১২ জুন ভোট দিয়ে আমাকে নির্বাচিত করুন : নৌকার প্রার্থী খোকন

৬ জুন, ২০২৩ | ৮:১২ পূর্বাহ্ণ
অনলাইন নিউজ ডেস্ক , ইউ এস বাংলা ২৪

আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার মেয়র প্রার্থী বঙ্গবন্ধুর ভাগ্নে আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত) বলেন, সারাদেশে প্রধানমন্ত্রী উন্নয়নের যে কর্মযজ্ঞ চালাচ্ছেন তা থেকে বরিশালবাসী বঞ্চিত। বিগত ১০ বছরে বরিশালবাসী নানা বঞ্চনার শিকার হয়েছেন। এখানকার মানুষের রয়েছে ট্যাক্সের বিরম্বনা। এখানে রাস্তাঘাটের যেরকম খারাপ অবস্থা তেমনি রয়েছে পানি সরবারহে সংকোট। এই সংকোট থেকে উত্তরনের জন্য জননেত্রী শেখ হাসিনা আমাকে বরিশালের মানুষের জন্য কাজ করতে পাঠিয়েছেন। সুযোগ পেলে সততার সাথে বরিশাল নগরীকে পুনঃগঠিত করবো। সিটি কর্পোরেশন চলবে সচ্ছতার মধ্য দিয়ে। এখানকার কোন ওয়ার্ডবাসী নুন্যতম সেবা পায়না। এখানকার ময়লা আবর্জনা সঠিকভাবে পরিস্কার করা হয়না। কাচা মার্কেট গুলোর অবস্থা খুবই খারাপ। দাতা সংস্থাগুলো এখানে কোন সাহায্য দিচ্ছেনা। রয়েছে মাদকের প্রকপ। মাদকের কারনে যুব সমাজ ধংশ হয়ে যাচ্ছে। এ কারনে তাদের মৌলিক সমস্যাও বৃদ্ধি পাচ্ছে। আমাকে প্রধানমন্ত্রী এখানে পাঠিয়েছেন একটি ভালো সমাজ গঠন করতে। আমি আশ্বস্ত করছি আমাকে আপনারা সবসময় পাবেন। রোববার (০৪ জুন) রাত ৮ টায় নগরীর ২৮,২৯ ও ৩০ নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে নৌকা মার্কার সমর্থনে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নৌকা মার্কার নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য মোঃ আফতাব হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি আরো বলেন, আমি নির্বাচিত হলে এই শহরের সকল সমস্যার সমাধান করা হবে। সিটি কর্পোরেশনকে উন্মুক্ত করা হবে। কেউ আর বাড়ির প্লান করতে গিয়ে বিরম্বনার শিকার হবেননা। আপনারা স্বাভাবিকভাবে বাড়িঘর করতে পারবেন। পানির টিউবওয়েল বসাতেও আর কোন সমস্যা থাকবেনা। কর্পোরেশন কারো ভোগান্তির কারন হবেনা। নগরীর উন্নয়নে আবারো দাতা সংস্থাগুলোকে ফিরিয়ে আনা হবে। তাই আগামী ১২ জুন ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে আপনারা সেই সুযোগ সৃষ্টি করে দিবেন। আমাকে ভোট দিলে বিফলে যাবেনা। অবশ্যই আপনাদের প্রতিদান ফিরিয়ে দেবো। আমাদের অঙ্গীকার নতুন বরিশাল গড়বো। এখানে কেউ অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করলে তা বরদাস্ত করা হবেনা। যারা ধর্মকে পুজি করে ব্যবসা করে মানুষের ইমান নষ্ট করে তাদের থেকে সাবধান থাকতে হবে। এসময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের আন্তার্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহম্মেদ, কেন্দ্রয়ামীলীগ নেতা এ্যাড. বলরাম পোদ্দার, মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি এ্যাড. আফজালুল করিম, ঝালকাঠি জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল্লাহ পনির, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহ শাহাব, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ইসাহাক আলী খান পান্না, এ্যাড. আনিচ উদ্দিন সহিদ, জাতীয় পার্টি জেপি’র মহানগর সাধারন সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন সুলতান, এ্যাড. ওবায়দুল্লাহ সাজু, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি তিলোত্তমা সিকদার, আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য সৈয়দ মনির, বিএম কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মঈন তুষার, বরিশাল কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ফরহান বিন আলম জাকির, বিএম কলেজ ছাত্রলীগের সাবেক আহবায়ক গাজী তৌকির রহমান আতাহারী শুভ ও বিএম কলেজ ছাত্রলীগের সাবেক জিএস নাহিদ সেরনিয়াবাতসহ স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে বিকেলে নগরীর ১২ নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে মানিক মিয়া মহিলা কলেজ মাঠে নৌকা মার্কার সমর্থনে আরেকটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে ১২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি মফিজুল ইসলাম টুটুল চৌধুরী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট বলরাম পোদ্দার, অ্যাডভোকেট আফজালুল করীমসহ ওয়ার্ড আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।