বিএনপি নেতা আমীর খসরুসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

২৬ ডিসেম্বর, ২০২২ | ৮:৩৬ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেস্ক , ইউ এস বাংলা ২৪

ঢাকার অভিজাত এলাকা বনানীতে প্লট জালিয়াতি ও রাজউকের নকশা অমান্য করে পাঁচ তারকা হোটেল নির্মাণের অভিযোগে বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় তার পরিবারের আরও তিন সদস্যসহ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর এক কর্মকর্তাকে আসামি করা হয়েছে। সোমবার দুপুরে দুদকের প্রধান কার্যালয়ে ব্রিফিং করে সাংবাদিকদের মামলার তথ্য নিশ্চিত করেছেন সংস্থাটির সচিব মো. মাহবুব হোসেন। তিনি বলেন, সোমবার দুদকের উপ-পরিচালক সেলিনা আখতার বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলায় অন্য আসামিরা হলেন- আমীর খসরু মাহমুদ চৌধুরীর স্ত্রী তাহেরা খসরু আলম, আমীর খসরুর ভায়রা ভাই ও হোটেল সারিনার চেয়ারম্যান গোলাম সরোয়ার, তার স্ত্রী ও সারিনার ব্যবস্থাপনা পরিচালক সাবেরা সরোয়ার (নীনা) এবং রাজউকের নকশা অনুমোদন শাখার পরিদর্শক আওরঙ্গজেব নান্নু। মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরস্পরের যোগসাজশে প্রতারণার আশ্রয় নিয়ে বনানীর ১৭নং রোডের ২৭নং প্লটটি ডেভেলপ করার নামে উক্ত প্লটের সঙ্গে পার্শ্ববর্তী ২৫নং প্লট ক্রয়পূর্বক অনুমোদিত নকশা না মেনে উভয় প্লটে যথাক্রমে ২২ তলা ও ২১ তলা ভবন নির্মাণ শেষে পাঁচতারকা হোটেল সারিনা পরিচালনা করে আসছেন। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/১০৯/৪৬৭/৪৬৮/৪৭১/৪২০ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইন (২নং আইন) এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে। দুদক সচিব জানান, আসামিরা যোগসাজসে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের মালিকানাধীন বনানী এলাকার ১৭ নম্বর রোডের ২৭ নম্বর প্লটটি ডেভলপ করেন। এ সময় তারা পাশের ২৫ নম্বর প্লটও ক্রয় করেন। এরপর রাজউকের অনুমোদিত নকশা বহির্ভূতভাবে উভয় প্লটে ভবন নির্মাণ করেন। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের জায়গায় তাদের নিজস্ব ভবন হওয়ার কথা থাকলেও তা করা হয়নি। আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সভাপতি থাকার সুবাদে বোর্ড সভার সিদ্ধান্তের বাইরে গিয়ে নকশা বহির্ভূতভাবে পাশের প্লটটি একীভূত করে ভবন নির্মাণ করেন। এরপর ভবনটি স্টক এক্সচেঞ্জকে না দিয়ে সেখানে তারা ৫ তারকা হোটেল ব্যবসা শুরু করেন। এতে আসামিরা পরস্পর যোগসাজশে লাভবান হয়েছেন। মামলার তদন্তকালে বিস্তারিত তথ্য-উপাত্ত এবং আরও যদি কেউ জড়িত থাকে তা জানা যাবে।