ফেসবুক জরিপ: ৮১ শতাংশ মানুষই অসন্তুষ্ট ড. ইউনূস সরকারের কার্যক্রমে

৪ ডিসেম্বর, ২০২৫ | ১১:১৮ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

অনলাইন জরিপে অংশ নিয়েছেন প্রায় ১২ হাজার মানুষ। সরকারের কার্যক্রমে অসন্তুষ্টি জানিয়ে ‘হা হা’ রিয়েক্ট দিয়েছেন ৮১ শতাংশ নেটিজেন। সন্তুষ্টি প্রকাশ করে ‘লাভ’ রিয়েক্ট দিয়েছেন মাত্র ১৩ শতাংশ মানুষ। ‘হ্যাঁ’ বা সন্তুষ্ট পক্ষের চেয়ে ‘না’ বা অসন্তুষ্ট পক্ষের ব্যবধান প্রায় ৬ গুণ। নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের কার্যক্রমে জনসন্তুষ্টি নিয়ে পরিচালিত একটি জরিপে বড় ধরনের অসন্তোষের চিত্র উঠে এসেছে। একটি ফেসবুক পেজের ওই পোলে অংশগ্রহণকারীদের ৮১ শতাংশই সরকারের কার্যক্রমে অসন্তুষ্টি বা ‘না’ ভোট দিয়েছেন। সম্প্রতি পেজটি তাদের অনুসারীদের উদ্দেশ্যে একটি পোল পোস্ট করে। সেখানে প্রশ্ন রাখা হয়, "আপনি কি ড. ইউনূস সরকারের কার্যক্রমে সন্তুষ্ট?" পাঠকদের মতামতের জন্য দুটি সুনির্দিষ্ট অপশন দেওয়া হয়: ১. হ্যাঁ (সন্তুষ্ট) হলে- ‘লাভ’ (❤️) রিয়েক্ট। ২. না (অসন্তুষ্ট) হলে- ‘হা হা’ (😆) রিয়েক্ট। ফলাফল বিশ্লেষণ: পোস্টটিতে মোট প্রতিক্রিয়া বা রিয়েকশন পড়েছে প্রায় ১১,৮০০ (১১.৮ কে)। প্রাপ্ত ফলাফলের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়: বিপুল অসন্তুষ্টি: মোট ১১,৮০০ জন অংশগ্রহণকারীর মধ্যে প্রায় ৯,৬০০ (৯.৬ কে) মানুষ ‘হা হা’ রিয়েক্ট দিয়েছেন। শতাংশের হিসেবে এটি মোট ভোটের প্রায় ৮১ শতাংশ। অর্থাৎ, প্রতি ১০০ জনের মধ্যে ৮১ জনই বর্তমান সরকারের কার্যক্রমে সন্তুষ্ট নন। সন্তুষ্টির হার নগণ্য: অন্যদিকে, সরকারের কার্যক্রমকে সমর্থন জানিয়ে বা সন্তুষ্টি প্রকাশ করে ‘লাভ’ রিয়েক্ট দিয়েছেন মাত্র ১,৬০০ (১.৬ কে) মানুষ। যা মোট ভোটের মাত্র ১৩ শতাংশ। জনমতের প্রতিফলন: জরিপের ফলাফলে দেখা যাচ্ছে, ড. ইউনূস সরকারের পক্ষে থাকা মানুষের তুলনায় বিপক্ষে বা অসন্তুষ্ট মানুষের সংখ্যা প্রায় ৬ গুণ বেশি। মন্তব্যের ঘরেও অনেকে তাদের মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, তবে রিয়েকশনের পরিসংখ্যানে নেতিবাচক মতামতেরই একচ্ছত্র প্রাধান্য লক্ষ্য করা গেছে।