঠান উপভোগ করতে না পেরে ক্ষোভ

প্রকাশ করেন। জিম হুইলান বোর্ডওয়াক হল এর বিশাল চত্বর জুড়ে হরেক রকমের পণ্যের পসরা সাজিয়ে বসেছিল দেশের ও প্রবাসের স্বনামধন্য ব্যবসায়ীরা, এসবের মাঝে আপন ঔজ্জল্যে জ্বলজ্বল করছিল খ্যাতনামা বই বিপনী প্রতিষ্ঠান ‘মুক্তধারা’। বাঙালি খাবারের লোভে খাবারের ষ্টলে ছিল ভোজনবিলাসীদের দীর্ঘ লাইন। বঙ্গ সন্মেলনে প্রথম আলো উত্তর আমেরিকা, ঘুংঘুর, বাংলাদেশ একাডেমী অফ ফাইন আর্টস সহ অন্যান্যদের উজ্জ্বল উপস্থিতি ছিল। দুই বাংলার জনপ্রিয় শিল্পী চঞ্চল চৌধুরী ও নির্বাসিত লেখক তসলিমা নাসরিন ছিলেন সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। বঙ্গ সন্মেলনে পদ্মভূষণ অজয় চক্রবর্তী, পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার, পণ্ডিত আনিন্দ চ্যাটার্জি, কবি সুবোধ সরকার, সোনু নিগম, জাভেদ আলী , বাংলা ব্যান্ড ক্যাকটাস, দুলাল লাহিড়ী, সুমিত্রা মিত্র, রাঘব চট্টোপাধ্যায়, মেহের আফরোজ

শাওন, ঋতুপর্ণা সেনগুপ্ত, ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় প্রমুখ ব্যক্তি ও সংগঠন অনুষ্ঠানের বিভিন্ন পর্বে অংশগ্রহন করেন। বঙ্গ সন্মেলনের রেজিস্ট্রেশন, আবাসিক ব্যবস্থাপনা, অনুষ্ঠানসূচী, উপহার সামগ্রী বিতরন সহ সর্বত্রই ছিল চরম অপেশাদারিত্ব। বঙ্গ সন্মেলনে আগতদের পরিবেশিত খাবারের মান নিয়ে অনেকেই অসন্তোষ প্রকাশ করেছেন। একদিনের জন্য মুল মিলনায়তন বাতিল হওয়ায় বহু অনুষ্ঠান বাদ দিতে হয়েছে। আমন্ত্রণ পেয়েও বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান মঞ্চে অনুষ্ঠান করতে পারেননি।বঙ্গ সন্মেলনে পুলিশের হস্তক্ষেপও দেখা গেছে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। এসব অনিয়ম ও অব্যবস্হাপনা দেখে অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেছেন, এমন পেশাদার অনুষ্ঠানে অপেশাদারিত্ব একেবারেই অনভিপ্রেত। আটলান্টিক সিটির জিম হুইলান বোর্ডওয়াক হলে অনুষ্ঠিত এই বঙ্গ সম্মেলনে পদ্মার এপার ওপার দুই বাংলার বাঙালিদের সম্মিলন ঘটেছিল, তবে তা

আশাব্যঞ্জক ছিল না। সন্মেলন শেষে অনেকেই হতাশা প্রকাশ করে বলেন, এবারের বঙ্গ সম্মেলন থেকে যে বিরূপ অভিজ্ঞতা নিয়ে লোকজন ফিরে যাচ্ছে আগামীতে তারা যদি বঙ্গ সম্মেলন থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে অবাক হবার কিছুই থাকবে না।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিনির্দেশ বহির্ভূত ধান-চাল-গম কিনলে কঠোর ব্যবস্থা: খাদ্যমন্ত্রী উড়ন্ত বিমানে হঠাৎ নারী যাত্রীদের হাতাহাতি, যা করলেন পাইলট জেলেনস্কিকে হত্যার ষড়যন্ত্র: ইউক্রেনের দুই কর্নেল গ্রেফতার পাথরের ট্রাকে যাচ্ছিল পাঁচ কোটি টাকার হেরোইন ভরিতে সাড়ে ৪ হাজার টাকা বাড়ল সোনার দাম ১০০ প্রভাবশালীর তালিকায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক শাহজালালের থার্ড টার্মিনাল ৬ মাসের মধ্যে পুরোপুরি চালু হবে: মন্ত্রী সারা দেশে গাছ কাটা নিয়ন্ত্রণে হাইকোর্টের রুল ক্ষমতায় আর বিরোধী দলে থাকবে স্বাধীনতার পক্ষের শক্তি: নানক বিএনপির নয়াপল্টনে সমাবেশ নিয়ে যে সিদ্ধান্ত জানাল ডিএমপি ঘরোয়া যে পদ্ধতিতে খুব সহজেই ঘর ঠান্ডা থাকবে কত টাকা দরে কেনা হবে ধান চাল, জানালেন মন্ত্রী ভোটে কে এলো, কে এলো না এটা নির্বাচন কমিশনের বিষয় না: সিইসি রাশিয়াকে পরমাণু অস্ত্র ব্যবহারের বিষয়ে সতর্ক করল জার্মানি নিজের গোপন কীর্তি ফাঁস করলেন কাজল রাফায় প্রবেশ করেছে ইসরাইলি ট্যাংক যে কারণে বেরোবির সাংবাদিকতা বিভাগের প্রধান হতে চাচ্ছেন না কেউ যুদ্ধবিরতিতে রাজি হামাস, দিয়েছে যেসব শর্তে ‘ডামি ও প্রতারণার’ উপজেলা নির্বাচনে জনগণ ভোটকেন্দ্রে যাবে না: রিজভী ফের রাফায় স্থল অভিযান ইসরাইলের, নেতানিয়াহুকে কঠোর হুশিয়ারি বাইডেনের