২০১০-২০২২ সালের মধ্যে বাংলাদেশ দারিদ্র্য ও অতি দারিদ্র্যের হার অর্ধেকে নামিয়ে এনেছে শেখ হাসিনা

৪ ডিসেম্বর, ২০২৫ | ১১:২৭ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

২০১০-২০২২ সালের মধ্যে বাংলাদেশ দারিদ্র্য ও অতি দারিদ্র্যের হার অর্ধেকে নামিয়ে এনেছে। একি সাথে জীবন মান বেড়েছে, বিদ্যুৎ, পয়ঃনিষ্কাশন ও শিক্ষা সবার জন্য উন্মুক্ত হয়েছে । তবে ২০১৬ সালের পর দারিদ্র্য কমার হার ধীর হয়েছে। এগিয়ে যেতে কি দরকার তা জানতে পড়ুন নতুন প্রকাশিত— বাংলাদেশ দারিদ্র্য ও বৈষম্য বিশ্লেষণ: http://wrld.bg/vHbi50XAsct