‘বিডিআর বিদ্রোহ’: মামলা ও বিচার

৪ ডিসেম্বর, ২০২৫ | ১১:২৫ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

'বিডিআর বিদ্রোহ': মামলা ও বিচার শেখ হাসিনার আমল: ২০১৩ সালের ৫ নভেম্বর—৮৫০ জন আসামীর বিচার শেষ হয়। এতে ১৫২ জনকে মৃত্যুদণ্ড, ১৬০ জনকে যাবজ্জীবন এবং ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। খুনি-ফ্যাসিস্ট ইউনূস আমল: ইউনুস শাহী এখন পর্যন্ত ২৯৩ জন শাস্তিপ্রাপ্ত ও দণ্ডিত আসামীকে মুক্তি দিয়েছে। নিচে মুক্তির তারিখসহ সংখ্যা উল্লেখ করা হলো- ১৯ জানুয়ারি, ২০২৫ তারিখ- ১৭৮ জন ২৩ জানুয়ারি, ২০২৫- ১৩ জন ১২ মে, ২০২৫ তারিখ- ৪০ জন ১৫ মে, ২০২৫ তারিখ- ২৭ জন ২৪ নভেম্বর, ২০২৫ তারিখ- ৩৫ জন শেখ হাসিনা বিচার করেছেন; অন্যদিকে গণশত্রু ইউনূস শাস্তি বাতিল করে মুক্তি দিয়েছে!