মিয়ানমারের সব রিজার্ভ সেনাকে যুদ্ধে তলব

৯ নভেম্বর, ২০২৩ | ১১:৫০ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেস্ক , ইউ এস বাংলা ২৪

সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে মিয়ানমারের জাতিগত গোষ্ঠীগুলো পরপর আক্রমণ চালিয়ে যাচ্ছে। ১০০টিরও বেশি জান্তা ঘাঁটিসহ অনেক সীমান্ত শহরও দখল করে নিয়েছে। এ পরিস্থিতিতে দেশে প্রতিরোধ আক্রমণ ঠেকাতে দেশের সব রিজার্ভ সেনাদের সম্মুখসারিতে যুদ্ধে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন মিয়ানমারের সামরিক প্রধান। ইরাবতির বুধবারের প্রতিবেদনে বলা হয়েছে, একজন সামরিক তথ্যদাতার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন দেশটির সাবেক সেনা ক্যাপ্টেন লিন হটেট অং। তিনি বলেন, ‘সব সহায়ক বাহিনীকে সতর্ক করা হয়েছে। ইতোমধ্যেই অনেককে পদাতিক ব্যাটালিয়নে পাঠানো হয়েছে।’ মিয়ানমারের সাবেক ক্যাপ্টেন, পিপলস এমব্রেসের সদস্য ও সাবেক সামরিক কর্মীদের নিয়ে গঠিত একটি দল জানিয়েছে, ‘সামরিক বাহিনী বর্তমানে সারা দেশে একাধিক ফ্রন্ট লাইনের মুখোমুখি ও যুদ্ধ সৈন্যের অভাবে ভুগছে। তাই খোঁজে পাওয়া যায় এমন সামরিক কর্মীদের দিয়ে শূন্যস্থান পূরণের চেষ্টা করছে জান্তা।’