মেয়র আইভীকে নিয়ে যা বললেন আলাল

২৬ জানুয়ারি, ২০২৩ | ১০:৪৭ পূর্বাহ্ণ
অনলাইন নিউজ ডেস্ক , ইউ এস বাংলা ২৪

বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, আওয়ামী লীগের বিশৃঙ্খলা সম্পর্কে আমরা আর কিছু বলতে চাই না। নারায়ণগঞ্জের মেয়র আইভী যা বলেন- আমরা সেটাকেই সম্মান জানাই। তার সম্মান রক্ষার্থে আমরা আর নিজেদের থেকে কিছু বলতে চাই না। বুধবার বিকালে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে গণতন্ত্র হত্যা দিবসের ব্যানারে ১০ দফা দাবিতে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আলাল এসব কথা বলেন। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ দলের কারাবন্দি নেতাকর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবিতে জেলা ও মহানগর বিএনপির পক্ষ থেকে এ সমাবেশের আয়োজন করা হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীকে ইঙ্গিত করে মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, অনেক লম্বা লম্বা কথা বলেন। আপনি বিএনপিকে নসিহত করেন, আরে আপনার দলের লোকেরাইতো আপনার কথা শুনেন না। আপনি মঞ্চে দাঁড়িয়ে চিৎকার করেন, মাঝে মাঝে রাগ হয়ে নেমেও পড়েন। আপনি আগে নিজের দলের লোকেদের নসিহত করেন, আপনাদের দিন শেষ হয়ে গেছে। ইভিএম প্রসঙ্গে তিনি বলেন, বিএনপিসহ দেশের বেশ কয়েকটি দল ইভিএমের বিষয়ে আপত্তি জানালে তারা বাধ্য হয়ে ইভিএম বন্ধ করেছে। এই সরকার ইভিএম বন্ধের দাবি মানতে বাধ্য হয়েছে, তবে তারা তাদের পরাজয় মানেনি। এখন তারা বলছে অর্থনৈতিক কারণে পারে নাই। কিন্তু আপনাদের এই কথা মানুষ মানে না। অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য পারেন নাই। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক মুহাম্মদ গিয়াস উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান, মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু ও আব্দুল মান্নানসহ জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা।