বিএনপি নেতার গুদামে সরকারি প্রণোদনার সার – ইউ এস বাংলা নিউজ




বিএনপি নেতার গুদামে সরকারি প্রণোদনার সার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ নভেম্বর, ২০২৪ | ৬:৩৩ 21 ভিউ
কৃষকের জন্য সরকারের দেওয়া বিনামূল্যের ৩১৫ বস্তা সার পাওয়া গেল ময়মনসিংহের ধোবাউড়ার এক বিএনপি নেতার গোডাউনে। বুধবার (৬ নভেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত শারমিন গুদামটি সিলগালা করে দিয়েছেন। নিশাত শারমিন জানান, সরকারি সার বাইরের গুদামে ছিল। এ বিষয়ে ডিলারও সদুত্তর দিতে পারেননি। ওই অবস্থায় গুদামটি সিলগালা করা হয়েছে। সেখানে কীভাবে সার গেল, তা কৃষি কর্মকর্তার কাছে জানতে চাওয়া হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট বিভাগকেও জানানো হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, প্রণোদনার দুই ট্রাক সার বিএডিসি থেকে বরাদ্দ দেওয়া হয়েছিল উপজেলা কৃষি কার্যালয়ে। দুই ট্রাকে এমওপি ও ডিএপি ৬৩০ বস্তা সার ছিল। ৩ নভেম্বর এসব সার সরকারি গুদামে যাওয়ার কথা ছিল। তবে ৩১৫ বস্তার

এক ট্রাক সার যায় বিএনপি নেতা মাজহারুল আহসানের গুদামে। মাজহারুল আহসান ধোবাউড়া থানা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ। বর্তমানে এলাকায় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও দলীয় কোনো পদ নেই। ধোবাউড়া মধ্যবাজারে মেসার্স আর এম ট্রেডার্স নামে তার একটি সারের দোকান রয়েছে এবং তিনি বিএডিসির সার ডিলার। এ বিষয়ে ডিলার মাজহারুল আহসান বলেন, মাঠে চাহিদা থাকলেও আমার গুদামে এমওপি সারের সংকট ছিল। এ খবর জেনে কৃষি কর্মকর্তা এক ট্রাক সার আমার গুদামে পাঠিয়ে দেন। আমি তখন কক্সবাজারে বেড়াতে গিয়েছিলাম। নিজের বরাদ্দ উত্তোলনের পর সমপরিমাণ সার কৃষি কর্মকর্তাকে দিয়ে দেওয়ার কথা ছিল। আমার গুদামে সার রাখলেও পরে প্রকৃত কৃষকদের স্লিপ দিয়ে সার তুলে নিতেন কৃষি

কর্মকর্তা। আমি কৃষি কর্মকর্তার কাছে এখনো সাত লাখ টাকা পাই, যা দীর্ঘদিনে জমেছে। অফিসে সার রাখলে উনি (কৃষি কর্মকর্তা) অনেক ঝামেলায় থাকেন। আমার এখান থেকে কৃষকদের সার দিতে সহজ হয়। এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার গোলাম সারোয়ার তুষার বলেন, আমার দুই ট্রাক সারের এক ট্রাক ডিলারকে দেওয়া হয়েছে, তিনি তার বরাদ্দের এক ট্রাক আমাকে দেবেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নাছরিন আক্তার বানু বলেন, বিষয়টি শোনার পর আমরা খোঁজখবর নিতে শুরু করেছি। যার গুদামে রাখা হয়েছে, সেটিও বিএডিসির। ডিলারেরও এক ট্রাক সার আসার কথা ছিল। এখানে ট্রাকের উল্টাপাল্টা হয়েছে। পরের ট্রাকটি কৃষি কর্মকর্তার কাছে দেওয়ার কথা ছিল। সরকারি গুদামে জায়গা না থাকায়

অনেক সময় বাইরেও সার রাখা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শিবিরের মহিলা শাখার সঙ্গে যুক্ত পূজা চেরি…. শিবিরে যুক্ত : অভিনেত্রী পূজা যা বললেন বাংলাদেশ নামক আইনা ঘর যার কয়েদি এখন জনগণ মাশরাফি ও তার বাবাসহ ২৯৫ জনের নামে আবারো মামলা বাংলাদেশ-পাকিস্তান সীমান্তে ভারত ‘অ্যান্টি-ড্রোন ইউনিট’ বসাচ্ছে সিরিয়ায় ইরান-রাশিয়ার পর এবার যুক্তরাষ্ট্রকে হটাচ্ছে তুরস্ক কলকাতায় ডিএনএ নমুনা দিলেন আনার কন্যা ডরিন দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন অভিমুখে আরএসএসের মিছিল শেখ হাসিনা ও রেহানার ব্যাংক হিসাব তলব একটি পক্ষ চাচ্ছে সংস্কারের নামে নির্বাচন বিলম্ব করতে : ড. মোশাররফ সন্ধান মিলল ২০০ বছর পুরোনো শহরের প্রবেশদ্বার পুরুষ নির্যাতন মামলা, স্ত্রীর নামে সমন জারি ‘জয় বাংলা’ জাতীয় স্লোগান নয় ডিবি হারুনের বিলাসবহুল রিসোর্টে অভিযান তারেক রহমানের অর্থ পাচার মামলার সাজা স্থগিত আ.লীগের আমলে বঞ্চিত ৭৫৪ জনকে পদায়নের সুপারিশ হোটেল, রেস্তোরাঁয় গরুর গোশত খাওয়া নিষিদ্ধ করল অসম এশিয়া কাপের শিরোপা জিতলো বাংলাদেশ ২৪ বছরের সিরিয়ায় আসাদ শাসনের অবসান ইউরোপীয় ইউনিয়নকে দিল্লীর ভিসা সেন্টার সড়ানোর অনুরোধ