বিএনপি নেতা আমীর খসরুসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

বিএনপি নেতা আমীর খসরুসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ২৬ ডিসেম্বর, ২০২২ | ৮:৩৬
ঢাকার অভিজাত এলাকা বনানীতে প্লট জালিয়াতি ও রাজউকের নকশা অমান্য করে পাঁচ তারকা হোটেল নির্মাণের অভিযোগে বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় তার পরিবারের আরও তিন সদস্যসহ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর এক কর্মকর্তাকে আসামি করা হয়েছে। সোমবার দুপুরে দুদকের প্রধান কার্যালয়ে ব্রিফিং করে সাংবাদিকদের মামলার তথ্য নিশ্চিত করেছেন সংস্থাটির সচিব মো. মাহবুব হোসেন। তিনি বলেন, সোমবার দুদকের উপ-পরিচালক সেলিনা আখতার বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলায় অন্য আসামিরা হলেন- আমীর খসরু মাহমুদ চৌধুরীর স্ত্রী তাহেরা খসরু আলম, আমীর খসরুর ভায়রা ভাই ও হোটেল সারিনার চেয়ারম্যান গোলাম সরোয়ার, তার স্ত্রী ও সারিনার ব্যবস্থাপনা পরিচালক সাবেরা সরোয়ার (নীনা) এবং রাজউকের নকশা অনুমোদন শাখার পরিদর্শক আওরঙ্গজেব নান্নু। মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরস্পরের যোগসাজশে প্রতারণার আশ্রয় নিয়ে বনানীর ১৭নং রোডের ২৭নং প্লটটি ডেভেলপ করার নামে উক্ত প্লটের সঙ্গে পার্শ্ববর্তী ২৫নং প্লট ক্রয়পূর্বক অনুমোদিত নকশা না মেনে উভয় প্লটে যথাক্রমে ২২ তলা ও ২১ তলা ভবন নির্মাণ শেষে পাঁচতারকা হোটেল সারিনা পরিচালনা করে আসছেন। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/১০৯/৪৬৭/৪৬৮/৪৭১/৪২০ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইন (২নং আইন) এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে। দুদক সচিব জানান, আসামিরা যোগসাজসে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের মালিকানাধীন বনানী এলাকার ১৭ নম্বর রোডের ২৭ নম্বর প্লটটি ডেভলপ করেন। এ সময় তারা পাশের ২৫ নম্বর প্লটও ক্রয় করেন। এরপর রাজউকের অনুমোদিত নকশা বহির্ভূতভাবে উভয় প্লটে ভবন নির্মাণ করেন। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের জায়গায় তাদের নিজস্ব ভবন হওয়ার কথা থাকলেও তা করা হয়নি। আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সভাপতি থাকার সুবাদে বোর্ড সভার সিদ্ধান্তের বাইরে গিয়ে নকশা বহির্ভূতভাবে পাশের প্লটটি একীভূত করে ভবন নির্মাণ করেন। এরপর ভবনটি স্টক এক্সচেঞ্জকে না দিয়ে সেখানে তারা ৫ তারকা হোটেল ব্যবসা শুরু করেন। এতে আসামিরা পরস্পর যোগসাজশে লাভবান হয়েছেন। মামলার তদন্তকালে বিস্তারিত তথ্য-উপাত্ত এবং আরও যদি কেউ জড়িত থাকে তা জানা যাবে।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
US Congress introduces resolution commending Bangladesh, its socioeconomic progress Bangladesh calls for urgent action for protection of climate migrants Foreign Secretary calls for empowering diaspora as development agents অবৈধ সম্পর্ক : পর্ন তারকাকে ঘুষ, আদালতে অভিযুক্ত ট্রাম্প ‘রয়্যাল’ বিষয়টা কি, আমি তা জানি না : নবাব কন্যা সারা জামিন পেয়ে আদালত থেকে বেরিয়ে আসামির মৃত্যু ৫ এপ্রিল থেকে মেট্রোরেল চলবে ৮টা থেকে ২টা ‘ইনস্টিটিউশনাল প্রাক্টিস’ চালু সরকারি হাসপাতালে রপ্তানিকারকরা প্রতি ডলারের বিপরীতে পাবেন ১০৫ টাকা জলবায়ু পরিবর্তনের ক্ষতি সম্পর্কে সর্বসম্মত প্রস্তাব বিশ্ববাজারের সঙ্গে মিল রেখে জ্বালানির দাম কমবে : তৌফিক-ই-ইলাহী সেনাবাহিনীর দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষে যুক্তরাষ্ট্রে নিহত ৯ নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডাম কতৃক বাংলাদেশের পতাকা উত্তোলন পরিবারের সবাই কোটিপতি তিন কারণে প্রাথমিকের পাঠ্যবই ছাপাবে অধিদপ্তর প্রবাসীদের উন্নয়নে জিহাদ ঘোষণা করলেও সিস্টেমের কারণে পারছি না: মন্ত্রী সুপ্রিমকোর্ট বারের নতুন নির্বাচনের তারিখ ঘোষণা, আ.লীগপন্থিদের প্রত্যাখ্যান ইউপি চেয়ারম্যানের উদ্যোগে অর্ধেক দামে নিত্যপণ্য বিক্রি হজ নিবন্ধনের সময় আবার বাড়ল স্মার্ট প্রতিষ্ঠানে রূপান্তরিত হচ্ছে পাট গবেষণা ইনস্টিটিউট