আওয়ামী লীগের সহ-সভাপতি মোক্তার হোসেনের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের শোক

৭ ডিসেম্বর, ২০২৫ | ৫:৫৮ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, চারঘাট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোক্তার হোসেনের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের শোক রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, চারঘাট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোক্তার হোসেনের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। একইসাথে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর বিএনপি-জামাতের সন্ত্রাসীরা মোক্তার হোসেনের বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়। ফলে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং গত ২৩ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি........... রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর এবং তিনি পরিবার-পরিজন সহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।