নিউ ইয়র্কে তুর্কি হাউসে হামলা, তদন্ত চলছে

৪ জুন, ২০২৩ | ৬:৫৭ পূর্বাহ্ণ
অনলাইন নিউজ ডেস্ক , ইউ এস বাংলা ২৪

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে তুর্কি হাউসে স্থানীয় সময় সোমবার ভোররাতে হামলা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তা বিষয়টি জানিয়েছেন। ভবনটিতে তুরস্কের কূটনৈতিক মিশন অবস্থিত। নিউ ইয়র্কে তুরস্কের কনসাল জেনারেল রেহান ওজগুর জানিয়েছেন, স্থানীয় সময় ভোররাত ৩টা ১৪ মিনিটে হামলাকারী ভবনের জানালা ভেঙে ফেলে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি বলে জানান তিনি। ভবনের ১২টি জানালা ও দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে। রেহান বলেন, আততায়ীকে এখনো শনাক্ত করা যায়নি। সে ঘটনাস্থলে একটি দরজা খোলার হাতিয়ার রেখে গেছে। হামলার পর ভবনটি নিউ ইয়র্ক পুলিশ ঘেরাও করে রেখেছে এবং ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। এদিকে এ ঘটনায় নিউ ইয়র্কে তুর্কিদের জন্য তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটদানকে প্রভাবিত হয়নি বলে নিশ্চিত করেছেন কনসাল জেনারেল। বর্তমানে তুর্কি হাউসে তুর্কি প্রবাসীরা তাদের ভোট দিচ্ছেন। সূত্র : আনাদোলু এজেন্সি