‘বালের বিজয় দিবস’ মন্তব্যের জেরে ইলিয়াসকে ‘স্টুপিড’, ‘শুয়োরের বাচ্চা’, ‘বেজন্মা’ বললেন আম জনতা দলের তারেক

৬ ডিসেম্বর, ২০২৫ | ১০:০০ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

বিজয় দিবস নিয়ে কথিত বিতর্কিত মন্তব্যের জেরে ইলিয়াসের ওপর চড়াও হয়েছেন আম জনতা দলের সাধারণ সম্পাদক তারেক। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ইলিয়াসের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে দেখা যায় এই রাজনৈতিক নেতাকে। অভিযোগ রয়েছে, ইলিয়াস মহান বিজয় দিবসকে উদ্দেশ্য করে 'বালের বিজয় দিবস' মন্তব্য করেছিলেন। এর প্রতিক্রিয়ায় ক্ষিপ্ত হয়ে তারেক বলেন, "স্টুপিড একটা শুয়োরের বাচ্চা, বালের বিজয় দিবস বলিস তুই? তোর বাংলাদেশের মায়া ভাল্লাগে না, পাকিস্তানের মায়া ভাল্লাগে।" ভিডিওবার্তায় তারেক প্রশ্ন তোলেন, বাংলাদেশের কোনো নাগরিক বা সন্তান বিজয় দিবস নিয়ে এমন ধৃষ্টতাপূর্ণ কথা বলতে পারে কি না। তিনি বলেন, "ও বাংলাদেশের কেউ নাকি? বাংলাদেশের কেউ এটা বলতে পারবে? ও কত বড় বেয়াদব একটা!" ইলিয়াসের দেশপ্রেম ও পরিচয় নিয়ে প্রশ্ন তুলে আম জনতা দলের এই নেতা আরও বলেন, "বাংলাদেশের কোনো সন্তান বলতে পারে বালের বিজয় দিবস? বেজন্মা কোথাকার।" বিজয় দিবসের মতো স্পর্শকাতর বিষয় নিয়ে এমন মন্তব্যের জেরে তারেকের এই ক্ষুব্ধ প্রতিক্রিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।