‘বইয়ের জবাব বইয়ে দিতে হবে নিষিদ্ধ করে নয়’: সিরাজুল ইসলাম চৌধুরী

‘বইয়ের জবাব বইয়ে দিতে হবে নিষিদ্ধ করে নয়’: সিরাজুল ইসলাম চৌধুরী

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ১ ফেব্রুয়ারি, ২০২৩ | ৭:৩৬
বইমেলা নানাভাবে বিপদগ্রস্ত। করোনার কারণে তো দুই বছর বইমেলা হলোই না। এ বছর বইমেলা বিপদগ্রস্ত কাগজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে। কাগজের দাম এত বেড়ে গেছে যে, দেশের বেশির ভাগ প্রকাশকই তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারছেন না। ফলে এ বছর মেলায় বই প্রকাশ অনেক কমে যাবে। অবশ্য এটা ঠিক যে, বইয়ের সংখ্যা দিয়ে শিল্প-সাহিত্যের উৎকর্ষতার বিচার করা যায় না। বইমেলার দায়িত্ব পালন করতে গিয়ে বাংলা একাডেমিও নানা জটিলতার মধ্যে পড়েছে। যদিও বইমেলা করা বাংলা একাডেমির কাজ নয়। কয়েকটি বই নিষিদ্ধ করা হয়েছে। এ কারণে প্রকাশককে স্টল দেওয়া হয়নি। এগুলো করা ঠিক না। বই হচ্ছে একজন লেখকের চিন্তা, চেতনা, অনুভূতি ও মননশীলতার সন্তান। বইকে নিষিদ্ধ করা উচিত না। বইয়ের জবাব দিতে হবে বই দিয়ে। লেখকের চিন্তার সঙ্গে পাঠকের চিন্তার মিল না থাকতেই পারে; কিন্তু চিন্তাকে রুদ্ধ করা যায় না। ভিন্নচিন্তা, ভিন্নমত সমাজকে সক্রিয় রাখে, গতিশীল রাখে; সমাজের প্রাণস্পন্দনকে নিরন্তর জাগিয়ে রাখে। বইমেলা করা বাংলা একাডেমির দায়িত্ব নয়, বইমেলার দায়িত্ব প্রকাশককে নিতে হবে। পৃথিবীর সব দেশে প্রকাশকরাই মেলাটির দায়িত্ব পালন করেন। সেখানে বইকে কেন্দ্র করেই মেলাটি অনুষ্ঠিত হয়। সমাজের বিভিন্ন ক্ষেত্রের মতো প্রকাশনার ক্ষেত্রেও নানা বিষয়ে নানা বিরোধ আছে, মতপার্থক্য আছে; কিন্তু বইমেলার ব্যাপারে একটা ঐকমত্য থাকবে-এটি আশা করি। আমাদের বইমেলায় কেবল বইকেন্দ্রিক মানুষেরই আগমন ঘটে না। অনেক মানুষ আসেন সামাজিকভাবে মেলামেশার জন্য, বিনোদনের জন্য। কারণ, আমাদের সামাজিক সম্মিলনের জায়গা এবং উপলক্ষ্য অনেক সংকুচিত হয়ে গেছে। বইমেলায় বিনোদনপ্রত্যাশী অনেক মানুষের ভিড়, বইমেলার নিজস্বতা এতে আহত হয়। বইমেলায় বই নিয়ে যারা আগ্রহী, তাদের আনা দরকার। সেটা কমে আসছে। ভিড়ের মধ্যে যদি ‘বই’ হারিয়ে যায়, তাহলে ‘বইমেলা’ও গৌণ হয়ে যাবে। তাই ‘বইমেলার মূল চরিত্র রক্ষা করা দরকার বইকেন্দ্রিক মানুষের আগমন নিশ্চিত করার জন্য। এখানে মিডিয়ার ভূমিকা রাখা দরকার। তারা তাদের আয়োজনে বইকে তুলে ধরতে পারে। সেটা খুব ভালো কাজ হবে। বই প্রকাশ একটা কঠিন কাজ। বইয়ের বিপণনের জন্য একটা সুন্দর ব্যবস্থা গড়ে তোলা অত্যন্ত জরুরি। এটা প্রকাশকদের উদ্যোগেই করতে হবে। এক্ষেত্রেও মিডিয়া অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করতে পারে। শুধু একুশের বইমেলানির্ভর যে প্রকাশনা, সেই নির্ভরতা কমাতে হবে। বইকে আমাদের জীবনের অনুষঙ্গ করে তুলতে হবে। দেশের প্রতিটি শহরে একটি সাংস্কৃতিক বলয় গড়ে তোলা প্রয়োজন। সেখানে বইয়ের জন্য আলাদা স্থান করে দিতে হবে। সেটা হতে পারে লাইব্রেরিগুলোকে কেন্দ্র করে। বাংলাবাজার যেমন বইয়ের বিপণনের পীঠস্থান ছিল, তেমনই সময়ের প্রয়োজনে বই বিপণনের নতুন পীঠস্থান গড়ে তুলতে হবে জেলা, উপজেলা শহরগুলোয়। ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক সাংস্কৃতিক বলয় তৈরিতে বিশ্ববিদ্যালয়ের নীলক্ষেতের মার্কেটটি হয়ে উঠতে পারে বইয়ের বেষ্টনী। একসময় যে জায়গাটিতে নীলক্ষেতের পুলিশ ফাঁড়ি ছিল, সেখানে গড়ে তোলা যেতে পারে বইয়ের হাব-বড় একটি কমপ্লেক্স নির্মাণ করে এখানে নতুন বই পাড়া গড়ে তোলা যায়। যেখান থেকে সারা দেশে বই বিপণনের কার্যক্রম পরিচালিত হবে। এ কাজে জাতীয় গ্রন্থকেন্দ্রকেও কাজে লাগানো যেতে পারে। বই নতুন চিন্তা, ভিন্নমতকে ধারণ করে। জীবনকে বহুমাত্রিক উপলব্ধির ভেতর দিয়ে সমৃদ্ধ করে। বই মানুষকে বাঁচাতেই শুধু শেখায় না, বাঁচাটাকে অর্থপূর্ণ ও সার্থক করে তোলে। বই আমাদের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু, অনন্য আশ্রয় বটে। এবারের বইমেলায় ‘কথা প্রকাশ’ থাকে ‘মুক্তি কতদূরে’, ‘বাতিঘর’ থেকে ‘স্বপ্ন ছিল থাকবেও’ এবং ‘অনন্যা’ থেকে ‘ইংরেজি সাহিত্যে অশুভের তিন ধারা ও কয়েকটি প্রসঙ্গ’-আমার এ বইগুলো বের হবে। অনুলিখন : শুচি সৈয়দ
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২ হাজার টাকা কর দিতে সমস্যা কোথায়, প্রশ্ন এফবিসিসিআই’র শপথ নিলেন এরদোগান জ্বর হলেই ‘এনএস-১’ পরীক্ষার পরামর্শ পায়রা তাপবিদ্যু কেন্দ্র বন্ধে যেসব এলাকায় বাড়বে লোডশেডিং অন্যদিকে দৌড়ে লাভ নেই, সময় শেষ: সরকারকে ফখরুল আমেরিকা যাওয়ার প্রয়োজন নেই, আরও অনেক মহাদেশ আছে: প্রধানমন্ত্রী ‘শেহবাগের মাথার চুলের চেয়ে আমার বেশি টাকা আছে’ কমিউনিটি ক্লিনিকে দেওয়া হবে ডায়াবেটিস উচ্চ রক্তচাপের ওষুধ ২ হাজার টাকা কর আয়করের মূলনীতির পরিপন্থি: এমসিসিআই ভারতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার কারণ জানাল রেল কর্তৃপক্ষ কবি নজরুল কলেজ ছাত্রলীগ সভাপতির আত্মহত্যা লোডশেডিংয়ের বিষয়ে যে বার্তা দিলেন প্রতিমন্ত্রী এক দিনে বছরের সর্বোচ্চ ডেঙ্গি রোগী হাসপাতালে ভর্তি আন্দোলন তীব্র গতিতে চূড়ান্ত পরিণতির দিকে যাচ্ছে: মির্জা ফখরুল যুদ্ধ শেষ না হলে ন্যাটোর সদস্যপদ পাওয়া ‘অসম্ভব’ : জেলেনস্কি চীনে গোপন সফরে সিআইএ প্রধান ইউক্রেন পাল্টা আক্রমণের জন্য প্রস্তুত: জেলেনস্কি মোহাম্মদপুরে ফের সক্রিয় ১৩ কিশোর গ্যাং মেগা প্রকল্পে আশা থাকলেও বাস্তব চিত্র ভিন্ন যেসব সংসদীয় আসনের সীমানায় পরিবর্তন আনা হয়েছে, তালিকা