চীনে ভয়াবহ ভূমিধসে নিহত ১৯

৬ জুন, ২০২৩ | ৮:১৪ পূর্বাহ্ণ
অনলাইন নিউজ ডেস্ক , ইউ এস বাংলা ২৪

দক্ষিণ-পশ্চিম চীনে একটি খনির কোম্পানীর কর্মী আবাসিকে ভূমিধসে ১৯ জন নিহত হয়েছেন। রোববার (৪ জুন) ভোরে এই বিপর্যয় ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সিচুয়ান প্রদেশের লেশান কাউন্টির একটি পাহাড়ী গ্রামীণ জেলায় কয়েক সপ্তাহ ধরে অবিরাম বৃষ্টিপাত হওয়ার কারণে ভূমিধসের ঘটনা ঘটে। রোববার বিকালে উদ্ধার অভিযানা চালিয়ে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়াদের খুঁজে বের করতে ১৮০ জনেরও বেশি লোককে একত্রিত করা হয়েছিল। রাষ্ট্রীয় সম্প্রচারকার সংস্থা সিসিটিভির রয়টার্স জানায়, নিহতরা সবাই জিনকাইয়ুয়ান মাইনিং কোম্পানির কর্মী। আর্দ্র, বৃষ্টির আবহাওয়াসহ, দক্ষিণ-পশ্চিম চীন ভূমিধস প্রবণ এলাকা। বিশেষ করে এমন এলাকায় ঘটনাটি ঘটেছে যেখানে কৃষিকাজ, বন উজাড়, প্রকৌশল প্রকল্প এবং খনির কাজের কারণে বৃহৎ আকারে মাটি সরানো হয়েছে। সূত্র: রয়টার্স