ইউক্রেনের বড় হামলা ব্যর্থ

৫ জুন, ২০২৩ | ১০:৪৬ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেস্ক , ইউ এস বাংলা ২৪

রাশিয়ার দখলকৃত দক্ষিণ ইউক্রেনীয় অঞ্চল দোনেৎস্কোতে সোমবার অন্তত ৫টি হামলা চালায় ইউক্রেন। তবে বড়সড় এ হামলায় সুবিধা করতে পারেনি ইউক্রেন, ব্যর্থ হয়েছে। সবগুলো হামলাই প্রতিহত করেছে মস্কো। উলটো পালটা হামলায় ইউক্রেনের শত শত সেনাকে হত্যা করেছে মস্কো। সোমবার এক বিবৃতিতে এ কথা বলেছে রাশিয়া। বিবিস, সিএনএন। যুদ্ধে রাশিয়ার দখলে যাওয়া অঞ্চগুলো পুনরুদ্ধার করার জন্য পালটা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ইউক্রেনীয় সেনারা। চেষ্টা চালালেও পেরে উঠছে না রুশ সেনাদের সঙ্গে। রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ছয়টি যান্ত্রিক এবং দুটি ট্যাঙ্ক ব্যাটালিয়ন দিয়ে দক্ষিণ ডনেস্কোতে হামলা চালিয়েছিল ইউক্রেন। টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে তারা আরও জানায়, ‘৪ জুন সকালে শত্রুরা দক্ষিণ ডনেস্কোর পাঁচটি সেক্টরে বড় পরিসরে আক্রমণ শুরু করে। তবে তারা এতে সফল হয়নি।’ রুশ সেনাবাহিনীর দাবি তারা ২৫০ ইউক্রেনীয় সেনাকে হত্যার পাশাপাশি ১৬টি ট্যাংক, তিনটি পদাতিক যুদ্ধের যান এবং ২১টি সাঁজোয়া যুদ্ধ যান ধ্বংস করেছে। তবে রয়টার্স তাৎক্ষণিকভাবে রাশিয়ার দেওয়া এ বিবৃতি যাচাই করতে পারেনি। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বা সামরিক বাহিনীও এ মন্তব্যের কোনো পালটা প্রতিক্রিয়া জানায়নি। ইউক্রেনের জেনারেল স্টাফের দৈনিক প্রতিবেদনে বলা হয়েছে, ডনেস্কো এবং লুহানস্ক অঞ্চলে ২৯টি যুদ্ধ সংঘটিত হয়েছে। রুশ মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেন যে এলাকায় হামলা চালিয়েছে সে এলাকায় মস্কোর সামরিক অভিযানের দায়িত্বে থাকা চিফ অব দ্য জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভ উপস্থিত ছিলেন। রাশিয়ান ভ্লগার ও সাংবাদিক সেমিয়ন পেগভস সোমবারের প্রথমদিকে রাশিয়া নিয়ন্ত্রিত এলাকায় ভারী লড়াইয়ের ব্যাপারে জানিয়েছে। ইউক্রেনীয় বাহিনী ডনেস্কা অঞ্চলের ভেলিকা নোভোসিল্কার কাছে আক্রমণ করে। ইউক্রেন কয়েক মাস ধরে রুশ বাহিনীর বিরুদ্ধে পালটা আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার এক সাক্ষাৎকারে ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, ‘আমরা পালটা আক্রমণ শুরু করতে প্রস্তুত। কিন্তু এতে কিছু সময় লাগতে পারে। কারণ এ যুদ্ধে চরম মূল্য দিতে হতে পারে আমাদের।’ তিনি বলেন, ‘আমি জানি না কতক্ষণ লাগবে। সত্যি বলতে, এটি ভিন্ন উপায়ে হতে পারে, সম্পূর্ণ ভিন্ন উপায়ে। আমরা এটা করতে যাচ্ছি। আমরা প্রস্তুত।’ রয়টার্স