বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব হাইকোর্টে রিট, আসন্ন সংসদ নির্বাচন স্থগিতের আবেদন

৩ ডিসেম্বর, ২০২৫ | ১১:৫৪ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব ইয়ারুল ইসলাম হাইকোর্টে রিট করেছেন যাতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন স্থগিত করা হয়। রিটে তিনি জিজ্ঞাসা করেছেন, কেন জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের পরিবর্তে জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করা হবে না। এছাড়া, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন প্রক্রিয়া স্থগিত রাখার আবেদন করা হয়েছে। হাইকোর্ট এই বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জবাব চেয়েছে। শুনানি আগামী সপ্তাহে হতে পারে।