আন্দোলনের জন্য ঘর গুছিয়েছে সৈয়দপুর জেলা বিএনপি

২৭ ডিসেম্বর, ২০২২ | ৭:৪২ পূর্বাহ্ণ
অনলাইন নিউজ ডেস্ক , ইউ এস বাংলা ২৪

তৃণমূল পর্যায়ে আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে দল গুছিয়েছে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি। এরই ধারাবাহিকতায় ২৬ ডিসেম্বর শহরের এ আর সেন্টারে বেলা ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নির্বাচনের মাধ্যমে কাউন্সিলে সৈয়দপুর পৌরসভা ও উপজেলা বিএনপির পৃথক দুটি কমিটি গঠন করা হয়েছে। এতে ৩৫৫ জন নেতাকর্মীর প্রত্যক্ষ ভোটে আনারস প্রতীক নিয়ে লোকমান হোসেন উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী দোয়াত-কলম প্রতীক নিয়ে মনোয়ার হোসেন মাত্র ১২৪টি ভোট পান। সাধারণ সম্পাদক পদে কামরুল হাসান কার্জন রিক্সা প্রতিক নিয়ে ১৮৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী শরিফুল ইসলাম ১৪৬ ভোট পেয়ে পরাজিত হন। এছাড়া সিনিয়র সহ-সভাপতি হাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো: জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো: জাহাঙ্গীর আলম বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন। পাশাপাশি পৌর বিএনপির সভাপতি রশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ আশিকুর রহমান বাবলু, সিনিয়র সহ-সভাপতি শাহিন আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন বাদল বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন। জেলা বিএনপির আহবায়ক আব্দুল গফুর সরকারের সভাপতিত্বে ও এরশাদ হোসেন পাপ্পুর সঞ্চালনায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য ও জেলা বিএনপির সাধারন সম্পাদক শেখ নজরুল ইসলাম ও সহকারি নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট রবিউল ইসলাম এবং সাবেক জিএস মো: মুকুল। পৌর বিএনপির সদস্য সচিব ও সেচ্ছাসেবক দলের সভাপতি এরশাদ হোসেন পাপ্পু জানান, আপাতত ৫ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে। ১০১ জন সদস্য পৃথক ভাবে অর্ন্তভুক্ত হয়ে পূর্ণাঙ্গ হবে এ দুই কমিটি। তিনি বলেন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল নেতাকর্মীদের নি:শর্ত মুক্তি, তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ছাড়াও ১০ দফা দাবির আন্দোলনকে বেগবান করার জন্য দল গোছানো হয়েছে। কেন্দ্রের নির্দেশনায় শিগগিরই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার সকল প্রস্ততি চলছে।