জাবিতে বৃক্ষ নিধনের প্রতিবাদে মানববন্ধন

৮ নভেম্বর, ২০২৩ | ৫:০৭ পূর্বাহ্ণ
অনলাইন নিউজ ডেস্ক , ইউ এস বাংলা ২৪

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) নতুন ভবন নির্মাণের জন্য বৃক্ষ নিধন করার প্রতিবাদে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাবি শাখা। মঙ্গলবার বেলা দেড়টায় ভবন নির্মাণের জন্য নির্ধারিত স্থানে একত্রিত হয়ে এ মানববন্ধন করে তারা। বক্তারা বলেন, এই বিশ্ববিদ্যালয়ে আর একটি গাছ কেটেও যদি ভবন নির্মাণের চেষ্টা করে প্রশাসন, তাহলে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আরও দুর্বারগতিতে আন্দোলন এগিয়ে নিয়ে যাবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষকদের মতামত নিয়ে যে মাস্টারপ্ল্যান তৈরি হবে তার ওপর ভিত্তি করে ভবন নির্মাণ করতে হবে। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান ধ্রুব বলেন, অপরিকল্পিতভাবে উন্নয়নের নামে যেভাবে পরিবেশকে ধ্বংস করা হচ্ছে তা পরিবেশের জন্য এবং ভবিষ্যতের জন্য এক ভয়াবহ অশনি সংকেত। এই ধ্বংসযজ্ঞ থেকে প্রশাসনকে সরে আসার আহবান জানাচ্ছি। ছাত্র ইউনিয়ন জাবি সংসদের আহবায়ক আলিফ মাহমুদ বলেন, বিশ্ববিদ্যালয়ে পূজার ছুটি চলমান থাকাকালে আইআইটি বিভাগের পেছনে চুপিসারে অর্ধশতাধিক গাছ কাটা হয়েছে; কিন্তু এই জায়গাটি ভবনের জন্য উপযুক্ত নয়, কারণ এর পাশে বিশ্ববিদ্যালয়ে আসা অতিথি পাখিদের একটি লেক রয়েছে। ফ্লাইং জোন হওয়ায় এখানে যদি ছয়তলা একটি ভবন হয় তাহলে পাখিগুলো আর এখানে আসবে না, বিশ্ববিদ্যালয়ের ইকোলজিক্যাল সিস্টেম ধ্বংস হবে। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জাবি শাখার সাধারণ সম্পাদক কনোজ কান্তি রায় বলেন, পুজোর সময় চুপিসারে লুকোচুরি করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই জায়গা থেকে গাছ কেটে ফেলেছে। এখানকার বাস্তুতন্ত্রকে নষ্ট করে শিক্ষার পরিবেশকে ধ্বংস করে প্রশাসন বারবার যেভাবে গাছ কাটার দিকে হাত বাড়াচ্ছে সেটা খুবই ভয়ংকর।