আইপিএলের প্রাইজমানি কত?

২৮ মে, ২০২৩ | ৫:৫৭ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেস্ক , ইউ এস বাংলা ২৪

কোটিপতি লিগ হিসেবে খ্যাত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ভারতের এ জনপ্রিয় টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলেন বিশ্ব তারকারা। ২০০৮ সালে শুরু হওয়া আইপিলের প্রথম আসর থেকেই জনপ্রিয়তায় শীর্ষে। এবার হচ্ছে টুর্নামেন্টের ১৬তম আসর। আজ রাত ৮টায় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্সের মধ্যকার ফাইনালের মধ্য দিয়ে আসরের পর্দা নামবে। এবারের আসরের প্রাইজমানি নির্ধারণ করা হয়েছে ৪৬.৫ কোটি টাকা। চেন্নাই-গুজরাটের মধ্যে যে দল চ্যাম্পিয়ন হবে তারা পাবে ২০ কোটি টাকা। রানার্সআপ দল পাবে ১৩ কোটি টাকা। তৃতীয় হওয়া মুম্বাই ইন্ডিয়ান্স পাবে ৭ কোটি, চতুর্থ হওয়া লখনৌ সুপার জায়ান্টস পাবে ৬.৫ কোটি টাকা। টুর্নামেন্টের এবারের আসরে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যান এবং সবচেয়ে বেশি উইকেট শিকার করা বোলার পাবেন ১৫ লাখ টাকা করে। উদীয়মান খেলোয়াড় পাবেন ২০ লাখ টাকা। সবচেয়ে মূল্যবান খেলোয়াড় পাবেন ১২ লাখ টাকা। গেম চেঞ্জার অব দ্য সিজন পাবেন ১২ লাখ টাকা। সুপার স্ট্রাইকার অব দ্য সিজন পাবেন ১২ লাখ টাকা।