ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু

১৭ ডিসেম্বর, ২০২৩ | ১০:০২ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেস্ক , ইউ এস বাংলা ২৪

শীত এসে গেছে। তবু ডেঙ্গু উদ্বেগজনক পর্যায়ে রয়ে গেছে। বর্ষা মৌসুমের মশাবাহিত এ রোগে এখন সারাবছর আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। রোববার ডেঙ্গুতে দেশে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৬৮২ জনে। নতুন করে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হয়েছে ২৫৪ জন। এখন পর্যন্ত তিন লাখ ১৯ হাজার ২৩৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ঢাকায় ১ লাখ ৯ হাজার ৫১১ জন ও ঢাকার বাইরে দুই লাখ ৯ হাজার ৭২৫ জন। স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মারা যাওয়া ৪ জনের মধ্যে ২ জন ঢাকার। আর ঢাকার বাইরের বাসিন্দা ২ জন। এখন পর্যন্ত দেশে মারা যাওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকার ৯৭০ জন এবং ঢাকার বাইরের ৭১২ জন। এ বছর ডেঙ্গুর প্রকোপ শুরু হয়েছিল বর্ষা মৌসুমের আগেই। ভরা বর্ষায় জুলাই মাসে তা ভয়ঙ্কর রূপ নেয়। এরপর থেকে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় প্রতি মাসেই রেকর্ড করছে। বিগত বছরগুলোতে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যু বর্ষাকালে বেড়ে শীতকালে কমতে শুরু করে। কিন্তু এবার এখনো ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। নিয়মিত মৃত্যুর ঘটনাও ঘটছে।