যে কারণে এরদোগানের জয় উদযাপন করল গাজাবাসী

২৯ মে, ২০২৩ | ৪:২০ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেস্ক , ইউ এস বাংলা ২৪

তুরস্কের প্রেসিডেন্ট পদে টানা তৃতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন রিসেপ তাইয়েপ এরদোগান। রোববার দেশটিতে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা ভোটে বিজয়ী হয়েছেন তিনি। এরদোগান পেয়েছেন ৫২ দশমিক ১৫ শতাংশ ভোট। আর প্রধান বিরোধী জোটের প্রার্থী কেমাল কিলিকদারুগলু পেয়েছেন ৪৭ দশমিক ৯ শতাংশ ভোট। এতে এরদোগান বেসরকারি প্রেসিডেন্ট পুনর্নির্বাচিত হয়েছেন। এদিকে টানা তৃতীয় মেয়াদের রিসেপ তাইয়েপ এরদোগান জয় উদযাপন করছে মুসলিম বিশ্বজুড়ে। এরই ধারাবাহিকতায় ফিলিস্তিনের গাজা উপত্যকাবাসীও জয় উদযাপন করেছে। মধ্যপ্রাচ্যে সংকটে থাকা গাজাবাসী ও ফিলিস্তিনিরা এরদোগান ও তুরস্ককে তাদের বিশ্বস্ত মিত্র হিসেবে দেখে আসছে। সংবাদমাধ্যম প্যালেস্টাইন ক্রনিকলের প্রতিবেদনে জানানো হয়, ইসরায়েলি অবরোধে থাকা ভূখণ্ডটির খান ইউনিস, গাজা সিটিসহ বিভিন্ন শহরের বাসিন্দারা গাড়িতে এরদোগানের ছবি ও তুরস্কের পতাকা টাঙিয়ে জয় উদযাপন ও উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা এরদোগানের নামে স্লোগান দেন। আরবের ঐতিহ্যবাহী মিষ্টান্ন কুনাফেহর দোকানগুলো থেকে পথচারীদের মধ্যে মিষ্টিজাতীয় খাবার বিতরণ করা হয়। স্থানীয় বাসিন্দাদের অনেকে তুরস্কের পতাকা ও এরদোগানের ছবিসংবলিত কুনাফেহর বিশেষ ট্রের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। উপত্যকাটির সড়কে ঐতিহ্যবাহী পোশাক পরে বাদ্য বাজিয়ে জয় উদযাপান করতে দেখা যায় অনেককে। ইসরাইলের সঙ্গে সম্প্রতি তুরস্কের সম্পর্ক স্বাভাবিক করার পরও এরদোগানকে বিশ্বস্ত মিত্র ভাবেন ফিলিস্তিনিরা। তুরস্কে হাজার ফিলিস্তিনির বাস, যাদের অনেকেই গাজা উপত্যকা থেকে দেশটিতে আশ্রয় নিয়েছেন। গত ১৪ মে অনুষ্ঠিত প্রথম দফা নির্বাচনে কিলিকদারুগলু চেয়ে এগিয়ে থাকলেও অল্প ভোটের জন্য নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাননি এরদোয়ান। এতে করে ভোট গড়ায় দ্বিতীয় দফায়। সূত্র: প্যালেস্টাইন ক্রনিকল