কেন এশিয়া কাপ আয়োজন করতে চায় না বিসিবি

১৯ মে, ২০২৩ | ৭:৫৭ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেস্ক , ইউ এস বাংলা ২৪

এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। কিন্তু আসরটি হাইব্রিড নাকি নিরপেক্ষ ভেন্যুতে হবে ওই সিদ্ধান্ত এখনও দেয়নি এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। বিষয়টি নির্ভর করছে ভারতের ওপর। ‘বিগ ব্রাদার’ যেভাবে চাইবে, এসিসি সেভাবেই সিদ্ধান্ত নেবে বলে মনে করা হচ্ছে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের অনুমান, নিরপেক্ষ ভেন্যুতে হবে আসরটি। কারণ হাইব্রিড মডেলে আপত্তি জানিয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। আবার নিরপেক্ষ ভেন্যু শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত, কাতার নাকি ইংল্যান্ড হবে তা নিয়েও আছে নানা গুঞ্জন। এই জটিলতা থাকত না বাংলাদেশ এশিয়া কাপ আয়োজনে রাজি হলে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে ঢাকায় এশিয়া কাপ করার প্রস্তাব করা হলে বিসিবি তা প্রত্যাখান করেছে। কারণ ওই সময় বৃষ্টির হওয়ার সম্ভাবনা প্রবল। এশিয়া কাপ আয়োজনের বিষয়ে পাপন বৃহস্পতিবার বলেন, ‘আমাদের (পিসিবি থেকে) প্রস্তাব করা হয়েছিল, কিন্তু বাংলাদেশে তো ওই সময় বৃষ্টি থাকবে। টি-২০ হলে আমরা একটা সুযোগ নিতে পারতাম। ওই সময়ে আমার মনে হয় না ওয়ানডে খেলা সম্ভব হবে। আমাদের যখন প্রস্তাব করা হয়েছিল তখনই বলেছি, বাংলাদেশে ওই সময়ে বৃষ্টি থাকবে, খেলা সম্ভব হবে না।’ এশিয়া কাপ কোথায় ও কীভাবে হবে তার ধারণাও দিয়েছেন পাপন, ‘এসিসি এখন পর্যন্ত আমাদের কিছু জানায়নি। মনে হচ্ছে, এশিয়া কাপ হবে। কোথায় হবে এটা এখনও বলা মুশকিল। আসরটি হাইব্রিড অথবা যে কোনো এক দেশে হতে পারে। হাইব্রিড মডেলে হলে সেটা হবে পাকিস্তান এবং আরব আমিরাতে। একটি দেশে হলে শ্রীলঙ্কায় হওয়ার সম্ভাবনা বেশি।’