হাজার বছরেও ক্ষমতার মুখ দেখবে না আওয়ামী লীগ: ইনু – ইউ এস বাংলা নিউজ




হাজার বছরেও ক্ষমতার মুখ দেখবে না আওয়ামী লীগ: ইনু

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ জানুয়ারি, ২০২৫ | ৫:৪৯ 28 ভিউ
হাজার বছরেও ক্ষমতার মুখ দেখবে না আওয়ামী লীগ। রাস্তায় ফ্যা ফ্যা করে ঘুরবে এমন কথায় হঠাৎ আলোচনার কেন্দ্রবিন্দুতে জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, আওয়ামী লীগ নেতারা আশি পয়সা আর এরশাদ, দিলীপ বড়ুয়া, মেনন ও ইনু মিলে হয় এক টাকা। আমরা যদি না থাকি তাহলে আশি পয়সা নিয়ে রাস্তায় ফ্যা ফ্যা করে ঘুরবেন। ইনুর এমন মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনার সৃষ্টি করেছে। কিন্তু কাকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করলেন তিনি? কার ওপর ক্ষোভ প্রকাশ করে এসব কথা বলেছেন তিনি। সাবেক এই মন্ত্রীর পুরনো এক বক্তব্য সম্প্রতি সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে উঠেছে। জানা গেছে,২০১৭ সালে কুষ্টিয়ার মিরপুরে দলীয়

জনসভায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে করে, এমন উত্তেজনাপূর্ণ বক্তব্য দেন হাসানুল হক ইনু। সে সময় তিনি বলেন, এক হাজার বছরেও ক্ষমতার মুখ দেখবেন না আওয়ামী লীগ। তিনি আরো বলেন, তিনি দেশের স্বার্থে খালেদা জিয়াকে বর্জন করেছেন। সে সময় আওয়ামী লীগের কারো নাম উল্লেখ না করে তিনি বলেছিলেন, আমি জাসদ করি, কিন্তু দলবাজি করি না। পায়ে পা লাগিয়ে ঝগড়া করি না। মারামারি চাই না, চাই শান্তি। তাই বলে জাসদের এটাকে দুর্বলতা ভাববেন না। তিনি বলেন, জাসদের শক্তি আছে, লাঠি আছে। আমরা যদি মনে করি জাসদের লাঠি যে রাস্তায় যাবে সে রাস্তায় আর কেউ থাকবে না। তৎকালীন সময়ে ইনুকে কটাক্ষ করে ঢাল নেই,

তলোয়ার নেই নিধিরাম সর্দার বলে আখ্যা দিয়েছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শ্বাসরুদ্ধকর ফাইনাল জিতে বিপিএল শিরোপা ধরে রাখল বরিশাল বাড়ির বাগানেই ছিল ১০২টি বিষধর সাপ! সত্য বলার সাহসিকতাই সাংবাদিকতার মূলমন্ত্র: কাদের গনি চৌধুরী এক ওভারে তামিম-ম্যালানকে বিদায় করে শরিফুলের চমক বাস-অটোরিকশার সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৩ রমজানে বাড়ছে না নিত্যপণ্যের দাম কৃত্রিম সংকটে বাজারে মিলছে না সয়াবিন তেল, ক্ষুব্ধ ভোক্তা অভিনেত্রী শাওন ও সাবাকে ছেড়ে দিয়েছে ডিবি কেজরিওয়ালের বাড়িতে ভারতের এসিবির হানা গোমায় ১৫০ বন্দিকে গণধর্ষণের পর পুড়িয়ে হত্যা ১০ যাত্রীসহ নিখোঁজ, কী ঘটেছে মার্কিন বিমানটির ভাগ্যে? মালয়েশিয়ায় ইন্দোনেশিয়াকে টপকে শীর্ষে বাংলাদেশ শাহবাগে পুলিশের বাধার মুখে সরকারি কর্মচারীরা, ছত্রভঙ্গে জলকামান গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা ‘নিখোঁজ’ ‘আমরা যা পাই সবাই মিলেমিশে খাই’, পল্লীবিদ্যুতের কর্মকর্তাকে মিস্ত্রি ট্রাম্পের অর্থসহায়তা স্থগিত, সংকটে ৬,২০০ সাংবাদিক ও ৭০৭ সংবাদমাধ্যম ভারতে মাঠে নামছেন সাকিব ভারতে কুম্ভমেলায় ফের আগুন সৌদিতে অনেক খালি জায়গা, সেখানে ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করুন: নেতানিয়াহু এবার ১০ আরোহী নিয়ে মার্কিন বিমান উধাও