আন্দোলনের জন্য ঘর গুছিয়েছে সৈয়দপুর জেলা বিএনপি

আন্দোলনের জন্য ঘর গুছিয়েছে সৈয়দপুর জেলা বিএনপি

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ২৭ ডিসেম্বর, ২০২২ | ৭:৪২
তৃণমূল পর্যায়ে আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে দল গুছিয়েছে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি। এরই ধারাবাহিকতায় ২৬ ডিসেম্বর শহরের এ আর সেন্টারে বেলা ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নির্বাচনের মাধ্যমে কাউন্সিলে সৈয়দপুর পৌরসভা ও উপজেলা বিএনপির পৃথক দুটি কমিটি গঠন করা হয়েছে। এতে ৩৫৫ জন নেতাকর্মীর প্রত্যক্ষ ভোটে আনারস প্রতীক নিয়ে লোকমান হোসেন উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী দোয়াত-কলম প্রতীক নিয়ে মনোয়ার হোসেন মাত্র ১২৪টি ভোট পান। সাধারণ সম্পাদক পদে কামরুল হাসান কার্জন রিক্সা প্রতিক নিয়ে ১৮৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী শরিফুল ইসলাম ১৪৬ ভোট পেয়ে পরাজিত হন। এছাড়া সিনিয়র সহ-সভাপতি হাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো: জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো: জাহাঙ্গীর আলম বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন। পাশাপাশি পৌর বিএনপির সভাপতি রশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ আশিকুর রহমান বাবলু, সিনিয়র সহ-সভাপতি শাহিন আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন বাদল বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন। জেলা বিএনপির আহবায়ক আব্দুল গফুর সরকারের সভাপতিত্বে ও এরশাদ হোসেন পাপ্পুর সঞ্চালনায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য ও জেলা বিএনপির সাধারন সম্পাদক শেখ নজরুল ইসলাম ও সহকারি নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট রবিউল ইসলাম এবং সাবেক জিএস মো: মুকুল। পৌর বিএনপির সদস্য সচিব ও সেচ্ছাসেবক দলের সভাপতি এরশাদ হোসেন পাপ্পু জানান, আপাতত ৫ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে। ১০১ জন সদস্য পৃথক ভাবে অর্ন্তভুক্ত হয়ে পূর্ণাঙ্গ হবে এ দুই কমিটি। তিনি বলেন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল নেতাকর্মীদের নি:শর্ত মুক্তি, তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ছাড়াও ১০ দফা দাবির আন্দোলনকে বেগবান করার জন্য দল গোছানো হয়েছে। কেন্দ্রের নির্দেশনায় শিগগিরই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার সকল প্রস্ততি চলছে।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নির্বাচনকালীন সরকার কেমন হবে, তা ঠিক করার এখতিয়ার ইসির নেই : প্রধান নির্বাচন ব্রয়লার মুরগির দাম কমে ২০০ টাকা কেজি বাংলাদেশে সৌদি দূতাবাস এক লাখ কপি কোরআন শরিফ বিতরণ করবে সৌদির আরামকো চীনের বৃহৎ তেল শোধন কোম্পানির ১০ শতাংশ শেয়ার কিনল পদ্মা সেতুতে ট্রেন চলবে ৪ এপ্রিল মেক্সিকোতে অভিবাসী কেন্দ্রে অগ্নিকাণ্ডে নিহত ১০ অস্ত্র মামলায় রিজেন্ট সাহেদের জামিন স্থগিতই থাকছে শ্রীলঙ্কার সরাসরি বিশ্বকাপ খেলার স্বপ্নে বৃষ্টির ধাক্কা চা নিলাম শুরু হচ্ছে ১৭ এপ্রিল থমকে আছে নামিদামি সব শেয়ারের জমে উঠেছে কলকাতার ইফতার বাজার সৌদি আরবে বাস উল্টে ২০ ওমরাহ যাত্রী নিহত শিক্ষার্থীকে কান-মুখ খোলা রাখতে বাধ্য করা যাবে না : হাইকোর্ট একাদশে নেই জামাল-এলিটা, অধিনায়ক তপু নির্বাচনে সাংবাদিক-পর্যবেক্ষকদের কাজে বাধা দিলে ২-৭ বছরের জেল জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ উদযাপন শেখ হাসিনার নেতৃত্বে উদীয়মান বাংলাদেশের চিত্র তুলে ধরলেন ব্রাজিলে নিযুক্ত রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা রোমে স্বাধীনতার ৫২ তম বার্ষিকী এবং জাতীয় দিবস যথাযথ উৎসাহ উদ্দীপনার সাথে উদযাপিত ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে 53তম স্বাধীনতা দিবস উদযাপিত বিক্ষোভের মুখে সংস্কার বিল সাময়িক স্থগিত নেতানিয়াহুর