গোপালগঞ্জে জাল টাকা তৈরিকালে দম্পতি আটক

৫ জুন, ২০২৩ | ৯:৪৬ পূর্বাহ্ণ
অনলাইন নিউজ ডেস্ক , ইউ এস বাংলা ২৪

জাল টাকা তৈরির কারখানায় অভিযান চালিয়ে টাকা তৈরির সরঞ্জাম ও ৭ লাখ ৪১ হাজার জাল টাকাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার গভীর রাত পর্যন্ত এ অভিযানে পুলিশের একটি দল গোপালগঞ্জ পৌরসভার বেদগ্রাম দক্ষিণপাড়ার সৌদিপ্রবাসী হায়াত আলী দাড়িয়ার বাড়ির চতুর্থ তলার ফ্লাটে জাল টাকা তৈরির সময় হাতেনাতে কামরুল ইসলাম (৩২) ও তার স্ত্রী হোসনে আরা বেগমকে (২৪) গ্রেপ্তার করে। কামরুল বরগুনার পাথরঘাটা উপজেলার লাকুরতলা গ্রামের আব্দুস সালামের ছেলে। আব্দুস সালামের বড় ছেলে সগির হোসেন দীর্ঘদিন ওই বাড়ি ভাড়া নিয়ে জাল টাকা ছাপিয়ে আসছিল। গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মুহাইমিনুল ইসলাম জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ওই বাড়ির চতুর্থ তলার ফ্ল্যাটে অভিযান চালানো হয়। জাল টাকা প্রিন্টিং চলছে এমন অবস্থায় ওই দম্পতি হাতেনাতে গ্রেপ্তার করা হয়।