পিটিআই ভেঙে নতুন দল ‘ডেমোক্রাটস’

৫ জুন, ২০২৩ | ১০:৪৬ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেস্ক , ইউ এস বাংলা ২৪

পাকিস্তানে সরকার ও সেনাবাহিনীর চাপে ৯ মে সহিংসতার ঘটনায় তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ত্যাগ করেছেন বেশ কয়েকজন নেতাকর্মী। দলত্যাগী নেতারা সোমবার একসঙ্গে মিলে গঠন করেছে নতুন এক দল। নাম ‘ডেমোক্রাটস’। দলের নেতৃত্বে পাঞ্জাবের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হাশিম দোগার ছাড়াও সহযোগী হিসাবে আছেন সাবেক শিক্ষামন্ত্রী ড. মুরাদ রাস। নিজেদের পৃথক দল ঘটনের সিদ্ধান্ত নেওয়ার আগে সর্বাধিক শক্তি অর্জনের জন্য সক্রিয়ভাবে বৈঠকের পর বৈঠক করছে ডোগার-রাজ গ্রুপ। পিটিআইয়ের বেশ কয়েকজন নেতা এবং বিধায়ক দল ছাড়ার পর তাদের রাজনীতিকে পুনরায় চাঙ্গা করার জন্য নতুন দল গঠনের সিদ্ধান্ত নেন তারা। ডোগার-রাজ গ্রুপ ইতোমধ্যেই সাবেক প্রাদেশিক ও কেন্দ্রীয় মন্ত্রীসহ প্রায় ৩৫ জন সাবেক এমপিএ এবং এমএনএ’র সমর্থন অর্জন করেছে। সমর্থনকারীদের সংখ্যা জানা গেলেও ঠিক কতজন তাদের দলে যোগদান করেছে সে সংখ্যা প্রকাশ করা হয়নি। তবে তারা বলেছে, আপতত তাদের দলে কোনো নারী সদস্য নেই। সাবেক শিক্ষামন্ত্রী রাজ জানান, ‘আমরা কাউকে জোর করছি না। পিটিআই বিধায়করা স্বাধীনভাবে আমাদের কাছে আসছেন।’ তিনি আরও বলেন, ‘পিএমএল-কিউ এবং জাহাঙ্গীর খান তারিন গ্রুপের নেতারা মিটিং এবং যোগদানের জন্য বার্তা পাঠাচ্ছেন, কিন্তু আমরা তাদের জবাব দিচ্ছি না বা আমরা এ মুহূর্তে কোনো প্রতিশ্রুতি দিতে চাই না।’ ডন। আরও একজন সাবেক পিটিআই নেতা মন্তব্য করেন, দলের বিধায়ক হিসাবে ‘তার ন্যায্য সম্মান পেতে’ সক্ষম হননি, এবং সে কারণেই ৯ মে হামলার নিন্দা করে ভিন্ন দলে যোগ দিচ্ছেন।