“ড. ইউনূস উন্নয়ন করেনাই, ক্ষতি ছাড়া কোন লাভ হয় নাই; কামাইয়ের প্রচুর ক্ষতি হইছে, সংসার চলতেছে না” — জনতার ক্ষোভ
ক্ষমতা দীর্ঘায়িত করে দখলদার খুনি-ফ্যাসিস্ট ইউনূস গং দেশলুটে ব্যাপক তৎপর। একদিকে জননেত্রী শেখ হাসিনার করে যাওয়া উন্নয়ন প্রকল্পের শেষের দিকে সেগুলোকে থামিয়ে দেওয়া হচ্ছে, অন্যদিকে নতুন করে প্রকল্পগুলোর খরচ বাড়িয়ে অর্থলুটের চক্রান্ত করছে ইউনূস গং। গরিবের রক্তচোষা এই সুদখোর এতটাই অর্থলোভী যে, দেশের লাভজনক বন্দর নিয়েও দুর্নীতির গুজব রটিয়ে টাকা খেয়ে তুলে দিচ্ছে বিদেশি কোম্পানির হাতে৷ এসব তো গেলো গোপনে দেশের সম্পদ লুটের উপাখ্যান, ক্ষমতা লুট করে ইউনূস অপব্যবহার করতেও খুব বেশি দেড়ি করেনি। উপদেষ্টা সহ বিভিন্ন নিয়োগে স্বেচ্ছাচারীতা ও স্বজনপ্রীতি, গ্রামীণের কর মওকুফ সহ বিভিন্ন নতুন ব্যবসায়িক লাইসেন্স হাতিয়ে নিয়েছে এই ফ্যাসিস্ট। শুধু ইউনূস একা দুর্নীতি করছে বিষয়টা তো এমন না, উপদেষ্টারা সবাই পিএস-এপিএস সহকারে বিগত ১৫ মাস ধরে দুর্নীতিতে ও ক্ষমতার অপব্যবহারে সামিল রয়েছে। কিন্তু, ধরা পড়লেও এদের বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে না। দুর্নীতির টাকায় নিজেরা ফুলে ফেপে গেলেও জনগণ মরছে না খেয়ে। রোজগার কমেছে, দারিদ্র্যতা হানা দিচ্ছে কোটি মানুষের দরজায়। আজ খেটে খাওয়া দিনমজুরেরা হাহাকার করছে, সংসার চালানো হয়ে গেছে ভীষণ দায়। এই সংকটাপন্ন অবস্থা থেকে, দখলদার-অথর্ব ইউনূসের ফ্যাসিজম থেকে মুক্তি চায় জনগণ।
