মেয়র আইভীকে নিয়ে যা বললেন আলাল

মেয়র আইভীকে নিয়ে যা বললেন আলাল

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ২৬ জানুয়ারি, ২০২৩ | ১০:৪৭
বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, আওয়ামী লীগের বিশৃঙ্খলা সম্পর্কে আমরা আর কিছু বলতে চাই না। নারায়ণগঞ্জের মেয়র আইভী যা বলেন- আমরা সেটাকেই সম্মান জানাই। তার সম্মান রক্ষার্থে আমরা আর নিজেদের থেকে কিছু বলতে চাই না। বুধবার বিকালে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে গণতন্ত্র হত্যা দিবসের ব্যানারে ১০ দফা দাবিতে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আলাল এসব কথা বলেন। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ দলের কারাবন্দি নেতাকর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবিতে জেলা ও মহানগর বিএনপির পক্ষ থেকে এ সমাবেশের আয়োজন করা হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীকে ইঙ্গিত করে মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, অনেক লম্বা লম্বা কথা বলেন। আপনি বিএনপিকে নসিহত করেন, আরে আপনার দলের লোকেরাইতো আপনার কথা শুনেন না। আপনি মঞ্চে দাঁড়িয়ে চিৎকার করেন, মাঝে মাঝে রাগ হয়ে নেমেও পড়েন। আপনি আগে নিজের দলের লোকেদের নসিহত করেন, আপনাদের দিন শেষ হয়ে গেছে। ইভিএম প্রসঙ্গে তিনি বলেন, বিএনপিসহ দেশের বেশ কয়েকটি দল ইভিএমের বিষয়ে আপত্তি জানালে তারা বাধ্য হয়ে ইভিএম বন্ধ করেছে। এই সরকার ইভিএম বন্ধের দাবি মানতে বাধ্য হয়েছে, তবে তারা তাদের পরাজয় মানেনি। এখন তারা বলছে অর্থনৈতিক কারণে পারে নাই। কিন্তু আপনাদের এই কথা মানুষ মানে না। অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য পারেন নাই। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক মুহাম্মদ গিয়াস উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান, মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু ও আব্দুল মান্নানসহ জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২ হাজার টাকা কর দিতে সমস্যা কোথায়, প্রশ্ন এফবিসিসিআই’র শপথ নিলেন এরদোগান জ্বর হলেই ‘এনএস-১’ পরীক্ষার পরামর্শ পায়রা তাপবিদ্যু কেন্দ্র বন্ধে যেসব এলাকায় বাড়বে লোডশেডিং অন্যদিকে দৌড়ে লাভ নেই, সময় শেষ: সরকারকে ফখরুল আমেরিকা যাওয়ার প্রয়োজন নেই, আরও অনেক মহাদেশ আছে: প্রধানমন্ত্রী ‘শেহবাগের মাথার চুলের চেয়ে আমার বেশি টাকা আছে’ কমিউনিটি ক্লিনিকে দেওয়া হবে ডায়াবেটিস উচ্চ রক্তচাপের ওষুধ ২ হাজার টাকা কর আয়করের মূলনীতির পরিপন্থি: এমসিসিআই ভারতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার কারণ জানাল রেল কর্তৃপক্ষ কবি নজরুল কলেজ ছাত্রলীগ সভাপতির আত্মহত্যা লোডশেডিংয়ের বিষয়ে যে বার্তা দিলেন প্রতিমন্ত্রী এক দিনে বছরের সর্বোচ্চ ডেঙ্গি রোগী হাসপাতালে ভর্তি আন্দোলন তীব্র গতিতে চূড়ান্ত পরিণতির দিকে যাচ্ছে: মির্জা ফখরুল যুদ্ধ শেষ না হলে ন্যাটোর সদস্যপদ পাওয়া ‘অসম্ভব’ : জেলেনস্কি চীনে গোপন সফরে সিআইএ প্রধান ইউক্রেন পাল্টা আক্রমণের জন্য প্রস্তুত: জেলেনস্কি মোহাম্মদপুরে ফের সক্রিয় ১৩ কিশোর গ্যাং মেগা প্রকল্পে আশা থাকলেও বাস্তব চিত্র ভিন্ন যেসব সংসদীয় আসনের সীমানায় পরিবর্তন আনা হয়েছে, তালিকা