যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে সরকারের মাথাব্যথা নেই : কাদের

২৮ মে, ২০২৩ | ৮:৪৮ পূর্বাহ্ণ
অনলাইন নিউজ ডেস্ক , ইউ এস বাংলা ২৪

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে শেখ হাসিনা সরকারের মাথাব্যথা নেই। রাজধানীর বাড্ডায় শনিবার (২৭ মে) বিকেলে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, গাজীপুরে মতো জাতীয় নির্বাচনও আমরা সুষ্ঠু করবো, অবাধ-নিরপেক্ষ নির্বাচন করে উজ্জ্বল দৃষ্টান্ত স্তাপন করবো। এখন বাইরে কে নিষেধাজ্ঞা দিলো, ভিসা বন্ধ করে দিলো- তা নিয়ে শেখ হাসিনার মাথাব্যথা নেই। তিনি বলেন, আমেরিকার নতুন ভিসানীতির শর্ত হচ্ছে - সুষ্ঠু নির্বাচনে যারাই বাধা দেবে তাদের ভিসা বন্ধ করে দেবে। এখানে আওয়ামী লীগের মাথা ব্যাথার কিছু নেই। সবশেষ গাজীপুরে সুষ্ঠু নির্বাচন করে দেখিয়ে দিয়েছি আমরা সুষ্ঠু নির্বাচন করবো। তাই আমাদের ত চিন্তা করার কথা নয়, বরং আমেরিকার নতুন ভিসানীতি নিয়ে বিএনপি বেকায়দায় রয়েছে। কাউকে ভয় পান না এমন মন্তব্য করে কাদের বলেন, আমরা অবাধ-সুষ্ঠু নির্বাচন করতে চাই। গাজীপুরের নির্বাচনের মাধ্যমেই প্রমাণিত হয়েছে। সামনের আরও চার সিটি এবং আগামী নির্বাচনও সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হবে। কাজেই কোনো দেশি-বিদেশি কাউকে আমরা ভয় পাই না। আমরা আমাদের নীতিতে অটল হয়ে নির্বাচন চাচ্ছি।